হিন্দি সিনেমা থামাতে কাফনের কাপড় পরে রাজপথে নামব: ডিপজল

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

ছবি- সংগৃহীত

হিন্দি সিনেমার আমদানি থামাতে কাফনের কাপড় নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন প্রযোজক ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় ডিপজল এই কথা বলেন।

খল অভিনেতা ডিপজল বলেন, “ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা প্রেক্ষাগৃহমুখী হবেন।”

তিনি আরও বলেন, “হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারও কাফনের কাপড় পরে রাজপথে নামব।”

১০ শতাংশ লভ্যাংশের কথা উল্লেখ করে অভিনেতা ডিপজল বলেন, “হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ৷ পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্য ভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?”

সারাদিন/২৫ ফেব্রুয়ারি/এমবি 

Nagad