তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: নিহত ২৮ হাজার ছাড়াল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৪ হাজার ৬১৭ জনে। অন্যদিকে প্রতিবেশী সিরিয়ায় ৩ হাজার ৫৫৩ জন মারা গেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অলৌকিকভাবে কিছু কিছু জীবিত মানুষ উদ্ধার যাচ্ছে। তবে বহু লোক এখনো নিখোঁজ রয়েছেন যাদের জীবিত ফিরে পাওয়ার আশা ম্লান হয়ে আসছে।

রোববার (১২ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে জার্মান উদ্ধারকারী দল এবং অস্ট্রিয়ান সেনাবাহিনী স্থানীয় সময় শনিবার অনুসন্ধান অভিযান স্থগিত করেছে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করা হয়। যদিও সংঘর্ষের কারণ জানাননি উদ্ধারকারীরা।

একজন উদ্ধারকারী বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে স্থানীয় মিডিয়া জানিয়েছে, প্রায় ৫০ জনকে লুটপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকটি বন্দুকও জব্দ করা হয়েছে। যে কেউ আইন ভাঙলে জরুরি ক্ষমতা ব্যবহার করবেন বলে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন।

Nagad

তুর্কি কর্তৃপক্ষ এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল কাহরামানমারস থেকে ছয় শিশুকে উদ্ধার করেছে। এসব শিশুকে রাজধানী আঙ্কারায় নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এসব শিশুদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, এখন তাদের পরিবারকে খোঁজা হচ্ছে।

এসব শিশুরা বর্তমানে আইসিইউতে আছে বলে জানায় কর্তৃপক্ষ। সম্পূর্ণ সুস্থ হওয়া না পর্যন্ত তারা আইসিইউতে থাকবে। এ সময় তাদের দেখাশোনা করবে সরকার কর্তৃক নির্ধারিত পালক মায়েরা।

এদিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। গৃহযুদ্ধে বিপর্যস্ত এসব এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে জটিলতার সৃষ্টি হচ্ছে। দামেস্কের প্রতিশ্রুতির পরও খুব অল্প পরিমাণ সাহায্য সামগ্রী সেখানে পৌঁছেছে। তুরস্ক জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় সাহায্য পাঠানোর সুবিধার্থে তারা সীমান্তে আরও দুটি নতুন রুট খুলে দেবে।

উল্লেখ্য, গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।