আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

মিয়ানমার সেনাপ্রধানের আরেক নাম ‘বিড়ালের মল’

চেহারার উপরের পরতটা ধীর-শান্ত। মুখের চারপাড়ে ঢেউ খেলে সুমিষ্ঠ রসিকতা। ব্যাচমেট-বন্ধুদের ডেরায় একটু-আধটু আড্ডাতেই কপালে ওঠে রামধনুর ভাঁজ। ভোলা-ভালা, সরল-সজ্জন। বর্বরতায় ঠাসা নিজের ইষ্পাতকঠিন নিষ্ঠুর ব্যক্তিত্বকে ছদ্মবেশের আড়ালে রাখা এ মানুষটি সম্পর্কে প্রথম দেখাতে এই ভুলটা সবাই করে। ঠিক তার ব্যাচমেটদের মতোই। কিন্তু কিছু দিন মিশলেই সাদা চোখের সে ভ্রম শূন্যে মিলিয়ে যায়। চায়ের কেতলিতে টগবগ করে ফুটতে ফুটতে যেমন একটু একটু করে হারিয়ে যায় পানি-ঠিক তেমনি করেই। মোহ কেটে যায়, উগড়ে ওঠে ঘৃণা। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের লোক দেখানো সরলতা সম্পর্কে এমন সরস গল্পই ঘুরে বেড়ায় বন্ধুদের মুখে। পাশাপাশি তার একটা আশ্চর্য ক্ষমতার কথাও সবাই বলে। তা হলো-নিজের আসল চেহারাটা লুকিয়ে রাখা। তার এই স্বল্পভাষী আচরণ আর নিজেকে আড়াল করে রাখার প্রবণতার জন্য বন্ধুরা তার নাম দিয়েছিল ‘কিয়াং চি’। বাংলায় ‘বিড়ালের মল’। রাগে-ক্ষোভে এখনো এই নামেই তাকে ডাকেন তার সে সময়ের বন্ধুরা। জাপানের জনপ্রিয় সাপ্তাহিক নিক্কেই এশিয়া রিভিউয়ের এক সরেজমিন প্রতিবেদনে মিয়ানমারের জান্তাপ্রধানের আচার-আচরণ-ব্যক্তিত্ব প্রসঙ্গে প্রথমবারের মতো এ চিত্র তুলে ধরেন তার ‘কাছের মানুষরা’। বলেন, প্রথম জীবন থেকেই ক্ষমতালোভী ছিলেন মিন অং হ্লাইং। শুধু শাসনের ক্ষেত্রেই নয় কর্মজীবনের শুরু থেকেই দুর্ধর্ষ কর্মকাণ্ড করে আসছেন তিনি। কঠোর নীতি, সৈনিক-নিুপদস্থদের সঙ্গে রুক্ষ ব্যবহার, সিদ্ধান্তহীনতা আর অনমনীয়তার জন্য জীবনভর সমালোচিত হয়েছেন তার বিভিন্ন সহকর্মী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা দ্বারা। সামান্য অপরাধের জন্য অফিসারদের লাল দাগ আর স্যালুট প্রদানে কিছুটা ঘাটতি থাকলেও হলুদ দাগ জুড়ে দিতেন তাদের খাতায়। অথচ তিনি নিজেও জানতেন, একজন সামরিক কর্মকর্তার কর্মজীবনে যথেষ্ট ক্ষতি বয়ে আনতে পারে এই লাল দাগ। সূত্র: যুগান্তর

