আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

টুইটার কার্যালয়ের মেঝেতে ঘুমিয়ে ভাইরাল হওয়া কর্মীও হারালেন চাকরি

নতুন করে কর্মী ছাঁটাই করেছে টুইটার। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ শেষে কমপক্ষে ২০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। আর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, টুইটারের সদর দপ্তরের মেঝেতে ঘুমিয়ে ছবি ভাইরাল হওয়া কর্মকর্তা এসথার ক্রফোর্ডকেও ছাঁটাই করা হয়েছে।
প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের সম্পাদক অ্যালেক্স হিথ এবং নিউজ লেটার প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা সম্পাদক জো শাইফারের টুইটের বরাতে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। গত বছরের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর থেকে এ নিয়ে কোম্পানিতে অষ্টম দফায় ছাঁটাই হলো।টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পণ্য ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত ছিলেন ক্রফোর্ড। অ্যালেক্স হিথ ও জো শাইফার টুইটারে লিখেছেন, ক্রফোর্ডসহ পণ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মীকেই ছাঁটাই করা হয়েছে। টুইটারের সদর দপ্তরের মেঝেতে ঘুমানোর একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনায় এসেছিলেন এসথার ক্রফোর্ড। ওই ছবিতে দেখা যায়, একটি স্লিপিং ব্যাগের মধ্যে চোখে মাস্ক লাগিয়ে ঘুমোচ্ছেন ওই কর্মকর্তা। ইভান জোন্স নামের টুইটারের এক পণ্য ব্যবস্থাপক প্রথম ছবিটি শেয়ার করেছিলেন। সে ছবি রিটুইট করে ক্রফোর্ড লিখেছিলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে মাঝেমধ্যে কর্মস্থলে ঘুমাতে হতে পারে।’ সূত্র: প্রথম আলো

জাতিসংঘের প্রধান বললেন
মানবাধিকারের প্রতি শ্রদ্ধা কমছে

মানবাধিকারের প্রতি শ্রদ্ধা কমছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। ৭৫ বছর আগে স্বাক্ষর করা মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র হালনাগাদ করার আহবান জানান তিনি।ইউক্রেন যুদ্ধের তীব্রতা এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু বিপর্যয়ের দিকে ইঙ্গিত করে জাতিসংঘ প্রধান বলেন, ‘মানবাধিকার পরিস্থিতি সব দিক থেকে ধাক্কা খাচ্ছে।’ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল গুতেরেস বলেন, ‘কিছু সরকার মানবাধিকার এড়িয়ে চলে। অন্যরা বুলডোজার চালায়।’ বিশ্বজুড়ে মানবাধিকারের প্রতি অবজ্ঞা চলছে জানিয়ে তিনি সবাইকে এর প্রতি নজর দেওয়ার আহবান জানান।গুতেরেস বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আজ বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের সূত্রপাত করেছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’ সূত্র: কালের কণ্ঠ

বাখমুতের পরিস্থিতি ‘কঠিন’ হয়ে উঠছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির পূর্ব দিকে যুদ্ধের সম্মুখসারিতে বাখমুত শহরের পরিস্থিতি ‘আরও কঠিন’ হয়ে উঠছে। তিনি বলেন, ‘আমাদের অবস্থান ধরে রাখতে ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু ক্রমাগত ধ্বংস করে চলেছে শত্রুরা।’ইউক্রেনের নেতার মন্তব্য এমন সময় এলো যখন সোমবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন কিয়েভ সফরের সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে চীনকে হুশিয়ারি দিয়েছেন। খবর বিবিসির। এক বছরেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাখমুতে। এই অঞ্চলের একটি অংশ রাশিয়া এবং তার বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি শিল্প শহরটি দখলে নিতে রুশ বাহিনীর প্রচেষ্টা বেড়েছে এবং রুশ সেনারা অগ্রসরও হচ্ছে। জেলেনস্কি তার রাত্রিকালীন ভাষণে দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, বাখমুতে একটি শক্ত অবস্থান দখলে নিয়ে তার প্রতিরক্ষা নিশ্চিত করা রাশিয়ার নতুন আক্রমণের কারণে হয়ে উঠছে না। সূত্র: সমকাল

