আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
পুলিশ ইউনিট বিলুপ্তির ঘোষণা
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও
কৃষ্ণাঙ্গ নাগরিক টায়ার নিকোলসকে হত্যাকারী সেই ‘স্করপিয়ন ইউনিট’ই বিলুপ্ত ঘোষণা করল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিস পুলিশ। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মেম্ফিস পুলিশ বিভাগের মুখপাত্র মেজর কারেন রুডলফ। খবর সিএনএনের। নিকোলসকে হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যই ছিলেন ‘স্করপিয়ন ইউনিট’র সদস্য। মেম্ফিস পুলিশ থেকে স্করপিয়ন ইউনিট পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হবে বলেও জানানো হয়েছে। শুক্রবার নির্যাতনের ভিডিও প্রকাশ করার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে যুক্তরাষ্ট্র। শনিবারও রাস্তায় রস্তায় প্লেকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় মার্কনিদের। বিবৃতিতে মেজর কারেন রুডলফ বলেন, ‘যে কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে তারা স্করপিয়ান ইউনিটের সদস্য ছিলেন। তার কিছুক্ষণ আগেই মেম্ফিস পুলিশ ডিপার্টমেন্ট ঘোষণা করে, স্কোরপিয়ন ডিপার্টমেন্ট বিলুপ্ত করা হবে। তবে এই পদক্ষেপের ব্যাপারে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে মেম্ফিস মেয়রের কার্যালয়। যেই রাস্তায় ২৯ বছর বয়সি টায়ার নিকোলসকে নির্যাতন করা হয়েছিল সেই রাস্তার পাশেই নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ। মেম্ফিসের বাসিন্দাদের এদিন সেখানে জড়ো হয়ে নিকোলাসের জন্য প্রার্থনা করতে দেখা যায়। নিউইয়র্ক সিটি, আটলান্টা, বোস্টন, বাল্টিমোর, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং পোর্টল্যান্ডের মতো শহরগুলোতেও দেখা যায় কড়া বিক্ষোভ। এসময় আন্দোলনকারীরা কর্তৃত্বের অপব্যবহার বন্ধ করার আহ্বান জানান। সূত্র: যুগান্তর
উপনির্বাচনে ৩৩ আসনেই লড়বেন ইমরান খান
মার্চে হতে যাওয়া পাকিস্তানের উপনির্বাচনে ৩৩টি আসনে লড়বেন ইমরান খান। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কোরেশির বরাত দিয়ে দি এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।কোরেশি রবিবার ঘোষণা দেন, ‘তারা উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।গত শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা দেয়, ৩৩ আসনের উপনির্বাচন ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই আইনপ্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণের পর এ আসনগুলো শূন্য হয়।কোরেশি বলেন, গত ১৭ জুলাইয়ের উপনির্বাচনের সময় জনগণ পিটিআইকেও সমর্থন করেছিল। জনগণ আবারও ১৬ মার্চ ভোটের মাধ্যমে ইমরান খানের প্রতি তাদের আস্থা প্রকাশ করবে। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
ভারতে মন্ত্রীকে গুলি করা সে পুলিশ কর্মকর্তা মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন
ভারতের ওডিশায় পুলিশের গুলিতে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন পুলিশ কর্মকর্তা (সহকারী উপপরিদর্শক) গোপালকৃষ্ণ দাস মানসিক রোগে ভুগছিলেন। তিনি এক মনোরোগ–বিশেষজ্ঞের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর এনডিটিভির। গতকাল রোববার ওডিশা রাজ্যের ঝারসুগুন্ডা জেলার ব্রজরাজনগর এলাকায় নবকিশোর দাস গুলিবিদ্ধ হন। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকের দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক গোপালকৃষ্ণ দাস নিজেই মন্ত্রীকে গুলি করে বসেন। আহত মন্ত্রীকে উদ্ধার করে আকাশপথে ভুবনেশ্বরে অ্যাপোলো হাসপাতালে আনা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচারও হয়। তবে শেষ পর্যন্ত মন্ত্রীকে বাঁচানো যায়নি।বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান চন্দ্র শেখর ত্রিপাঠি সাংবাদিকদের বলেন, গোপালকৃষ্ণ বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। বাইপোলার ডিজঅর্ডার হলো একটি মানসিক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মেজাজ ব্যাপক রকমে ওঠানামা (মুড সুইং) করে। তাঁরা কখনো অতি মাত্রায় উত্তেজিত হয়ে যেতে পারেন, আবার কখনো হতাশায় ভুগতে পারেন। তবে মনোরোগ–বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াসহ বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। সূত্র: প্রথম আলো