ভারতে বিবিসির কার্যালয়ে আজও চলছে তল্লাশি

বিবিসির দিল্লি এবং মুম্বাই অফিসে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চলছে তল্লাশি। ভারতের আয়কর কর্মকর্তারা গত ২৪ ঘণ্টা ধরে সেখানে আছেন। মধ্যরাতেও চলছে তল্লাশি। তবে কর্মকর্তারা বলছেন, তল্লাশি নয়, ‘আয়কর জরিপের’ অংশ হিসেবে তাঁরা বিবিসির কার্যালয় পরিদর্শনে গেছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ আয়কর দপ্তরের দল পৌঁছায় দিল্লি এবং মুম্বাইয়ে বিবিসির দপ্তরে। এরপরই সাংবাদিক এবং সংবাদকর্মীদের মোবাইল ফোন এবং ল্যাপটপ জমা রাখেন আয়কর কর্মকর্তারা। এদিকে বিবিসির দিল্লি ও মুম্বাইয়ের কার্যালয়ে ভারত সরকারের আয়কর বিভাগের তল্লাশি নিয়ে দেশজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। বিরোধীদের কেউ বলেছেন, এটা বিনাশকালে বিপরীত বুদ্ধি। কেউ বলেছেন, গৌতম আদানি ‘সেবি’তে গেলে তাঁকে সাদর আপ্যায়ন করা হয়, আর বিবিসির ভাগ্যে জোটে তল্লাশি। এডিটর্স গিল্ডও এ তল্লাশির তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, বিবিসির ক্ষেত্রে যা ঘটেছে, তা সরকারের পুরোনো রীতিরই ধারাবাহিকতা। বারবার সরকার এভাবে ভয় দেখিয়ে সংবাদপত্র ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করে চলেছে। সূত্র: প্রথম আলো

মেক্সিকোতে ভালোবাসা দিবসে হাজারো যুগলের বিয়ে

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে বিশ্ব ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইন’স ডে) হাজারো যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মেক্সিকো রাজ্যে এ গণবিবাহের আয়োজন করা হয়। এক পৌর কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। এদিন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সারাই ভার্গাস বলেন, ‘তারিখটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ১৪ ফেব্রুয়ারি আমাদের দেখা হয়েছিল। মেক্সিকোতে মাত্র তিন মাস আগে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া হয়। এ কারণে আমরা খুশি। তাই এ বছরেই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই।’ওই পৌর কর্মকর্তা বলেন, মঙ্গলবার প্রায় ১ হাজার যুগলের বিয়ে হয়েছে, তার মধ্যে ৩৫টি সমকামী বিয়েও ছিল। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

Nagad

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাবে পশ্চিমারা

ইউক্রেনকে আরো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে বৈঠকে বসেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোসহ পশ্চিমা বিশ্বের মিত্ররা। কিন্তু রাশিয়াকে চূড়ান্তভাবে পরাস্ত করতে এই মুহূর্তে যুদ্ধবিমান চাইছে ইউক্রেন। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের এক বছর পূর্তির আগে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ট্যাংক, প্রতিরক্ষা সরঞ্জাম ও নিখুঁত ক্ষেপণাস্ত্রের প্রতিশ্রুতি আদায় করেছেন। এর পরই তিনি যুদ্ধবিমানের আরজি জানাতে শুরু করেন। ন্যাটো জোটভুক্ত কয়েকটি দেশ এ নিয়ে ইউক্রেনের পক্ষে জোরালো আওয়াজ তুলছে।যুদ্ধবিমানের প্রতি আগ্রহের দিকে ইঙ্গিত করে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ টুইটারে লেখেন, তিনি একটি ‘এভিয়েশন প্ল্যাটফরম’ গড়ার দিকে মনোনিবেশ করেছেন। সূত্র: কালের কণ্ঠ

২০০ ঘণ্টা পরও তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ৯ জন জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এক সপ্তাহের বেশি সময় (২০০ ঘণ্টা) পরও ধ্বংসস্তূপ থেকে মানুষদের জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার তুরস্কের বিধ্বস্ত ভবনের নিচ থেকে অন্তত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ১৭ ও ২১ বছর বয়সী দুই ভাইও রয়েছে। তাদের কাহরামানমারাস প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে উদ্ধার করা হয়। এছাড়া আন্তাকিয়া থেকে সিরিয়ান এক নারী ও এক পুরুষকেও উদ্ধার করা হয়েছে। একজন উদ্ধারকারী বলেছেন, এরকম আরও কিছু মানুষ বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে জাতিসংঘ কর্তৃপক্ষ বলছে, উদ্ধার পর্ব শেষ করার সময় ঘনিয়ে আসছে। এখন বেঁচে থাকাদের খাদ্য, আশ্রয় (বাসস্থান) এবং শিশুদের শিক্ষা ব্যবস্থার সেদিকে মনোযোগ দিতে হবে। ইউরোপে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হ্যান্স হেনরি পি. ক্লুজ বলেছেন, অনেক কিছুরই সংকট দেখা দিচ্ছে। সময় যতো গড়াচ্ছে বেঁচে থাকাদের জন্য সংকট ততো বাড়ছে। সূত্র: দৈনিক বাংলা।