Nagad

ক্রিপ্টো ব্যবসার আঞ্চলিক কেন্দ্র হতে চায় হংকং

বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা কঠিন হয়ে উঠেছে। গত নভেম্বরে খাতটি বেশকিছু বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারও ক্রিপ্টো খাতের লাগাম টেনে ধরতে নানা বিধিনিষেধ আরোপ করতে শুরু করে। তবে যুক্তরাষ্ট্রে নিয়মনীতি কঠোর করা হলেও বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন নতুন ভার্চুয়াল হাব গড়ে উঠতে থাকে। এর মধ্যে গতকাল হংকং নতুন একটি নিয়মের প্রস্তাব দিয়েছে। যেখানে লাইসেন্সপ্রাপ্ত এক্সচেঞ্জগুলোয় খুচরা বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট সীমা বা লার্জ ক্যাপ টোকেন নির্ধারণ করা থাকবে। চীনের মূল ভূখণ্ডে যেখানে ক্রিপ্টোকারেন্সির লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে হংকংয়ের এ পদক্ষেপ যথেষ্ট আগ্রাসী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কোন ক্রিপ্টোকারেন্সির লার্জ টোকেন নির্ধারিত হবে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি হংকংয়ের সিকিউরিটিজ অ্যান্ড ফিউচার কমিশন (এসএফসি)। তবে সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, বিটকয়েন বা ইথার ব্যবহার হতে পারে। চীন ক্রিপ্টো ব্যবসার বিরুদ্ধে কঠোর হওয়ায় দেশটির ওয়েবথ্রি স্টার্টআপ হিসেবে পরিচিত কোম্পানিগুলো স্থানীয় বাজার ছেড়ে বিদেশের বাজারগুলো ধরতে চাইছে। অনেক ক্রিপ্টো উদ্যোক্তাই সিঙ্গাপুর বা দুবাইয়ে নতুন করে ব্যবসা পরিচালনা শুরু করতে চাইছে, যেসব দেশে ক্রিপ্টোবান্ধব পরিবেশ রয়েছে। যদিও এসব ব্যবসার পরিচালনার ক্ষেত্রে চীনা প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে। কারণ চীনের প্রযুক্তি সুলভ ও সহজলভ্য। সূত্র: বণিক বার্তা।

আর্নোকে সরিয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

গত বছরের ডিসেম্বর থেকে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে ছিলেন বার্নার্ড আর্নো। এবার ফরাসি বিলাসপণ্য কনগ্লোমারেট লুই ভিঁতো মোয়েত এনেসি (এলভিএমএইচ)-এর চেয়ারম্যান ও সিইও আর্নোকে পেছনে ফেলে আবারও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে উঠে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের বিলিয়নিয়ার রিয়েল টাইম ইনডেক্স চার্ট থেকে এ তথ্য জানা যায়। খবর সিএনএন-এর। সোমবার স্টক মার্কেট বন্ধের আগ পর্যন্ত ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৭.১ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে সদ্য দ্বিতীয় স্থানে নেমে আসা আর্নোর মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৫.৩ বিলিয়ন মার্কিন ডলার।গত বছর মাস্কের টুইটার কেনার প্রসঙ্গে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। আর এ বিতর্কের সরাসরি প্রভাব পরে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে। যার ফলে অল্প সময়েই শেয়ারবাজারে বড় অঙ্কের অর্থ খুইয়েছিলেন মাস্ক। তবে ২০২৩ সালে প্রযুক্তি ও বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় ইতিবাচক ধারায় আবারও শেয়ারবাজারে সুবিধাজনক অবস্থায় ফিরছেন টেসলার সিইও। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ঝুঁকিপূর্ণ যাত্রাপথ, তবু ইতালি পানে অভিবাসনপ্রত্যাশীর ঢল
♦ সাগরে ডুবে রবিবার ৫৯ অভিবাসনপ্রত্যাশী মারা গেছে, ৮০ জন প্রাণে রক্ষা পেয়েছে ♦ চলতি বছর ১৩ হাজার ৬৭ জন অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছে

ইতালির দক্ষিণ উপকূলের কাছে উত্তাল সাগরে একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে ৫৯ অভিবাসী মারা গেছে। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আরও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটির অনেক যাত্রী অবশ্য প্রাণে বেঁচে গেছে। ইতালির উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, প্রায় ৮০ জন প্রাণে রক্ষা পেয়েছে।

জানা গেছে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রীভর্তি নৌকাটি ইতালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়। প্রায় ১৫০ অভিবাসী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় পাথরে ধাক্কা খেয়ে নৌকাটি দুভাগ হয়ে যায়। এ ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাগরপথে হাজারো মানুষের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর বিপজ্জনক যাত্রার প্রবণতা। বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীই উত্তর আফ্রিকা থেকে যাত্রা করে। তবে কিছু কিছু মানুষ তুরস্ক থেকে ইতালিতে পাড়ি জমায়। ইতালি সরকার ধারাবাহিকভাবে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা কমানোর চেষ্টা করে আসছে। তারপরও ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের ঢল বেড়েই চলেছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে, এ বছর ১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নৌকায় করে ১৩ হাজার ৬৭ জন অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছে। ২০২২ সালের একই সময়ে যে সংখ্যা ছিল ৫ হাজার ২৭৩। আর তার আগের বছরে এ সংখ্যা ছিল ৪ হাজার ১৫৬। এ বছর নিবন্ধিত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৮৬১ জনই অভিভাবকহীন শিশু। সূত্র: বিডি প্রতিদিন।

