আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

কানাডাবাসী যে কারণে মদ্যপান কমিয়ে দিয়েছে

কানাডার নাগরিকেরা মদ্যপান বিপুল পরিমাণে কমিয়ে দিয়েছে। এ কারণে ওয়াইন ও বিয়ার বিক্রি সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে বলে দেশটির সরকারি এক প্রতিবেদনে জানা গেছে। দেশটির সরকারি ডেটা ক্রাঞ্চার স্ট্যাটিসটিকস কানাডা এ প্রতিবেদন প্রকাশ করেছে। স্ট্যাটিসটিকস কানাডার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ২০২১-২২ সালে জনপ্রতি বিয়ার বিক্রির পরিমাণ বিপুল পরিমাণে কমে গেছে। আর ওয়াইন বিক্রির পরিমাণ ১৯৪৯ সালের পর সবচেয়ে বড় ব্যবধানে কমে গেছে। মদ্যপানের কঠোর নির্দেশিকা ও অ্যালকোহলে নতুন কর আরোপের কারণে এ ধরনের পরিবর্তন আরও আসবে বলে ধারণা করা হচ্ছে।
স্ট্যাটিসটিকস কানাডার প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের মধ্যে দেশে প্রথমবারের মতো অ্যালকোহল বিক্রি ১ দশমিক ২ শতাংশ কমে গেছে। আর ওয়াইন বিক্রি ৪ শতাংশ, যা স্ট্যাটিসটিকস কানাডার রেকর্ড করা সবচেয়ে বড় হ্রাসের ঘটনা।বিক্রির দিক থেকে শীর্ষে থাকা অ্যালকোহলযুক্ত পানীয় হিসেবে বিয়ারের গ্রাহক কমে যাচ্ছে। ১০ বছর ধরে বিয়ার বাজারে থাকা শেয়ার হারাচ্ছে। এ পর্যন্ত শেয়ারবাজারে বিয়ারের মোট ৮ দশমিক ৮ শতাংশ শেয়ার কমে গেছে। সূত্র: প্রথম আলো

বাখমুতে বেকায়দায় কিয়েভ বাহিনী
গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর বাখমুতে চাপের মুখে রয়েছে ইউক্রেন বাহিনী। কিয়েভের স্থল বাহিনীর কমান্ডার নিজেই জানিয়েছেন, অবরুদ্ধ শহর বাখমুতের চারপাশের পরিস্থিতি ‘অত্যন্ত উত্তেজনাপূর্ণ’। যুদ্ধের রসদ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই শহরে ইউক্রেনীয়রা চাপের মুখে আছে বলেও জানান তিনি। ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি সামাজিক মাধ্যম টেলিগ্রামে গতকাল মঙ্গলবার বলেন, ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সত্ত্বেও শত্রুরা (রাশিয়া) ওয়াগনার গ্রুপের সবচেয়ে বেশি প্রশিক্ষিত সেনাদল দিয়ে হামলা চালাচ্ছে। তারা আমাদের প্রতিরক্ষা ভেদ করে শহরকে ঘিরে ফেলার চেষ্টা করছে।’গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নিজেও বাখমুতের পরিস্থিতি কঠিন বলে জানান।পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর বাখমুত বর্তমানে সম্মুখযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শহরটিতে রুশ বাহিনী ক্রমাগত গোলাবর্ষণ করছে। উভয় পক্ষে ব্যাপক প্রাণহানি হয়েছে। এতে শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে।
বিশেষজ্ঞরা বাখমুতকে রণকৌশলগতভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ না মনে করলেও এই শহর জয় বা হাতছাড়া হওয়ার রাজনৈতিক তাৎপর্য আছে। সূত্র: কালের কণ্ঠ

যুক্তরাজ্যে প্রতিষ্ঠান পরিচালনায় নারীর অংশগ্রহণ বেড়েছে

বিশ্বের বিভিন্ন দেশ নারী-পুরুষ সমতা বিধানে অংশ হিসেবে কর্মক্ষেত্রে সবার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করছে। যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা চাকরি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও আবেদন করছে, কাজ করছে এবং ক্ষেত্র বিশেষে অনেকে বড় দায়িত্বও পালন করছে। ব্রিটেনের তালিকাভুক্ত বড় প্রতিষ্ঠানগুলোর বোর্ড পরিচালনায় নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রথমবারের মতো এ হার বেড়ে ৪০ শতাংশে উন্নীত হয়েছে। বিশ্লেষকরা জানান, যুক্তরাজ্যের ৩৫০টি বড় তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাত্র ১০টিতে পুরুষ কর্মীর সংখ্যা বেশি। খবর দ্য গার্ডিয়ান। ফাইন্যান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ (এফটিএসই) সূচকের তথ্যানুযায়ী, ১০০টি বেশি বড় এবং ২৫০টির বেশি মাঝারি আকারের প্রতিষ্ঠানে বোর্ড পরিচালনায় নারীদের হার ৩ শতাংশ বেড়েছে। তবে এটাও ঠিক, এ সময়ে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে বোর্ড লেভেলের নিচে নেতৃত্বের অবস্থানে নারীদের নিয়োগ দেয়ার হার একইভাবে কমেছে। সূত্র: বণিক বার্তা।

