আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩

পাকিস্তানকে যে পরামর্শ দিল ভারত

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন পাকিস্তানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে তাঁর সে সমালোচনার জবাব দিয়েছে ভারত। একে বিদ্বেষমূলক প্রচারণা বলে উল্লেখ করে পাকিস্তানকে নিজেদের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বৃহস্পতিবার বলেন, ভারতের হিন্দুত্ববাদী সরকার রাজনৈতিক সুবিধাকে ব্যবহার করে কাশ্মীরি জনগণের সঙ্গে অমানবিক আচরণ করছে। তাদের অধিকার আদায়ের ন্যায্য লড়াইকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করছে।পাকিস্তানে বিদ্যুৎ সাশ্রয়ে ফ্যান উৎপাদন ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত
৮০ ওয়াটের কম বিদ্যুৎ খরচ করে শুধু এমন ফ্যান উৎপাদন ও বিক্রির অনুমতি দেওয়া হবে
হিনা রাব্বানি খার আরও বলেন, ভারতের দখলদার কর্তৃপক্ষ আবাসিক ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে কাশ্মীরিদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কাশ্মীরিদের জীবিকা থেকে বঞ্চিত করছে। সূত্র: প্রথম আলো

প্রযুক্তিতে পশ্চিমাদের ছাড়িয়ে গেছে চীন

৪৪টি গুরুত্বপূর্ণ প্রযুক্তির মধ্যে ৩৭টিতেই এগিয়ে আছে চীন। এ ছাড়া পশ্চিমারা বৈজ্ঞানিক ও গবেষণায় অগ্রগতির দৌড়েও পিছিয়ে পড়ছে। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এএসপিআই অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার এবং কিছু বেসরকারি প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের অর্থায়নে পরিচালিত হয়।
এএসপিআই জানিয়েছে, প্রতিরক্ষা, মহাকাশ, রোবটিকস, জ্বালানি, পরিবেশ, জৈবপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উপকরণ এবং কোয়ান্টাম প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করে চীন প্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে।গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এএসপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, চীনের আধিপত্যের মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ড্রোন, মেশিন লার্নিং, বৈদ্যুতিক ব্যাটারি, পারমাণবিক জ্বালানি, ফটোভোলটেইক্স, কোয়ান্টাম সেন্সর এবং গুরুত্বপূর্ণ খনিজ নিষ্কাশন।কিছু ক্ষেত্রে চীনের আধিপত্য এতটাই প্রতিষ্ঠিত যে, কোনো একটি নির্দিষ্ট প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০ গবেষণাপ্রতিষ্ঠানের সবকটিই চীনে অবস্থিত। সূত্র: কালের কণ্ঠ

করছাড় ও ভর্তুকি হ্রাসের কারণে কমেছে বৈশ্বিক ইভি বিক্রি

বিশ্বে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রির পরিমাণ কমেছে। জানুয়ারিতে ৬ লাখ ৭২ হাজার ইভি বিক্রি হয়। গত বছরের ডিসেম্বরের তুলনায় ইভি বিক্রি অর্ধেক নেমেছে। পূর্ববর্তী মাসের তুলনায় জানুয়ারিতে বৈশ্বিক গাড়ি বিক্রিতে ইভির হিস্যা ২৩ শতাংশ থেকে নেমেছে ১৪ শতাংশে। দাম কমিয়েও অবস্থার উন্নতি ঘটাতে পারেননি উৎপাদকরা। গত বছরের তুলনায় বার্ষিক প্রবৃদ্ধি মাত্র ৩ শতাংশ। ইভি খাতে প্রণোদনার পরিমাণ কমায় ভোক্তাদের মাঝে এর চাহিদা কমেছে। বৃহস্পতিবার নরওয়েভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রেইস্টাড এনার্জি কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। রেইস্টাড এনার্জির প্রযুক্তি বিশেষজ্ঞ অভিষেক মুরালি প্রতিবেদনে লেখেন, ‘ইভির বৈশ্বিক বাজার পরিবর্তিত হচ্ছে। ভোক্তাদের মধ্যে ইভির চাহিদা এখনো ব্যাপক। কিন্তু এটি পরিষ্কার যে করছাড় ও ভর্তুকি ভোক্তার আগ্রহকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তবে সার্বিকভাবে ইভির বাজার বাড়ছে। গোল্ডম্যান স্যাকসের এক প্রতিবেদন অনুসারে, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিকভাবে বিক্রীত মোট গাড়ির অর্ধেক হবে ইভি। ২০২০ সালে মোট বিক্রির পরিমাণ ছিল ২০ লাখ। ২০৪০ সাল নাগাদ তা ৭ কোটি ৩০ লাখে উন্নীত হবে। এ সময়ের মধ্যে বৈশ্বিক মোট গাড়ি বিক্রিতে ইভির অনুপাত ২ শতাংশ থেকে বেড়ে ৬১ শতাংশ হবে বলে পূর্বাভাসে জানা যায়। সূত্র: বণিক বার্তা।

