আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সমুদ্র থেকে চীনা গোয়েন্দা বেলুনের সেন্সর উদ্ধার
সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনের সেন্সরগুলো আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইউএস নর্দার্ন কমান্ড জানিয়েছে, অনুসন্ধান কর্মীরা উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন, যার মধ্যে সেন্সর এবং ইলেকট্রনিক্স টুকরো চিহ্নিত করা হয়েছে।এফবিআই সেন্সরগুলো পরীক্ষা করছে বলে জানা গেছে।যুক্তরাষ্ট্র বলেছে যে, স্পর্শকাতর সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করতে ওই বেলুন ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ওই বেলুনের পর সন্দেহজনক আরও তিনটি বস্তু ভূপাতিত করেছে।দক্ষিণ ক্যারোলিনার উপকূলে গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলুনটির ‘কাঠামোর বড় অংশ’ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা।সিবিএসের মতে, উদ্ধার করা আইটেমগুলোর মধ্যে বেলুনের অ্যান্টেনা অ্যারের দৈর্ঘ্য প্রায় ৩০-৪০ ফুট। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ।
মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব
চলতি বছরের শেষ নাগাদ মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সৌদি নারী নভোচারীর নাম রায়ানা বারনাওয়ি। বয়স ৩৩ বছর। চলতি বছরই রায়ানার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার কথা রয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকবেন সৌদি আরবের আরেক নভোচারী আলি আল-কারনি।সেখানে রায়ানা ও আলি এএক্স-২ মহাকাশ মিশনে অবস্থানরত নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। তাঁদের বহনকারী রকেটটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে।উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে মহাকাশ অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। ওই বছর দেশটির একজন নভোচারী মহাকাশে যান। দেশটির নভোচারী হাজ্জা আল-মানসৌরি আট দিন আইএসএসে অবস্থান করেন। পরবর্তী সময়ে মহাকাশে যান আমিরাতের নভোচারী সুলতান আল-নিয়াদি। তিনি প্রথম আরব নভোচারী হিসেবে টানা ছয় মাস মহাকাশে অবস্থান করেন। সূত্র: প্রথম আলো
এবার ভূমিকম্পের আতঙ্কে ইস্তাম্বুল
তুরস্কের দক্ষিণাঞ্চলের ১০ প্রদেশে তীব্র ভূমিকম্পের ঘটনায় ইস্তাম্বুলবাসীর মধ্যে দুর্যোগ নিয়ে আতঙ্ক বাড়ছে। অনেকে এরই মধ্যে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। বিশেষজ্ঞরা দেশের বৃহত্তম এ শহরে শিগগিরই বড় ভূমিকম্পের আশঙ্কা আছে—এ কথা বলার পর বাসিন্দাদের উদ্বেগ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় ইস্তাম্বুলের বাসিন্দা আয়সেগুল রাহভান্সি বলেন, ‘আমরা দুশ্চিন্তার মধ্যে বাস করছি। আমাদের জীবন উদ্বেগময়।’
এক কোটি ৬০ লাখ অধিবাসীর ঐতিহ্যবাহী শহরটির অনেক মানুষই রাহভান্সির মতো একই অনুভূতির কথা জানিয়েছেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলে গত ৬ ফেব্রুয়ারির কয়েক দফা ভূমিকম্পে ৩৩ হাজার মানুষের মৃত্যুর পর থেকে তাঁরা আরো বেশি আতঙ্কে আছেন।শহরের কাদিকয় এলাকায় বসবাস করা আয়সেগুল রাহভান্সি একজন বিপণন কর্মকর্তা। তিনি থাকেন ২৫ বছর পুরনো এক ভবনে। ৪১ বছর বয়সী রাহভান্সি বলেন, ‘বাসাভাড়া বেশি হওয়ায় নতুন ভবনে বাস করা আমার সামর্থ্যের বাইরে।’ সূত্র: কালের কণ্ঠ
তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৮২ ঘণ্টা পর কিশোর উদ্ধার
