আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
অলিম্পিক প্রধানের উচিত ইউক্রেন যুদ্ধক্ষেত্র পরিদের্শন করা: জেলেনস্কি
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডিন্ট থমাস বাখকে ইউক্রেনের বাখমুতের যুদ্ধক্ষেত্র পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই অঞ্চলটিতে রুশ সৈন্যদের সঙ্গে ইক্রেনীয় সেনাবাহিনী ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত।অলিম্পিক কমিটি জানিয়েছে, রাশিয়ান ও বেলারুশিয়ান অ্যাথলেটদের আগামী ২০২৪ সালে প্যারিস গেমস-এ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য একটি উপায় অন্বেষণ করার কথা বলার পরই শুক্রবার জেলেনস্কি উস্কানিমূলক এই আমন্ত্রণ জানান। ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও এর মিত্র দেশ বেলারুশ অধিকাংশ অলিম্পিক খেলায় প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভাষণে জেলেনস্কি বলেন, আমি মি. বাখকে বাখমুত পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছি। যাতে তিনি নিজের চোখে দেখতে পারেন যে সেখানে নিরপেক্ষতার কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, এটা স্পষ্ট যে রাশিয়ান ক্রীড়াবিদদের যেকোনো নিরপেক্ষ ব্যানার রক্তে রঞ্জিত। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ


জেরুজালেমের সিনাগগে হামলা, নিহত ৭
পূর্ব জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) বন্দুকধারীর হামলায় অন্তত সাত জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৮টার দিকে নেভ ইয়াকোভ এলাকায় এই ঘটনা ঘটে। খবর সিএনএন, বিবিসির।স্থানীয় গণমাধ্যমের দাবি, হামলাকারী একজন ফিলিস্তিনি। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে ইসরায়েলী পুলিশ জানিয়েছে, হামলাকারীও নিহত হয়েছে। অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর বেপরোয়া হামলায় ১০ ফিলিস্তিনির নিহতের ঘটনার একদিন পরই এমন ঘটনা ঘটল। এটি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতিশোধমূলক হামলা বলে ধারণা করা হচ্ছে।সিএনএন জানায়, বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আরও পাঁচজনকে আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে আহতদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়। সূত্র: দৈনিক বাংলা।
ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে, বললেন কিমের বোন
ইউক্রেনকে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, ‘ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে।’ খবর রয়টার্সের।উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন। কেসিএনএকে দেওয়া ওই বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়াও তেমনি অবস্থানে থাকবে।যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। জার্মানিও ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। বিবৃতিতে কিম ইয়ো জং আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অস্ত্রসহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নেই, বলেন তিনি।উত্তর কোরিয়ার পিয়ংইয়ং প্রদেশের চোলসানের সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে এ পরীক্ষা চালানো হয়-পরমাণু অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়া গত বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএমএস) রয়েছে। সূত্র: প্রথম আলো
পশ্চিমা সমরাস্ত্রে ফুলেফেঁপে উঠেছে ইউক্রেন
ট্যাংক, যুদ্ধযান, আকাশ প্রতিরক্ষা, রকেট, ড্রোনসহ অত্যাধুনিক সব পশ্চিমা যুদ্ধ সরঞ্জামে ফুলেফেঁপে উঠেছে ইউক্রেন। সর্বশেষ লেপার্ড-২ ট্যাংকপ্রাপ্তি নিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয় কিয়েভকে। গলদঘর্ম শেষে সেখানেও সফল। লেপার্ড পাঠাবে কিনা তা নিয়ে দোলাচলে থাকা জার্মানিও বুধবার সম্মত হয়েছে। একই দিনে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্রও। ইউক্রেনের ভাড়ারে আসা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী যুদ্ধব্যঞ্জন। ন্যাটো সমরাস্ত্রের শিরোমণি। বসন্তের মাঝামাঝিতেই একসঙ্গে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাবে জার্মানি। তবে এখনো নির্দিষ্ট দিনক্ষণের ইঙ্গিত দেয়নি ওয়াশিংটন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩০টিরও বেশি দেশ সামরিক সহায়তা দিয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলোতে সম্প্রতি সেই তালিকার খুঁটিনাটি তুলে ধরা হয়েছে।