ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আল হিলাল

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

ছবি- সংগৃহীত

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিপরীতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি’কে ভেড়াতে চাচ্ছে সৌদির আরেক ক্লাব আল হিলাল। এর মধ্যেই অসাধারণ কীর্তি গড়েছে ক্লাবটি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে রেকর্ড গড়েছে সৌদি ক্লাব আল হিলাল।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাতে মরক্কোর তাঞ্জিয়ারে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। এই জয়ে প্রথম বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো সৌদি আরবের কোনো ক্লাব।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। সফল স্পটকিকে দলকে লিড এনে দেন অ্যারাবিয়ান উইঙ্গার সালেম আলদাওয়াসারি। এরপর ২০তম মিনিটে ব্রাজিলিয়ান স্টার পেদ্রোর গোলে সমতা টানে ফ্লামেঙ্গো। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরেকটি পেনাল্টি পেয়ে যায় সৌদি ক্লাব আল হিলাল। এবারও স্পটকিকে সফল হন আলদাওয়াসারি।

৭০তম মিনিটে আল হিলালের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েত্তো স্কোরলাইন ৩-১ করেন। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান কমান পেদ্রো। এর মধ্য দিয়ে সৌদি আরবের প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আল হিলাল।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাবাতে দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে আল হিলালের। আগামী ১১ ফেব্রুয়ারি এই ম্যাচের বিজয়ী দলই আল হিলালের মুখোমুখি হবে ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে।

সারাদিন/০৮ ফেব্রুয়ারি/এমবি

Nagad