ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

ছবি- সংগৃহীত

চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলো আয়োজক দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। শেষমেশ ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অজিদের বিরুদ্ধে মাঠে নামার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা।

এদিন ব্যাট হাতে ৫৫ বলে ৬৮ রানের ইনিংসের পর ফিল্ডিংয়ে চারটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্বাগতিক ওপেনার তাজমিন ব্রিটস। বল হাতে ২৯ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন আয়াবঙ্গা খাকা। ইসমাইলের শিকার ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৮ রানে আটকে যায় ইংল্যান্ড। এর ফলে ৬ রানে ম্যাচ জিতে প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।

সিনিয়র পর্যায়ে এই প্রথম ছেলে অথবা মেয়েদের ক্রিকেটে কোনও বিশ্বকাপের ইভেন্টের ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের সারা গ্লেন ৮ এবং চার্লি ডিন ১ রানে নট-আউট থাকেন। ৪ ওভারে ২৭ রান খরচ করে ৩টি উইকেট নেন শাবনিম ইসমাইল।

সারাদিন/২৫ ফেব্রুয়ারি/এমবি

Nagad