সাগরমুখী পলিপ্রবাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
তিন সমুদ্রবন্দরে নাব্যতা সংকট আরো বাড়বে

দেশের সমুদ্র উপকূলের চ্যানেলগুলোয় প্রতি বছর নদীবাহিত পলি জমা হচ্ছে শতকোটি ঘনমিটারেরও বেশি। নাব্যতা হারাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে তিন সমুদ্রবন্দরের জাহাজ চলাচলে ব্যবহূত চ্যানেলগুলো। সমস্যা আরো বাড়িয়ে তুলেছে জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় বেড়েছে বন্দরসংলগ্ন এলাকাসহ গোটা উপকূলীয় অঞ্চলের ভূমিক্ষয়। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আন্তর্জাতিক সমুদ্রবন্দর হিসেবে মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা হুমকির মুখে পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমনকি ২০৩০ সালের মধ্যে কোনো কোনোটি সমুদ্রবন্দর হিসেবে উপযোগিতা হারিয়ে ফেলতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।দেশের আমদানি-রফতানি কার্যক্রম এখন মূলত চট্টগ্রাম বন্দরে কেন্দ্রীভূত। প্রতি বছরই বাড়ছে বন্দরটি দিয়ে পণ্য আমদানি-রফতানির পরিমাণ। বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০১০-১১ অর্থবছরেও এখান দিয়ে আমদানি-রফতানি পণ্য হ্যান্ডলিং হয়েছিল সাড়ে চার কোটি টনের কিছু কম। এক দশকে দ্বিগুণেরও বেশি বেড়ে ২০২০-২১ অর্থবছরে এর পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৩৭ লাখ টনের বেশিতে। গত অর্থবছরে (২০২১-২২) তা আরো বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৮২ লাখ টনে। সামনের দিনগুলোয় তা আরো বাড়বে বলে বিভিন্ন পূর্বাভাস-প্রাক্কলনে উঠে এসেছে। যদিও ঠিক এমন মুহূর্তেই বন্দরসহ গোটা চট্টগ্রাম অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত হুমকির বিষয়টিকে বারবার পরিবেশ বিশেষজ্ঞদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে দেখা যাচ্ছে। সূত্র: বণিক বার্তা।

বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে আয়কর কর্মকর্তারা, চলল রাতভর জরিপ

গতকাল সকালে শুরু হওয়া ‘সার্ভে’ বা জরিপ চলেছে রাতভর। এ সংবাদ লেখা পর্যন্ত বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অবস্থান করছিলেন ভারতের আয়কর দপ্তরের কর্মকর্তারা। জানা গিয়েছে, জরিপ চলাকালীন বেশ কিছু ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার অফিসে থাকা সব কম্পিউটার এবং ল্যাপটপ নাকি স্ক্যান করছেন কর্মকর্তারা।অভিযানের প্রায় ২০ ঘণ্টা পার হলেও বিবিসির অফিস থেকে কোনও নথি বাজেয়াপ্ত হয়েছে বলে জানায়নি আয়কর দপ্তর। তবে জানা গেছে, আয়কর কর্মীরা ২০১২ সাল থেকে বিবিসির সমস্ত লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন। উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লি এবং মুম্বাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র দপ্তরে পৌঁছেন ভারতীয় আয়কর দপ্তরের কর্মকর্তারা। অফিসে ঢুকেই বিবিসির সমস্ত সাংবাদিক এবং সংবাদকর্মীদের মোবাইল ফোন এবং ল্যাপটপ জমা দিতে বলেন তারা।প্রাথমিকভাবে এটি নিয়ে মুখ না খুললেও পরে একটি টুইটের মাধ্যমে আয়কর দপ্তরকে সহযোগিতার বার্তা দিয়েছিল বিবিসি। রাতে আরও একটি টুইট করে বিবৃতি জারি করে বিবিসি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ভূমিকম্পে তুরস্ক, সিরিয়ায় মৃত্যু ৪১০০০ ছাড়াল