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। সে হাতাই প্রদেশে একটি ধ্বংসস্তূপের নিচে টানা ১৮২ ঘণ্টা আটকে ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে থেকে এক কিশোরকে বের করে আনছেন উদ্ধারকর্মীরা। এ সময় ওই কিশোরকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে কম্বল দিয়ে ওই কিশোরের শরীর ও মাথা ঢেকে রাখা হয়েছিল। খবর- এনডিটিভি। ওই কিশোরের নাম-পরিচয় জানাননি উদ্ধারকর্মীরা। এমনকি সে কীভাবে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল, কীভাবে এত দিন টিকে ছিল— সেসবও জানা যায়নি। গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও ব্যাপক ক্ষয়িক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৫ হাজার। আহত হয়েছেন অনেকে। সূত্র: সমকাল
নকলের অভিযোগে মার্কিন পর্যালোচনার অধীনে বাংলাদেশের পোশাক পণ্য
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের জনপ্রিয় ব্রান্ডের নামে নকল করে পোশাক রপ্তানির অভিযোগ উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে। এনিয়ে একটি পর্যালোচনাও শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে করে শীর্ষ আমদানিকারকটি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর কোটা আরোপ, নিষেধাজ্ঞা কিংবা বাড়তি শুল্কারোপ করতে পারে। বাংলাদেশে তৈরি পোশাক পণ্যের বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠায় ‘স্পেশাল ৩০১ রিভিউ অন আইপিআর প্রোটেকশন এন্ড এনফোর্সমেন্ট’ এর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য কর্তৃপক্ষ– ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর), যা বৈশ্বিক মেধাসত্ত্ব রক্ষা ও কার্যকরের দিকটি তত্ত্বাবধান করে। এই পত্রিকার প্রাপ্ত একটি নথিতে এমনটাই উল্লেখ আছে।এবিষয়ে নিজেদের প্রদত্ত প্রাইমারি সাবমিশনে (প্রাথমিক যুক্তিখণ্ডন পত্র) বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পর্যালোচনার বিষয়ে আপত্তি জানিয়ে বলেছে, প্রমাণ ছাড়া এ ধরণের অভিযোগ তোলা যৌক্তিক নয়।এদেশের পোশাক প্রস্তুতকারকরাও বলছেন, তারা কখনো এমন কাজ করেননি। তারপরও যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশকে বিভিন্ন ধরনের শাস্তি/ জরিমানার মুখে পড়তে হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রপ্তানিকারকরা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সরকারি ঋণ নিয়ে আইএমএফের উদ্বেগ
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের কিছু দেশের সরকারি ঋণের পরিমাণ বাড়ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, যথাযথ মুদ্রানীতি তৈরি না হলে হঠাৎ করে কোনো সংকট মোকাবেলা করা দেশগুলোর জন্য কঠিন হয়ে যাবে। খবর রয়টার্স। চলমান সংকট মোকাবেলায় দেশগুলোকে শক্তিশালী আর্থিক কাঠামো ধারণ করতে এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রাখতে অনুরোধ জানিয়েছেন আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।এর আগে গত মাসে এক পূর্বাভাসে আইএমএফ জানিয়েছিল, চলতি বছর মেনা অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি তুলনামূলক ধীরগতির হবে। এ বছরের জন্য ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। সেই সঙ্গে ২০২৪ সালে প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। সূত্র: বণিক বার্তা।
কাশ্মীরে নির্বাচনের সুযোগ পাচ্ছে মোদি সরকার
সুপ্রিম কোর্টের রায়
জম্মু-কাশ্মীরের লোকসভা ও বিধানসভা এলাকার পুনর্বিন্যাসের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গতকাল সেই আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারক সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারক এ এস ওকারের বেঞ্চ জানান, ২০১৯-এর জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইনের সঙ্গে আবেদনকারীদের আর্জির কোনো যৌক্তিকতা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের জেরে বড়সড় স্বস্তি পেল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শুধু তাই নয়, উপত্যকায় ভোট করার ক্ষেত্রে সরকারের আর কোনো বাধা রইল না।
