আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সমালোচনার মুখে ভারতে গরুকে আলিঙ্গনের বিজ্ঞপ্তি প্রত্যাহার
ভারতে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গনের আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। নতুন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভালোবাসা দিবস পালন করা হয়ে থাকে। এদিনে গরুকে ভালোবেসে জড়িয়ে ধরার অনুরোধ জানিয়ে গত বুধবার ভারতের পশু কল্যাণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিদ্রূপ-উপহাস চলতে থাকে। এমন অবস্থায় নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে পশু কল্যাণ বোর্ড জানিয়েছে, আগের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে। পশুসম্পদ মন্ত্রণালয়ের অধীন পশু কল্যাণ বোর্ড পরিচালিত হয়। বিজেপির পারশোত্তাম রুপালা এর নেতৃত্ব দিচ্ছেন। বোর্ডের সেক্রেটারি এস কে দত্ত স্বাক্ষরিত নতুন বিবৃতিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষ এবং মৎস্যসম্পদ মন্ত্রণালয় ও পশুসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় পশু কল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন দিবস হিসেবে পালনের যে আহ্বান জানিয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। সূত্র: প্রথম আলো


মানবিক সংকটে সিরিয়ার ক্ষতিগ্রস্ত মানুষ
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প
ভূমিকম্প আঘাত হানায় তুরস্ক বিভিন্ন দেশ ও সংস্থার সাহায্য পেলেও সিরিয়ার ক্ষতিগ্রস্ত এলাকায় তেমন পায়নি। ভূমিকম্পের পর চার দিন পার হয়েছে এবং সাহায্যের অভাবে উত্তর-পশ্চিম সিরিয়ার পরিস্থিতি মরিয়া হয়ে উঠেছে বলে জানিয়েছে বিবিসি। উত্তর সিরিয়ার একটি হাসপাতালে কর্মরত ডাক্তার মোহাম্মদ হাসাউন বিবিসিকে জানিয়েছেন, ভূমিকম্পের পর এখন তাদের কাছে যে চিকিৎসা সামগ্রী রয়েছে তা দিয়ে দেশের উত্তরাঞ্চলের ২০% মানুষের চাহিদাও পূরণ হবে না। এদিকে ভূমিকম্পের পর জাতিসংঘের পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছে উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় সাহায্য নিয়ে কাজ করছে এমন একটি বেসামরিক ত্রাণ সংস্থা হোয়াইট হেলমেট। সংস্থাটির প্রধান রায়েদ আল-সালেহ মন্তব্য করেন, ত্রাণ নিয়ে জাতিসংঘের প্রাথমিক পদক্ষেপ খুবই বাজে। জাতিসংঘ নিরপেক্ষভাবে কাজ করছে না। সূত্র: বিডি প্রতিদিন।
তুরস্কে প্রায় ৫ দিন পর ধ্বংসস্তুপ থেকে ৩ ভাই উদ্ধার
প্রায় ১২০ ঘণ্টা পর ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া পাঁচতলা ভবনের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়। তৃতীয় ভাইয়ের উদ্ধারের ভিডিও টিআরটি ওয়ার্ল্ডে দেখানো হয়। উদ্ধারের পর থার্মাল কাগজে পেচিয়ে শিশুটিকে হাসপাতালে নিতে দেখা যায়। হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সূত্র: সমকাল
জেরুজালেমে ফিলিস্তিনি যুবকের গাড়িচাপায় ২ ইসরাইলি নিহত
অধিকৃত জেরুজালেমে বায়তুল মুকাদ্দাস এলাকায় একটি বাসস্ট্যান্টের কাছে ফিলিস্তিনি যুবকের গাড়িচাপায় দুই ইহুদিবাদী ইসরাইলি নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।হতাহতদের সবাই ফিলিস্তিনি ভূমি দখলকারী। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে বায়তুল মুকাদ্দাসের রামুত এলাকায় যে ইহুদি উপশহর নির্মাণ করা হয়েছে তারা সেখানে বাস করত। খবর সিএনএনের। ইসরাইলের বিভিন্ন সূত্র জানিয়েছে, শুক্রবার হোসেন কারাক (৩১) নামে ওই ফিলিস্তিনি যুবক কয়েক জন ইসরাইলির ওপর গাড়ি উঠিয়ে দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা চালান।এতে ৬ বছরের এক শিশুসহ দুইজন নিহত ও অপর ছয় জন আহত হয়। ইসরাইলি টিভি চ্যানেল-১২ জানিয়েছে, আহতদের মধ্যেও দুই জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: যুগান্তর।
আন্তর্জাতিক
ক্যানসারাক্রান্ত কুকুরের জন্য
বিদায় সব সময়ই কষ্টকর। বিশেষ করে তা যদি হয় প্রিয় কারও বিদায়। অথচ এ বিদায়কে মেনে নিতেই হয় আমাদের। তাই তো চেষ্টা থাকে প্রিয়জন বা প্রিয় পোষ্যর শেষ সময়টুকু যেন আনন্দের হয়, কষ্টবিহীন হয়। সারাহও ঠিক এটিই চেয়েছিলেন। প্রিয় কুকুর এলার ক্যানসার শনাক্ত হওয়ার পর একেবারে ভেঙে পড়েছিলেন সারাহ কিথ (৪৪)। বর্ডার কলি প্রজাতির এ কুকুরটি দীর্ঘ ১২ বছর ধরে তার সঙ্গে ছিল। তার পরিবারের সদস্য হয়ে, ভালোবাসা, দুঃখ, কষ্ট ভাগাভাগি করে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়েছিল। এক ভীষণ মায়ায় জড়িয়ে পড়েছিলেন তারা দুটিতে। তাই তো যখন এলার মুখের ক্যানসার ধরা পড়ল, সেটি মেনে নিতে খুব কষ্ট হলো সারাহর। সূত্র: দৈনিক বাংলা।
৯০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নবজাতকসহ মাকে উদ্ধার
