যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলিতে হতাহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেক্সাসের এল পাসোর সিলো ভিস্তা শপিংমলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মার্কিন পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ জানান, সন্দেহভাজন এক বন্দুকধারীকে পুলিশ আটক করেছে। আরেকজন সম্ভাব্য সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।
রবার্ট গোমেজ জানান, হামলার পর শপিং মলে বিশৃঙ্খলা দেখা দেয়, লোকজন ছোটাছুটি করতে থাকে। কেউ কেউ চিৎকার করছিলেন। আহতদের অবস্থা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
সারাদিন/১৬ ফেব্রুয়ারি/এমবি