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩২ জনের মৃত্যু, আহত ৮৫
মঙ্গলবার গভীর রাতে গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩২ জন নিহত হয়েছে; দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮৫ জন। তবে দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট বলে জানিয়েছে দেশটির ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ। এথেন্স থেকে দেশটির উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। খবর রয়টার্সের। থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, “সংঘর্ষটি খুবই তীব্র ছিল।”তিনি জানান, যাত্রীবাহী ট্রেনটির প্রথম চার বগি লাইনচ্যুত হয়েছে; সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় প্রথম বগিদুটি পুরো ধ্বংস হয়ে গেছে।ইতিমধ্যে ট্রেনের ২৫০ যাত্রীকে বাসে করে নিরাপদে থেসালোনিকিতে সরিয়ে নেওয়া হয়েছে।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের একজন জানান, নিজের স্যুটকেস দিয়ে ট্রেনের জানালা ভেঙে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।অ্যাঞ্জেলোস সিয়ামুরাস নামে আরেক যাত্রী বলেন, “মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

Nagad

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বোলাকে বিজয়ী ঘোষণা

নাইজেরিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৭০ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ ভোট পেয়েছেন ৩৬ শতাংশ। খবর- বিবিসি ও আল-জাজিরা। অফিসিয়াল ফলাফল অনুযায়ী, বোলার প্রধান প্রতিদ্বন্দ্বী আতিকু আবুবাকার পেয়েছেন ২৯ শতাংশ ভোট। লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বিরোধী দলগুলো এর আগে এই নির্বাচনকে প্রহসনের ভোট বলে প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিল। বোলা টিনুবু নাইজেরিয়ার অন্যতম ধনী রাজনীতিবিদ। ‘এবার আমার পালা’ স্লোগানে তিনি প্রেসিডেন্ট পদে প্রচারণা চালিয়েছিলেন। নিজ শহর লাগোসে অপেক্ষাকৃত নবীন প্রার্থী ওবির কাছে পরাজিত হলেও তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় জিতেছেন, যেখানে তিনি ‘রাজনৈতিক গডফাদার’ হিসেবে পরিচিত। সূত্র: সমকাল

ভারতে ১২২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল এবারের ফেব্রুয়ারি

১৯০১ সালের পর ২০২৩ সালে সবচেয়ে উষ্ণতম ফেব্রুয়ারি মাস প্রত্যক্ষ করেছে ভারত। দেশটির আবহাওয়া দপ্তর এই তথ্য দিয়েছে। এবারের ফেব্রুয়ারিতে ভারতের গড় তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যেটা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতে তীব্র দাবদাহ দেখা দিতে পারে। ই তাপমাত্রা গম উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা করছে আবহাওয়াবিদরা।এক বিবৃতিতে ভারতের আবহাওয়া দপ্তর বলেছে, ‌‘ভারতে ‍পূর্ব ও কেন্দ্রীয় এবং কিছু উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা প্রত্যক্ষ করেছে।’ভারতে গত বছরও ব্যাপক দাবদাহ দেখা দিয়েছিল। এবার সেই মাত্রা আরও বাড়বে বলেই শঙ্কা করা হচ্ছে। ফলে ভারতের বিদ্যুৎ খাতও চাহিদা মেটাতে হিমশিম খেতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সূত্র: বিডি প্রতিদিন।

বিশ্লেষেণ
ইউক্রেনের পরেই মলদোভা?
দেশের পশ্চিমাপন্থি সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে মস্কো

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পুরো একটি বছর পার হয়ে গেল। যুদ্ধ ইউক্রেনে হলেও এর ক্ষয়ক্ষতির প্রভাব ছড়িয়ে পড়েছে সারাবিশ্বেই। বিশেষ করে ইউক্রেনের কাছের প্রতিবেশী পোল্যান্ড, মলদোভা, রোমানিয়া। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইউক্রেনের দক্ষিণ-পশ্চিম সীমান্তের প্রতিবেশী মলদোভা। সেই সঙ্গে যোগ হয়েছে আতঙ্কও। দেশটির শহর-গ্রাম থেকে শুরু করে প্রত্যেক নাগরিকের ভেতরেই ঢুকে গেছে ‘রুশ ভয়’। ইউক্রেনের পরেই রাশিয়ার পরবর্তী টার্গেট মলদোভা-তরুণ-যুবক, শিশু-বৃদ্ধ সবার মুখেই একই কথা। ওয়াল স্ট্র্রিট জার্নাল।
রাশিয়াকে ঘিরে পশ্চিমা গোষ্ঠীর নতুন অভিযোগ, মলদোভার চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পরিস্থিতি আরও অস্থিতিশীল করার জন্য উত্তেজনা বাড়াচ্ছে মস্কো। অশান্তি সৃষ্টির জন্য বেসামরিক ছদ্মবেশে ‘বিনাশকারীদের’ ব্যবহার করছে। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াকে ক্রিমিয়ার মতো সংযুক্ত করার পরিকল্পনায় দেশটিতে অভ্যুত্থান সৃষ্টির ভিত্তি স্থাপনের পাঁয়তারা করছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। পশ্চিমের যুক্তি, মলদোভা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বর্তমান পদক্ষেপগুলো গত বছর ইউক্রেনে আগ্রাসনের আগের পটভূমির সঙ্গে মিলে যাচ্ছে। ইউক্রেনের বন্দরনগরীগুলোর মতোই মলদোভায় রাশিয়ার মূল আকর্ষণ ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চল। সিএনএন। সূত্র: যুগান্তর