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৪ দিন পার হয়ে গেছে। ভয়ংকর এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ২১ হাজার পেরিয়েছে। এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন হাজার হাজার মানুষ। সময় গড়ানোর সঙ্গে তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যে ঘটছে বেশ কিছু ‘অলৌকিক’ ঘটনা। তুরস্কের হাতায়া প্রদেশের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে প্রায় ৯০ ঘণ্টা আটকে থাকা এক নবজাতক শিশু ও তার মাকে উদ্ধার করা হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে উদ্ধার করা হয় ইয়াগিজ নামের ১০ দিন বয়সী ওই শিশুটিকে। খবর বিবিসি। সূত্র: বণিক বার্তা।
আদানি গ্রুপের স্পনসর করা সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করলেন তামিল কবি
আদানি গ্রুপের টাকায় দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান কবির
পুরস্কারের মূল স্পন্সর আদানি গ্রুপ, সে কারণে পুরস্কার প্রত্যাখ্যান করলেন তামিল কবি সুকিরথারানি। খবর দ্য ওয়্যার-এর।সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, এ পুরস্কার নিলে তা তার আদর্শ, লেখালেখি ও দর্শনের পরিপন্থী হতো। সুকিরথারানি বলেন, ‘আমি যে দর্শনে বিশ্বাস করি এবং যে দর্শন জীবনে মেনে চলি, এই পুরস্কার নিলে তারই বিরুদ্ধাচরণ করা হবে।’ গত ৪ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে এ পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি। তামিল ভাষায় লেখা ওই পোস্টে তিনি বলেন: ‘আমি গতকালই জানতে পারলাম, এ অনুষ্ঠানের মূল স্পন্সর আদানি। আদানি গ্রুপের আর্থিক সহায়তা নেওয়া কোনো সংগঠন বা অনুষ্ঠান থেকে আমি কোনো পুরস্কার নিয়ে খুশি হতে পারব না।’এ কারণে আদানির স্পন্সরে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের ওই পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তামিলনাড়ুর এ দলিত কবি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
আলাস্কার আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তুকে গুলি করে নামালো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের একটি এফ-২২ জঙ্গি বিমান আলাস্কার আকাশ থেকে অজ্ঞাত উড়ন্ত বস্তুকে গুলি করে নামিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।একটি চীনা বেলুন যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে যাওয়ার পর সেটিকে গুলি করে নামানোর এক সপ্তাহের মধ্যে শুক্রবার নতুন ঘটনাটি ঘটেছে।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, প্রায় একটি ছোট গাড়ির আকারের ওই উড়ন্ত বস্তুটিকে সাইডওয়াইন্ডার ক্ষেপণাস্ত্র দিয়ে নামানো হয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, “এই বস্তুর মালিক কে তা জানিনা আমরা।” এটি কোথা থেকে ওড়া শুরু করেছিল তাও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।প্রেসিডেন্ট জো বাইডেন অজ্ঞাত বস্তুটিকে গুলি করে নামানোর নির্দেশ দেন, যা হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়। সূত্র: বিডি নিউজ
ত্রাণের অভাবে চরম সঙ্কটে উত্তর সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ
উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় কাজ করছে এমন একটি বেসামরিক ত্রাণ সংস্থা হোয়াইট হেলমেট-এর প্রধান জাতিসংঘের বিরুদ্ধে অভিযোগ করছেন, ভূমিকম্পের পর জাতিসংঘের পদক্ষেপ ছিল খুবই বাজে।রায়েদ আল-সালেহ বলছেন, জাতিসংঘ নিরপেক্ষভাবে কাজ করছে না। বৃহস্পতিবার জাতিসংঘের প্রথম ত্রাণ-বাহী গাড়িবহর তুরস্ক থেকে সীমান্ত অতিক্রম করে ঐ অঞ্চলে প্রবেশ করে।তবে হোয়াইট হেলমেট বলছে, ঐ রসদ-পত্র ভূমিকম্পের আগে সেখানে পাঠানোর পরিকল্পনা ছিল এবং উদ্ধার অভিযান চালানোর জন্য জরুরি রসদ-পত্র তাতে ছিল না। সূত্র; বিবিসি বাংলা।
ভারতে নিখোঁজ কুয়েতি নারীর খোঁজ মিললো বাংলাদেশে
চিকিৎসার জন্য ভারতে আসা এক কুয়েতি নারীর খোঁজ মিলেছে বাংলাদেশে। কলকাতা পুলিশ বলছে, ৩১ বছর বয়সী ওই নারী এ বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। সঙ্গে তার ভাইও ছিলেন। কিন্তু হঠাৎ করেই ওই নারী কলকাতা থেকে নিখোঁজ হয়ে যান।চলতি সপ্তাহে বাংলাদেশে ওই নারীর খোঁজ মেলার পরই দিল্লির কুয়েতি দূতাবাসে বিষয়টি জানায় কলকাতা পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নাম না প্রকাশের শর্তে কলকাতা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি এ গণমাধ্যমকর্মীকে জানান।
জানা যায়, নিখোঁজ হওয়ার পর ওই নারীর ভাই আলিপুর পুলিশের কাছে সাহায্য চান। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে কলকাতা পুলিশের তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত হন, ওই নারী বাংলাদেশে অবস্থান করছেন। এক পুরুষ সঙ্গীর সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পৌঁছান তিনি। সূত্র: জাগো নিউজ