তুরস্কে আবার ভূমিকম্প
নিহত ১, আহত অর্ধশতাধিক

ভূমিকম্প যেন পিছু ছাড়ছে না তরস্কের। সোমবার দুপুরে আবার ভূ-কম্পন হয়েছে। এবার ৫ দশমিক ৬ মাত্রার। মালাতিয়া প্রদেশে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে একজন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। ধসে পড়েছে কমপক্ষে ২২টি ভবন। বিধ্বস্ত ভবনগুলোতে অজ্ঞাতসংখ্যক মানুষ আটকা পড়েছে বলে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে। ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর বড় বড় চারটি ভূমিকম্পসহ এ পর্যন্ত ৯ হাজার ১৩৬টি আফটার শকে মুখে পড়ল তুরস্ক। এই নিয়ে ভয়াল ভূমিকম্পের শিকার হলো দেশটির ১১টি প্রদেশ। টিআরটি ওয়ার্ল্ড, এএফপি, রয়টার্স। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) প্রধান ইউনুস সিজার জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল ইয়েসিলিউর্ট জেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। টিআরটি জানিয়ে, বিধ্বস্ত ভবনগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কর্তৃপক্ষ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশির ভাগ ভবনে আগে থেকে মানুষ বসবাস ছেড়ে দিয়েছে। তার পরও কিছু মানুষ আটকা পড়ার খবর জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। স্থানীয় কর্মকর্তারা জানান, ৬ ফেব্রুয়ারির প্রলয়ঙ্করি ভূমিকম্পের পর থেকে মালাতিয়াসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোতে বহুবার ভূকম্পন হয়েছে। সূত্র: যুগান্তর

ইউরোপে আশ্রয় চেয়েছে ৩৪ হাজার বাংলাদেশি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০২২ সালে ইইউ প্লাস (ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ, নরওয়ে ও সুইজারল্যান্ড) দেশগুলোতে ৯ লাখ ৬৬ হাজার অভিবাসী আশ্রয়ের আবেদন করেছে, যা ২০১৬ সালের পরে সর্বোচ্চ। ২০০৮ সাল থেকে পাওয়া হিসাবে সর্বোচ্চ আশ্রয় আবেদনের রেকর্ড গড়েছেন বাংলাদেশিরাও।গতকাল সোমবার এসব তথ্য তুলে ধরেছে জার্মান সংবাদসংস্থা ডয়েচে ভেলে। প্রতিবেদন বলছে, আবেদনের এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি এবং ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় আবেদন সংক্রান্ত সংস্থা-ইইউএএ বুধবার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যানে উঠে এসেছে বাংলাদেশের কথাও। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে প্রায় ২০ হাজার বাংলাদেশি ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন। এবার এ সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। অনিয়মিত উপায়ে আসা ৩৩ হাজার ৭২৯ জন বাংলাদেশির আবেদন জমা পড়েছে ২০২২ সালে। সূত্র: দেশ রুপান্তর

বাখমুতের পরিস্থিতি ‘কঠিন’ হয়ে উঠছে, বলেছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির পূর্ব দিকে যুদ্ধের সম্মুখসারিতে বাখমুত শহরের পরিস্থিতি ‘আরও কঠিন’ হয়ে উঠছে।রুশ বাহিনী ছয় মাসেরও বেশি সময় ধরে শহরটি দখলের চেষ্টা করছে।মি. জেলেনস্কি বলেন, “আমাদের অবস্থান ধরে রাখতে ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু ক্রমাগত ধ্বংস করে চলেছে শত্রুরা।” ইউক্রেনের নেতার মন্তব্য এমন সময় এলো যখন সোমবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন কিয়েভ সফরের সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে চীনকে হুশিয়ারি দিয়েছেন।এক বছরেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাখমুতে।এই অঞ্চলের একটি অংশ রাশিয়া এবং তার বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

ইতালি উপকূলে নৌকাডুবি: শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

ইতালির দক্ষিণের উপকূলে নৌকা ডুবে শিশুসহ শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কাডুবির ওই ঘটনায় অন্তত ৬৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।নিহতদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। রোববার ক্রোতোনের কাছে তীরে ওঠার চেষ্টা করার সময় ভেঙে পড়া নৌকাটি দুইশর মতো লোককে বহন করছিল বলে অনুমান করা হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নৌকায় করে অভিবাসন প্রত্যাশীদের এমন চোরাগোপ্তা যাত্রা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।দিনকয়েক আগে তুরস্ক থেকে যাত্রা করা নৌকাটিতে আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া, ইরাক ও ইরানের নাগরিকরা ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।বাজে আবহাওয়ার কারণে পাথরের সঙ্গে ধাক্কা লাগার পর অভিবাসন প্রত্যাশীদের ওই নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে। কালাব্রিয়া অঞ্চলে সমুদ্রের ধার ঘেঁষে থাকা একটি রিসোর্টের সৈকত থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র: বিডি নিউজ