টেবিলে সমঝোতা বাস্তবে সহিংসতা

পশ্চিম তীরে এ বছরের প্রথম দুই মাসে ইসরায়েলের হামলায় নিহত হয় ৬২ ফিলিস্তিনি। জবাবি হামলায় প্রাণ যায় ১০ ইসরায়েলির। দুই পক্ষের সংঘাত পৌঁছাতে থাকে চরমে, দেখা দেয় আবারও খণ্ডযুদ্ধের আশঙ্কা। এ পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র-মিসরের সংশ্লিষ্টতা এবং জর্ডানের মধ্যস্থতায় বৈঠকে বসে ইসরায়েলের সরকার ও ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের প্রতিনিধিরা। গত রবিবার লোহিত সাগর তীরের আকাবা বন্দরে এই বৈঠকে দুই পক্ষই শান্তি স্থাপনে সমঝোতায় পৌঁছায়। ওই বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, তারা দুই জাতির মধ্যে চলমান উত্তেজনা কমানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। এমন পরিস্থিতিতে সহিংসতা প্রতিরোধে ঘনিষ্ঠভাবে কাজ করবে উভয় দেশ।কিন্তু এ বৈঠকে অংশ নেওয়ায় পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছে অবরুদ্ধ গাজা উপত্যকা শাসনকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, বৈঠকটি একেবারেই ‘অর্থহীন’। এর ফলে কোনো কিছুরই পরিবর্তন ঘটবে না। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে বলা হয়েছে, আকাবা বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্তটি পশ্চিম তীরে রক্তপাত বন্ধ করার ইচ্ছা থেকেই এসেছে। সূত্র: দেশ রুপান্তর

কোভিড-১৯ ‘সম্ভবত চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব’ থেকে ছড়িয়েছে-বলছেন যুক্তরাষ্ট্রের এফবিআই প্রধান

এফবিআই প্রধান ক্রিস্টোফার রে বলেছেন যে তার ব্যুরো বিশ্বাস করে, কোভিড-১৯ সংক্রমণ ‘খুব সম্ভবত চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব’ থেকে ছড়িয়েছে। “এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করেছে এবং মনে হচ্ছে কোন একটি গবেষণাগার থেকেই কোভিড মহামারির উৎপত্তি”- ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন মি. রে।করোনাভাইরাস মহামারির উদ্ভব নিয়ে এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিল এফবিআই ।তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলছে উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবীকে তারা মানহানিকর বলে মন্তব্য করেছে।মি. রে’র মন্তব্যের একদিন আগেই চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘কোভিডের উৎস’ নিয়ে দেশটিকে আরও ‘সৎ’ হওয়ার আহ্বান জানান।মঙ্গলবার দেয়া সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন যে “বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারিটির উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করতে ও এই সম্পর্কে অস্পষ্ট ধারণা দিতে যথাসাধ্য চেষ্টা করেছে চীন”।”এবং এটি সবার জন্য দুর্ভাগ্যজনক”- বলেন তিনি। সূত্র: বিবিসি বাংলা। সূত্র: বিবিসি বাংলা।

৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং

আড়াই বছরেরও বেশি সময় পর বাসিন্দাদের মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল হংকং।কোভিড মোকাবেলায় ২০২০ সালের জুলাইয়ে এই বাধ্যবাধকতা জারি হয়েছিল শহরটিতে; নিয়ম অমান্যে ৫ হাজার হংকং ডলার জরিমানারও বিধান ছিল, ৯৪৫ দিন পর এসব উঠল।চীনের নিয়ন্ত্রণে থাকা এ শহরটির চেয়ে বিশ্বের আর কোথাও এত লম্বা সময় ধরে কোনো কোভিড বিধিনিষেধ বহাল ছিল না। “হংকংয়ে ভাইরাস নিয়ন্ত্রণে আছে, ফিরে আসার বড় ধরনের লক্ষণও দেখা যাচ্ছে না,” বুধবার থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়ে শহরটির নেতা জন লি এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।“এই (মাস্ক) বাধ্যবাধকতা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে হংকং স্বাভাবিক জীবনে ফেরা শুরু করবে। এ বছর, সামনের বছরগুলোতে আমরা পূর্ণোদ্যমে অর্থনীতি ও উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়বো,” মঙ্গলবার এমনটাই বলেছেন তিনি।হংকং মূলত ভাইরাস নির্মূলে ‘শূন্য কোভিড নীতি’সহ চীনের মূল ভূখণ্ডের কৌশলগুলোই অনুসরণ করেছে। সূত্র: বিডি নিউজ