ট্যাংক : পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রসহ বেশ কয়েকটি দেশ থেকে এ পর্যন্ত ২০০টিরও বেশি টি-৭২ ট্যাংক পেয়েছে ইউক্রেন। জার্মানি দিচ্ছে লেপার্ড-২ ট্যাংক। শক্তিশালী লেপার্ড-২ ট্যাংকটি চাওয়ার কারণ সহজ রক্ষণাবেক্ষণ আর তুলনামূলক কম জ্বালানি। আরও আছে চ্যালেঞ্জার-২। ১৯৯০ সালে নির্মিত এই ‘মৃত্যুদূত’ এখনো ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান যুদ্ধট্যাংক। রণক্ষেত্রে ইউক্রেনের দুর্ধর্ষ যোদ্ধা হিসাবে তৈরি করতে ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক দিতে সম্মত হয়েছে ব্রিটেন। এ ছাড়াও ৩১ টি আব্রামস ট্যাংক দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঘোষণার সময় বাইডেন বলেন, এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাংক এটি। সূত্র: যুগান্তর
নিরাপত্তাত্রুটির অভিযোগ
কাশ্মীরে রাহুলের পদযাত্রা স্থগিত
নিরাপত্তার ঘাটতির কথা বলে কাশ্মীরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা গতকাল শুরু হতে না হতেই শেষ করা হয়েছে। সংসদ সদস্য রাহুল গান্ধীর অভিযোগ, পদযাত্রাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে পুলিশি বন্দোবস্ত করা হয়েছিল তা প্রত্যাহার করার কারণেই দিনের মতো বাতিল করতে হয় যাত্রা। গতকাল রাহুল গান্ধী ২০ কিলোমিটার হাঁটবেন বলে কথা থাকলেও মাত্র এক কিলোমিটার চলার পরেই থেমে যায় পদযাত্রা। সেই সময় রাহুলের পাশে হাঁটছিলেন কাশ্মীরের দল ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও। উভয়ের পরনেই ছিল সাদা টি-শার্ট।পদযাত্রায় উপস্থিত কংগ্রেস কর্মীদের দাবি, শ্রীনগরের পথে হাঁটতে হাঁটতে রাহুল বানিহাল সুড়ঙ্গ অতিক্রম করার পরই দেখা যায়, ওপারে বহু মানুষ তাঁর জন্য অপেক্ষা করছে। দলীয় কর্মীদের অভিযোগ, সেই সময় চারদিকে একজনও পুলিশকর্মীকে তাঁরা কেউ দেখতে পাননি। এই অবস্থায় যাত্রা থামিয়ে দেওয়ার কথা বলেন রাহুলের নিজস্ব নিরাপত্তারক্ষীরা। তাঁর পরই দিনের জন্য পদযাত্রা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের গাড়িতে তুলে রাহুলকে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। সূত্র: কালের কণ্ঠ
অর্থ সংকট, তবু এলএনজি টার্মিনাল নির্মাণ সম্প্রসারণে এশিয়ায় সপ্তম বাংলাদেশ
বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে বৈশ্বিক ঊর্ধ্বমুখী দরের মধ্যেও জ্বালানি সংগ্রহে মরিয়া পাকিস্তান। এর মধ্যেই দুঃসংবাদ দিল দেশটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলএনজি) সরবরাহকারী ইতালিয়ান প্রতিষ্ঠান ইএনআই। দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির আওতায় আগামী ফেব্রুয়ারিতে আর এলএনজি কার্গো সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে কোম্পানিটি। এর কারণ হিসেবে পাকিস্তানের নজিরবিহীন রিজার্ভ সংকট, মুদ্রার অবমূল্যায়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভঙ্গুর দশা এবং বিপুল পরিমাণ বৈদেশিক ঋণকেই দায়ী করছেন খাতসংশ্লিষ্টরা। বিদ্যমান এ সংকটের মধ্যেই এশিয়ায় এলএনজি টার্মিনাল সম্প্রসারণ পরিকল্পনায় দেশটির অবস্থান ছয় নম্বরে উঠে এসেছে। পাকিস্তান এ খাতে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছে বলে জ্বালানি খাতের মার্কিন তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান ‘গ্লোবাল এনার্জি মনিটরের’ এক প্রতিবেদনে উঠে এসেছে। এর পরই বাংলাদেশের অবস্থান, এশিয়ায় সপ্তম। এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। ‘অ্যামিড মার্কেট টারমইল, এশিয়াস লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস প্ল্যানস রিচ এ ফরক ইন দ্য রোড’ শীর্ষক প্রতিবেদনটি গত ডিসেম্বরে প্রকাশ করে গ্লোবাল এনার্জি মনিটর। সংস্থাটির সেই প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে বর্তমানে বছরে ৭ দশমিক ৩ মিলিয়ন টন এলএনজি সরবরাহ সক্ষমতার টার্মিনাল রয়েছে। বিনিয়োগ প্রস্তাব রয়েছে ১৫ দশমিক ১ মিলিয়ন টনের। তবে ২৬ দশমিক ৩ মিলিয়ন টন সক্ষমতার এলএনজি টার্মিনাল নির্মাণ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। সূত্র: বণিক বার্তা।