Nagad

বরখাস্ত হলেন জুম প্রেসিডেন্ট গ্রেগ টম্ব, ‘কোনো কারণ ছাড়াই’

ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হয়েছে। তবে এ বরখাস্তের কারণ কী, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। কোম্পানির রেগুলেটরি ফাইল অনুযায়ী, ‘কোনো কারণ ছাড়াই’ হঠাৎ করে টম্বের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিবিসির। জুমে যোগদানের পূর্বে টম্ব গুগলের নির্বাহী হিসেবে দায়িত্বে ছিলেন। গত বছরের জুন মাসে তিনি জুমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
দায়িত্ব গ্রহণের পর কোম্পানির মূলধন বৃদ্ধিতে টম্ব সাফল্য দেখিয়েছেন। কিন্তু যোগদানের মাত্র ১০ মাসের মাথায় তাকে বহিস্কার করা হলো। জুমের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি এখনই টম্বের বিকল্প খুঁজছে না।
বর্তমানে সিইও’র দায়িত্বে থাকা এরিক ইউয়ান ২০১১ সালে এ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর শুরুতে কোম্পানিটি প্রযুক্তি বিশ্বে খুব বেশি আলোড়ন তৈরি করতে পারেনি। কিন্তু সারা বিশ্ব যখন করোনা মহামারির কারণে থমকে যায়, তখন টানা বিধিনিষেধের মধ্যে রিমোট অফিস, ক্লাস ও সর্বোপরি যোগাযোগের জন্য জুম প্ল্যাটফর্মটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ২০২০ সালের এপ্রিলের মধ্যে দৈনিক ৩০০ মিলিয়ন ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করতে থাকেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নতুন করে যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। খবর: সিএনএন’র। এ নিয়ে ৩৩ বারের মতো কোষাগারে হাত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ পর্যন্ত ৩২ বিলিয়ন ডলার বরাদ্দ দিল যুক্তরাষ্ট্র। তবে নতুন অস্ত্র কিনে পাঠানোর চেয়ে সরকারি অস্ত্রভান্ডার থেকেই ইউক্রেনে অস্ত্রশস্ত্র পাঠিয়ে আসছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘এবারের সহায়তা প্যাকেজে আগ্নেয়াস্ত্র, সামরিকযান ও সরঞ্জামের পরিমাণ বেশি থাকবে।’সাম্প্রতিক প্যাকেজে কিয়েভে যেসব অস্ত্র পাঠাচ্ছে ওয়াশিংটন- সমকাল

কে রাশিয়ার, কারা ইউক্রেনের

শুরুটা ছিল দুপক্ষের। আর এখন সারা বিশ্বের। ২৪ ফেব্র্রুয়ারি ২০২২, হামলা শুরুর পর দিন থেকেই বদলাতে থাকে যুদ্ধচিত্র। সঙ্গ বাড়তে থাকে ইউক্রেনের। গণতন্ত্র-সার্বভৌমত্ব, ইউরোপীয় নিরাপত্তাসহ বিশ্ব শাসনের হাজারো নীতিবাক্যের ফতোয়া নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। রাজার পা পড়তেই নড়েচড়ে বসে তার ইউরোপীয় প্রজারাও। প্রতিবেশী রক্ষার ঢাল হাতে একে একে ছুটে আসে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো। সহমর্মিতার হাত বাড়ায় বাল্টিকরাও। শুরু হতে থাকে নতুন মেরুকরণ। ঘর গোছানোয় নজর দেয় রাশিয়াও। পশ্চিমাদের মতো ‘প্রভুভক্ত’ সমর্থকগোষ্ঠী না পেলেও নিষেধজ্ঞার বেড়াজাল টপকে একা একা, চুপিসারে মস্কোর দরজায় কড়া নাড়তে শুরু করে রুশ-মিত্ররাও। বিশ্ব মোড়লের ভয়ে সামনে আসতে না পারা বন্ধুরাষ্ট্রের পাল্লাও ভারী হতে থাকে রাশিয়ার। এমনই ছিল রুশ-ইউক্রেন যুদ্ধের প্রথম পর্বের বিশ্বকূটনীতি। কে কার পক্ষে-তখনও এতটা পরিষ্কার ছিল না। সবই ছিল ধোঁয়াশা। ভাসা ভাসা। মতিগতি বোঝা গেল ২ মার্চ। জাতিসংঘের ভোটাভুটিতে। এই যুদ্ধ শুরুর পরই জাতিসংঘ গত ২৫ বছরে তাদের প্রথম জরুরি অধিবেশন ডাকে। যুদ্ধ সম্পর্কিত চারটি জরুরি অধিবেশন থেকে দেখে নেওয়া যাক কে রাশিয়ার আর কারা ইউক্রেনের! জরুরি অধিবেশন ১ -ইউক্রেন থেকে রাশিয়ার সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি : গত বছরের ২ মার্চ রাশিয়াকে ‘অবিলম্বে, সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ ইউক্রেন থেকে তার সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি জানানো হয় এই প্রস্তাবনায়। এই প্রস্তাবের পক্ষে থাকে ১৪১টি দেশ। সূত্র: যুগান্তর ।

