বর্ষসেরা গোলরক্ষকের চূড়ান্ত দৌড়ে মার্তিনেস-ইয়াসিন-কোর্তোয়া

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জয়ের লড়াইয়ে তিন তারকার নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।

বর্ষসেরা গোলরক্ষকের দৌড়ে রয়েছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার পোস্টে দুর্বার এমিলিয়ানো মার্তিনেস। এছাড়া মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো এবং রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

২০২১ সালে ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর-এই সময় কালে পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা গোলরক্ষক নির্বাচনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন পাঁচজন। এরপর দুই জনকে বাদ দিয়ে এখন তিনজন চূড়ান্ত ফাইনালিস্টের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা-ফিফা।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পাঁচ জনের সেই তালিকাকে সংক্ষিপ্ত করে শীর্ষ তিনে নিয়ে এসেছে। যেখানে বাদ পড়েছেন দুই ব্রাজিলিয়ান গোলরক্ষক। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার এবং ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।

জাতীয় দলের কোচ ও অধিনায়ক এবং গণমাধ্যমকর্মী ও ফুটবল প্রেমীদের ভোটে এই তালিকা তৈরি হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা-ফিফা।

সারাদিন/০৯ ফেব্রুয়ারি/এমবি

Nagad