খুলনা টাইগার্সকে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স
শেষ বলের রোমাঞ্চে তামিম ইকবালের খুলনা টাইগার্সকে হারিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ওভারে দরকার ছিলো ১৭ রান, প্রথম ৫ বলে নিলেন ১১ রান। আর শেষ বলে দরকার ছিল ছক্কা! কিন্তু ব্যর্থ হয় খুলনা টাইগার্স।
শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৪ রানে হারিয়েছে কুমিল্লা।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, টানা হারের বৃত্তে আটকে থাকা খুলনা টাইগার্স ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচে।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে খুলনা টাইগার্স।
সারাদিন/২৮ জানুয়ারি/এমবি