উল্লেখ্য, এলাকা পুনর্বিন্যাসের পর জম্মু-কাশ্মীর বিধানসভার আসন সংখ্যা দাঁড়িয়েছে ৯০। এর মধ্যে জম্মুর আসন সংখ্যা ৪৩। অন্যদিকে ৪৭টি আসন রয়েছে কাশ্মীরে। পাশাপাশি ভূস্বর্গের লোকসভা আসনের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গতকাল বলেন, সব বিরোধী দল আগেই ডিলিমিটেশন কমিশনকে অগ্রাহ্য করেছে। তাদের খারিজ করেছে। সুপ্রিম কোর্ট কী বললেন না বললেন, তাতে তাদের কিছু যায় আসে না। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য পুনর্গঠন আইনের সাংবিধানিক বৈধতা মামলা ঝুলে রয়েছে। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বৈধতার মামলাও ঝুলে আছে। এসবের মীমাংসা না করে কী করে সুপ্রিম কোর্ট রায় দেন? তার অভিযোগ, সীমানা পুনর্বিন্যাসের লক্ষ্য ভোটে কারচুপি করা। গুপকর জোটের মুখপাত্র ও সিপিএম নেতা তারিগামি বলেন, এই রায় জম্মু-কাশ্মীরের মানুষের কাছে হতাশাজনক। সূত্র: বিডি প্রতিদিন।
মিশিগান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে এই গুলির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় পুলিশ টুইটারে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।পুলিশ জানায়, বার্কে হল নামে একটি একাডেমিক ভবনের কাছে এবং আইএম ইস্ট নামে একটি ক্রীড়া স্থাপনার পাশে গুলির ঘটনা দুটি ঘটে। বন্দুকধারীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। বিশ্ববিদ্যালয় পুলিশ রাত সাড়ে ৮টার দিকে সতর্কতা জারি করে শিক্ষার্থীদের নিরাপদে থাকতে বলেছে। সূত্র: দৈনিক বাংলা।
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো, খুলছে দুটি সীমান্ত পারাপার
সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।ছয়ই ফেব্রুয়ারির ভূমিকম্পে সিরিয়ায় এখন পর্যন্ত ৫৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।তুরস্কে এরইমধ্যে মৃতের সংখ্যা ৩১,০০০ ছাড়িয়েছে।তুরস্কে ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং সাহায্য সংস্থাগুলো বলছে যে, সিরিয়ায় এই সংখ্যা আরও বেশি হতে পারে।দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কাজ গুটিয়ে আনছে। কারণ জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।জাতিসংঘ বলছে যে, গত সপ্তাহের মারাত্মক ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ত্রাণ সহায়তা পৌঁছাতে আরও দুটি সীমান্ত পারাপার খুলতে রাজি হয়েছে সিরিয়ার সরকার।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, “এটি একটি বড় পরিবর্তন আসতে চলেছে। আমরা এখন পর্যন্ত একটি সীমান্ত পারাপার ব্যবহার করছি।”অনেক সিরিয় নাগরিক তাদের যুদ্ধ-বিধ্বস্ত দেশে সহায়তা না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছে। সূত্র: বিবিসি বাংলা ।
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু ৩৭০০০ ছাড়াল
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এখানে মৃতের সংখ্যা ১৯৩৯ সালের ভূমিকম্পকে ছাড়িয়ে গিয়ে ৩১৬৪৩ জনে দাঁড়িয়েছে।তে এটি আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে পরিণত হয়েছে।ক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত হয়ে থাকা সিরিয়ায় মৃতের সংখ্যা ৫৭১৪ জনে দাঁড়িয়েছে; এটি দেশটির বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ও সরকার নিয়ন্ত্রিত অংশে মৃতের মোট সংখ্যা।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের ৬ ফেব্রুয়ারির এ ভূমিকম্প ৩৭৩৫৭টি মৃত্যু নিয়ে চলতি শতাব্দীর ষষ্ঠ প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠছে, এর আগে আছে ২০০৫ সালে পাকিস্তানে হওয়া ভূমিকম্প যেটিতে ৭৩০০০ মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: বিডি নিউজ