চলতি শতাব্দীর অন্যতম প্রাণঘাতী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে হওয়া ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে উভয় দেশের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়, এতে লাখো মানুষ আহত হওয়ার পাশাপাশি জীবিত বহু লোক শীতের প্রায় জমাট বাঁধা ঠাণ্ডার মধ্যে গৃহহীন হয়ে পড়েছেন।ভূমিকম্পের পর প্রাথমিক সাড়ার সময় কিছুটা সমস্যা হয়েছিল বলে স্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন তিনি।
তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেছেন, “শুধু আমাদের দেশের না, মানজাতির ইতিহাসের অন্যতম বড় এক প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করছি আমরা।”তুরস্কে মৃতের সংখ্যা ৩৫৪১৮ জনে দাঁড়িয়েছে বলে এরদোয়ান জানিয়েছেন। সিরিয়ায় মৃতের সংখ্যা ৫৮১৪ বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার ও জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রতিবেদনগুলোর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র: বিডি নিউজ

হিন্ডেনবার্গ প্রতিবেদন
আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতি অভিযোগের তদন্ত শুরু

গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের করা অভিযোগের ভিত্তিতে ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) নিশ্চিত করেছে, তারা এই তদন্ত করছে। তারা এই রিপোর্টের পর শেয়ারবাজারের কার্যকলাপ পরীক্ষা করে দেখেছে। বাজার কারসাজি এবং আর্থিক জালিয়াতির দাবি ওঠার পর স্টক মার্কেটে আদানির ব্যবসায়িক সাম্রাজ্যের ১০০ বিলিয়ন ডলার লোকসান হয়েছে। তবে আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে। সোমবার ভারতীয় সুপ্রিম কোর্টের কাছে এক আবেদনে সেবি বলছে, হিন্ডেনবার্গ রিসার্চের ‘প্রতিবেদন প্রকাশের আগে এবং পরে বাজারের কার্যকলাপ’ তারা যাচাই করে দেখছে এবং অভিযোগগুলো বিশ্লেষণ করছে। সুপ্রিম কোর্টের আবেদনে সেবি উল্লেখ করেছে, ‘সিকিউরিটিজ বাজারের স্থিতিশীল ক্রিয়াকলাপ এবং উন্নয়নের জন্য নিয়ন্ত্রক কাঠামো স্থাপন করার প্রশ্নে সেবি দৃঢ়প্রতিজ্ঞ এবং পর্যাপ্তভাবে ক্ষমতাপ্রাপ্ত।’ এ ব্যাপারে মন্তব্যের জন্য বিবিসির অনুরোধে আদানি গ্রুপ এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। ‘শেয়ারহোল্ডারদের উচ্চতর মুনাফা দেওয়ার প্রশ্নে আমাদের পোর্টফলিওর ক্ষমতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী,’ প্রতিষ্ঠানটি বলেছে। আদানির গ্রুপে সাতটি কোম্পানি রয়েছে যারা কমোডিটিস ট্রেডিং, বিমানবন্দর, পরিষেবা, নৌ-বন্দর এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিস্তৃত সেক্টরজুড়ে কাজ করে থাকে। গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়, আদানি গ্রুপের কোম্পানিগুলো গত কয়েক দশক ধরে শেয়ারবাজারে ফাঁকিবাজি এবং হিসাবপত্র জালিয়াতি করে আসছে। হিন্ডেনবার্গ রিসার্চ আরও দাবি করেছে, আদানির কোম্পানিগুলোর ‘বিশাল ঋণ’ রয়েছে যা পুরো গ্রুপটির ‘অর্থনৈতিক ভিত্তিকে অনিশ্চিত’ করে তুলেছে। তবে আদানি গ্রুপ স্পষ্টভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে। বিবিসি- সূত্র: বিডি প্রতিদিন।