ভারতে ঝাড়খণ্ডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

ভারতের ঝাড়খণ্ড জেলার ধানবাদে বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের জোড়াফটক এলাকায় এ ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে প্রদেশটির মুখ্য সচিব

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, ‘এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’