ইসরায়েলের হামলায় নয় ফিলিস্তিনির মৃত্যু, গাজায় আবার বিমান হামলা
জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী একজন বয়স্ক মহিলাসহ নয়জন ফিলিস্তিনিকে হত্যা করার একদিন পর ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় একাধিক বিমান হামলা শুরু করেছে, যা কয়েক বছরের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে মারাণাত্মক অভিযানগুলোর একটি।
গাজার স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে, শুক্রবার ভোররাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা ভূখণ্ডের কেন্দ্রস্থলে থাকা আল-মাগাজি শরণার্থী শিবিরে কমপক্ষে ১৩টি হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, যুদ্ধবিমানগুলোর হামলার আগে ইসরায়েলি ড্রোন গাজায় লক্ষ্যবস্তুতে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আল জাজিরার সংবাদদাতা মারাম হুমাইদ।ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, ২১ লক্ষ বাসিন্দা নিয়ে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজা থেকে প্রায় মধ্যরাতে (২২:০০ জিএমটি) ইসরায়েলের দিকে দুটি রকেট ছোড়ার পর তারা বিমান হামলা চালিয়েছে।প্রাথমিকভাবে দুটো রকেট নিক্ষেপের পর দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, ইসরায়েলের বিমান হামলার পর আবারো বেশ কয়েকবার বেজে ওঠে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
বিবিসি তথ্যচিত্র ‘দি মোদী কোয়েশ্চেন’: কতটা চাপে পড়েছে ব্র্যান্ড মোদী
গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গা এবং ২০২০ সালে দিল্লিতে হিন্দু-মুসলিম দাঙ্গার ওপর বিবিসির দুই পর্বের একটি তথ্যচিত্র নিয়ে ভারতে তোলপাড় চলছে।‘ইন্ডিয়া, দি মোদী কোয়েশ্চেন’ নামের অনুসন্ধানী এই তথ্যচিত্রের প্রথম পর্বটি ২০০২ সালে গুজরাট দাঙ্গায় ঐ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে। আর নতুন বিতর্কিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে ২০২০ সালে দিল্লিতে হিন্দু-মুসলিম দাঙ্গা নিয়ে তৈরি করা হয়েছে এটির দ্বিতীয় পর্ব।ভারতে যেন এই তথ্যচিত্রটি দেখা না যায় তা নিশ্চিত করতে বিজেপির সরকার যে ধরনের নজিরবিহীন তৎপরতা শুরু করেছে – তাতে বিস্ময় তৈরি হয়েছে। এ নিয়ে সারা বিশ্বে খবর হচ্ছে। কিন্তু একটি সংবাদ মাধ্যমের একটি তথ্যচিত্র নিয়ে ভারতের মত একটি গুরুত্বপূর্ণ দেশের সরকারের মধ্যে এই মাত্রার স্পর্শকাতরতা, এই উদ্বেগ ঠিক কেন? সূত্র: বিবিসি বাংলা।
ভারতের হাসপাতালে আগুন, মালিকসহ নিহত ৫
ভারতের একটি বেসরকারি হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন। শুক্রবার দেশটির রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত চলছে উদ্ধার কাজ।
স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এ ছাড়া সোহান খানারি নামে আরও এক জনের দেহ চিহ্নিত হয়েছে। বাকি এক জনের পরিচয় এখনও জানা যায়নি। সব মিলিয়ে চিকিৎসক দম্পতি-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আগুনের ঘটনার পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। সূত: সমকাল
আইডি অবৈধ, পদ হারালেন নেপালের উপপ্রধানমন্ত্রী
নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিছানে নাগরিকত্বের অবৈধ কাগজপত্র জমা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, এমন রায় দিয়ে তার আইনপ্রণেতার মর্যাদা বাতিল করে তাকে তার দপ্তর থেকে অপসারণ করেছে নেপালের সুপ্রিম কোর্ট। গত মাসে সাত দলীয় জোট নেপালের ক্ষমতা গ্রহণ করার পর লামিছানে নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই জাতীয় পরিচয়পত্র দেখভালের দায়িত্বে আছে। শুক্রবার দেওয়া রায়ে সর্বোচ্চ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বলেছে, মার্কিন নাগরিকত্ব ত্যাগ করার পর লামিছানে (৪৮) অবৈধ নাগরিকত্বের সনদপত্র ব্যবহার করে নভেম্বরের নির্বাচনে অংশ নিয়েছেন।লামিছানের আইনজীবী সুনিল পোখরেল বলেছেন, “তিনি তার মন্ত্রিত্ব হারিয়েছেন এবং তার আসনে উপনির্বাচন হবে।” সূত্র: বিডি নিউজ