দলের চেয়ারম্যানকে মন্ত্রিত্ব থেকে সরালেন সুনাক
করসংক্রান্ত অনিয়মের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের চেয়ারম্যান ও দপ্তরবিহীন মন্ত্রী নাদিম জাহাওয়িকে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, নাদিম জাহাওয়ি মন্ত্রীদের আচরণবিধির গুরুতর লঙ্ঘন করেছেন।জাহাওয়ি অর্থমন্ত্রী থাকার সময় পরিশোধ না করা করের জন্য জরিমানা দিয়েছেন—এই তথ্য প্রকাশ পাওয়ার পর ঋষি সুনাক তাঁর উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করতে বলেছিলেন। উপদেষ্টা তাঁর সিদ্ধান্তে বলেছেন, এমপি জাহাওয়ি তাঁর আর্থিক বিষয়ে খোলামেলা হতে পারেননি। নাদিম জাহাওয়ির কাছে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী সুনাক লিখেছেন, ‘এ কারণেই আমি আপনাকে সরকারের পদ থেকে অপসারণের সিদ্ধান্তের কথা জানিয়েছি।’ সূত্র: কালের কণ্ঠ
যুক্তরাষ্ট্রের চীননির্ভরতা সহসাই কাটছে না
মহামারীর ধাক্কা ও চীনের সঙ্গে উত্তেজনার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পারস্পরিক নির্ভরশীলতা কাটিয়ে ওঠার চেষ্টা চললেও বাণিজ্য উপাত্তে স্পষ্ট হয়ে উঠেছে শীর্ষ দুই অর্থনীতি একে অন্যের ওপর কতটা নির্ভরশীল। দীর্ঘমেয়াদে চীনের বিকল্প উৎস ঠিক করতে পারলেও স্বল্পমেয়াদে শীর্ষ দুই অর্থনীতির পারস্পরিক নির্ভরশীলতা কমছে না। খবর ব্যাংকক পোস্ট। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যযুদ্ধের সূচনা করেন। জাতীয় নিরাপত্তার ধোঁয়া তুলে একে অন্যের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে তারা। তবে তিক্ততা চূড়ায় পৌঁছার পর উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। আগামী মাসেই দুই শীর্ষ অর্থনীতির বাণিজ্য উপাত্ত বিস্তারিত প্রকাশিত হবে। আশা করে হচ্ছে, উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ঊর্ধ্বমুখী। তবে বিশেষজ্ঞরা বলছেন, উত্তেজনার প্রভাব পড়ছে অন্যান্য খাতে। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের (পিআইআইই) সিনিয়র ফেলো ম্যারি লাভলি জানান, বাণিজ্যযুদ্ধ শুরুর আগে চীন থেকে যুক্তরাষ্ট্র যে পরিমাণ আমদানি করত তা কমেছে। আমদানির বেলায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সচেতন চীন বিমুখতা দেখা যায়। সূত্র: বণিক বার্তা।
বিশ্বভারতীর জমি দখলের অভিযোগে আবারও অমর্ত্য সেনকে চিঠি
বেআইনিভাবে বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন- এই অভিযোগ তুলে জমি ফেরত চেয়ে মঙ্গলবার নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার তিন দিনের মাথায় আরও একটি চিঠি গেল তাঁর বাড়ি ‘প্রতীচী’তে। এই চিঠিতে বিশ্বভারতীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘আপনি (অমর্ত্য সেন) ওই জমি যত দ্রুত সম্ভব বিশ্বভারতীকে ফিরিয়ে দিন। তা নাহলে দেশের আইন আপনাকে এবং বিশ্বভারতী, যাকে আপনি খুব ভালবাসেন, দুই পক্ষকেই বিড়ম্বনায় ফেলবে। আপনি জানেন, অবৈধভাবে দখল করে রাখা জমি পুনরুদ্ধারে দেশে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।’
এদিকে জমি-বিতর্ক প্রসঙ্গে অমর্ত্য সেন আগেই বলেছিলেন, ”আদালতে যাওয়ার কোনোরকম ইচ্ছা আমার নেই। তবে আমার উকিলের চিঠি একবার গিয়েছে। আরেকবার নিশ্চয়ই যাবে।” শুক্রবার সকালেও তিনি বলেন, ”আমি আদালতে যাচ্ছি না। সেটা ভয়ে যাচ্ছি না, এমনটা যদি উপাচার্য মনে করে থাকেন, তাহলে তার চিন্তাশক্তি নিয়ে আমাদের ভাবার কারণ আছে।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ওড়িশায় গুলি করে মন্ত্রীকে হত্যা করা পুলিশ ‘মানসিক রোগী’
পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। তাঁকে হত্যায় অভিযুক্ত ওড়িশা পুলিশের সহকারী উপ-পরিদর্শক একজন ‘মানসিক রোগী’। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছে। তা সত্ত্বেও কেন তাঁকে পিস্তল দেওয়া হয়েছিল, কেনই বা তাঁকে পুলিশের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম গোপালক্রুষ্ণা দাস। রোববার দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়েন তিনি। পর পর দু’টি গুলি লাগে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোরের বুকে। গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। তবে বাঁচানো যায়নি তাকে, রোববার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় নবকিশোরের।গুলি চালানোর পর পুলিশ সদস্য গোপালক্রুষ্ণা দাসকে স্থানীয় লোকজনই ধরে ফেলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গোপালক্রুষ্ণা বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। এটি এক ধরনের মানসিক রোগ, যার ফলে মন স্থির থাকে না। রাগ, দুঃখ প্রভৃতি আবেগ ঘন ঘন পরিবর্তিত হয়। গভীর অবসাদে ভোগেন রোগী। সূত্র: সমকাল
