এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশি নারীরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার সেইন্ট জর্জ পার্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা। ৫০ বলে ৫৭ রান করে নিগার ফিরলে আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশি নারীরা।

১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানের মাথায় মুনির উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে শুরুর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অজি ব্যাটার অ্যালসা হিলি আর ম্যাগ ল্যানিং মিলে ৬৯ রানের বড় জুটি গড়ে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয়।

অ্যালিসা হিলি ৩৬ বলে ৩৭ রান করে আউট হন স্বর্ণার বলে। ম্যাগ ল্যানিং ৪৯ বলে অপরাজিত ৪৮ রান করে দলকে জয় এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১০৭/৭।
(শামিমা ১, মুর্শিদা ৭, সোবহানা ৭, নিগার ৫৭, স্বর্ণা ১২, রুমানা ৪, রিতু ৩*, নাহিদা ৬, মারুফা ১*; শুট ৪-০-২১-১, ব্রাউন ৪-০-২৩-২, গার্ডনার ৪-০-১৭-১, কিং ৩-০-২১-০, পেরি ১-০-৪-০, ওয়েরহ্যাম ৪-০-২০-৩)।

Nagad

অস্ট্রেলিয়া নারী দল: ১৮.২ ওভারে ১১১/২।
(হিলি ৩৭, মুনি ২, ল্যানিং ৪৮*, গার্ডনার ১৯*; মারুফা ৪-০-১৯-১, সালমা ২.২-০-১৯-০, নাহিদা ৪-০-৩২-০, ফাহিমা ২-০-১১-০, রিতু ২-০-৯-০)।

ফল: অস্ট্রেলিয়া নারী দল ৮ উইকেটে জয়ী।

সারাদিন/১৫ ফেব্রুয়ারি/এমবি