বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ: আশা বাঁচিয়ে রাখল মিরাজ-তাইজুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২০৯ রানের অল্প পুঁজি দাঁড় করিয়েছিল বাংলাদেশ। তবুও এই সংগ্রহ নিয়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। ইনিংসে আবারো ইংলিশ শিবিরে আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। নিজের কোটার শেষ ওভারের শেষ বলে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীকে ব্যক্তিগত ১৪ রানে ফিরিয়েছেন টাইগার এই স্পিনার।

সিরিজের প্রথম ওয়ানডে জিততে ইংল্যান্ডের প্রয়োজন এখনো ৬৯ রান। বাংলাদেশের জয় পেতে প্রয়োজন ৪ উইকেট। এই মুহূর্তে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪১ রান। ক্রিজে রয়েছেন ডেভিড মালান (৬৭) এবং ক্রিস ওকস (০)।

২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে ইংলিশরা। ফলে সফরকারীদের জয়ের জন্য দরকার ৪৯ রান, আর বাংলাদেশের ৩ উইকেট।

বুধবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে লড়ছে ইংল্যান্ড শিবির।