মার্কিন জেনারেল বললেন
২০২৫ সালে চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ
দুই বছর পর চীন ও আমেরিকার মধ্যে ভয়াবহ যুদ্ধ হতে পারে। এই দাবি করেছেন মার্কিন বিমান বাহিনীর একজন শীর্ষ জেনারেল। এ জন্য তিনি শুক্রবার সিনিয়র অফিসারদের কাছে একটি মেমো পাঠিয়েছেন। তাঁর এই দাবির পর সব আলোচনা জোরদার হয়েছে। শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ২০২৫-এ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। এ জন্য তাদের লক্ষ্যের প্রতি প্রস্তুত থাকতে বলা হয়েছে। এয়ার মোবিলিটি কমান্ডে প্রায় ৫০ হাজার সদস্য এবং প্রায় ৫০০ বিমান রয়েছে। চীনের সঙ্গে সম্ভাব্য ওই যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা এই জেনারেল হলেন যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মাইক মিনিহান। যুদ্ধে ওয়াশিংটনের অবস্থান বিষয়েও মত প্রকাশ করেছেন জেনারেল মাইক মিনিহান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত, প্রতিরোধ। তবে ‘যদি প্রয়োজন হয়, চীনকে পরাজিত করা।’মিনিহান মেমোতে আরও বলেছেন, যেহেতু তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন হবে, তাই যুক্তরাষ্ট্র ‘বিভ্রান্ত’ হবে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন। জেনারেল মাইক চীনের প্রেসিডেন্টের আকাক্সক্ষার কথা উল্লেখ করে সম্ভাব্য সংঘাতের জন্য তার প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, শি তার তৃতীয় মেয়াদ (কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে) নিশ্চিত করেছেন। ২০২২-এর অক্টোবরে তারা যুদ্ধ পরিষদ গঠন করেছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।
রাশিয়ার বিরুদ্ধে লড়তে পশ্চিমাদের যেসব অস্ত্র পেয়েছে ইউক্রেইন
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে যখন ইউক্রেইনে আক্রমণ করে বসল, অনেকেই ভেবেছিলেন, কিইভের পরাজয় বুঝি সময়ের ব্যাপার মাত্র। তবে গত ১১ মাসে এটা নিশ্চিত হয়েছে, দুই পক্ষ সমঝোতায় না এলে এ যুদ্ধ সহসা থামার নয়। ইউক্রেইনের এই লড়াকু মনোভাব প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। আর এই দীর্ঘ সময় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্রদের নানামুখি সহায়তা।যুদ্ধের বছরপূর্তির আগে ইউক্রেইনকে আরও সামরিক সহায়তা দিতে জার্মানি ও যুক্তরাষ্ট্র তাদের ট্যাংক পাঠানোর স্দ্ধিান্ত নিয়েছে।বিবিসি লিখেছে, জার্মান সরকার ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে; আর যুক্তরাষ্ট্র পাঠাবে তাদের অত্যাধুনিক ৩১টি আব্রামস ট্যাংক। এছাড়া কয়েকটি ইউরোপীয় দেশ জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক পাঠাতে সবুজ সংকেত পেয়েছে। সূত্র: বিডি নিউজ
তালেবান কীভাবে ছক কেটে আফগান নারীদের ঘরে আটকে ফেলেছে
তালেবান ২০২১ সালের ১৫ই আগস্ট আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর থেকে যত ধরনের বিধিনিষেধ জারি করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি করেছে নারীদের বিষয়ে। সামগ্রিকভাবে চারটি ক্ষেত্রে মেয়েদের গতিবিধি, ভূমিকা ছেঁটে ফেলার চেষ্টা করছে তালেবান: রাজনীতি থেকে মেয়েদের সরিয়ে দেওয়া, জনসমক্ষে তাদের চলাফেরা কমিয়ে ফেলা, শিক্ষা নিষিদ্ধ করা এবং কাজের সুযোগ সীমিত করে ফেলা।ক্ষমতা নেওয়ার পরপর তারা মুখে মেয়েদের ব্যাপারে আগেরবারের চেয়ে নমনীয়তার অনেক প্রতিশ্রুতি দিলেও, কাজের বেলায় তা রাখেনি। পুরুষদের মন্ত্রীসভা (অগাস্ট ২০২১)২০০১ সালে তালেবানের প্রথম সরকার উৎখাত হওয়ার পর গত দুই দশকে হামিদ কারজাই এবং পরে আশরাফ গনি সরকার রাজনীতিতে নারীদের ভূমিকা বাড়ানোর নানা পদক্ষেপ নিয়েছে। নারীরা সংসদে ঢুকেছে। মন্ত্রীসভায় জায়গা পেয়েছে। তাদের রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছে। পরে এমনকি রাজ্যের গভর্নর এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।