এত দ্বীপ এত দিন কোথায় ছিল
জাপানে ৭ হাজারের বেশি নতুন দ্বীপের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি দেশটি তাদের দ্বীপ পুনঃগণনা করেছে। এই গণনায় আগের চেয়ে ৭ হাজারের বেশি নতুন দ্বীপের খোঁজ পাওয়া গেছে।দেশটির জিওস্প্যাশিয়াল ইনফরমেশন অথরিটি (জিএসআই) ডিজিটাল ম্যাপিংয়ে সম্প্রতি নিশ্চিত হয়েছে, জাপানের ভূখণ্ডে ১৪ হাজার ১২৫টি দ্বীপ আছে, যা সরকারি হিসাবে দ্বিগুণেরও বেশি, ৭ হাজার ২৭৩টি। ১৯৮৭ সালে জাপান কোস্টগার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশে ৬ হাজার ৮৫২টি দ্বীপ আছে। এ সংখ্যাই এত দিন দেশে সরকারিভাবে ব্যবহার করা হয়েছে। জিএসআই চলতি সপ্তাহে জানিয়েছে, নতুন এই সংখ্যা এটাই প্রমাণ করে যে জরিপ প্রযুক্তিতে অগ্রগতি হয়েছে এবং গণনার জন্য ব্যবহৃত মানচিত্রের বিশদ প্রতিফলন হয়েছে। তবে এতে জাপানের দখলে থাকা ভূমির সামগ্রিক অঞ্চল পরিবর্তন হয়নি। জিএসআই বলছে, দ্বীপগুলো গণনার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক চুক্তি না থাকলেও ৩৫ বছর আগের জরিপের মতো একই মানদণ্ড ব্যবহার করা হয়েছে। এতে অন্তত ৩৩০ ফুট পরিধিসহ প্রাকৃতিক ভূমিগুলো গণনা করা হয়েছে। কৃত্রিমভাবে পুনরুদ্ধার করা কোনো জমি এতে অন্তর্ভুক্ত করা হয়নি। জাপানে নতুন করে গণনায় আগের চেয়ে ৭ হাজার ২৭৩টি নতুন দ্বীপের খোঁজ পাওয়া গেছে। খবর রয়টার্সের-জাপানের আশপাশের দ্বীপগুলো বেশ কিছু আঞ্চলিক বিরোধের কেন্দ্রে রয়েছে। রাশিয়ার দখলে থাকা দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জকে জাপান নিজের বলে দাবি করে। এটি টোকিওর উত্তরাঞ্চল বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপান থেকে এই দ্বীপপুঞ্জ সোভিয়েত সেনারা দখল করে নেয়। সূত্র: বিডি প্রতিদিন।

চারদিক থেকে বাখমুট শহর ‘ঘিরে ফেলেছে’ ওয়াগনার বাহিনী

রাশিয়ার পক্ষে যুদ্ধরত ওয়াগনার গ্রুপের প্রধান বলছেন, তার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুট শহরের বেশিরভাগ জায়গাই ঘিরে ফেলেছে। এই শহর দখলকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে যাতে উভয়পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটছে।
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন এখন এই শহর থেকে বের হয়ে যাওয়ার জন্য একটাই পথ খোলা আছে।বাখমুট থেকে ইউক্রেনীয় সৈন্যদের প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি আহবান জানিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স বলছে একটি বাড়ির ছাদের ওপর ধারণ করা ভিডিওতে মি. প্রিগোঝিন প্রেসিডেন্ট জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, ইউক্রেনীয় সৈন্যদের জীবন বাঁচাতে হলে তাদেরকে সরিয়ে নিন।কী বলছে কিয়েভ- ইউক্রেনের সামরিক বাহিনী স্বীকার করে নিয়েছে যে তাদের সৈন্যরা বাখমুট শহরে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।সেখান থেকে ইউক্রেনীয় সৈন্যদের সরিয়ে নেওয়া হতে পারে বলেও তারা ইঙ্গিত দিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

এক দিনেই সেরা ধনীর পতন

২০২২ সালের ডিসেম্বরে স্থানচ্যুত হওয়ার পর আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষ স্থান ফিরে পেয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। কিন্তু বিধি বাম। খেতাব পুনরুদ্ধারের ৪৮ ঘণ্টা না যেতেই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির খেতাব হারালেন ইলন মাস্ক। চলতি সপ্তাহের শুরুতে টেসলা এবং স্পেসএক্সপ্রধান বিশ্বের এক নম্বর ধনীর স্থান পুনরুদ্ধার করেছিলেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে মাস্কের মোট সম্পদ আনুমানিক ১৮৭.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফরচুন জানিয়েছে, টেসলার শেয়ার গত বুধবার ৫ শতাংশেরও বেশি কমেছে। এতে মাস্কের মোট সম্পদ প্রায় ২ বিলিয়ন ডলার কমে বর্তমান সম্পদের মূল্য হয়েছে ১৮৪ বিলিয়ন ডলার। মাস্কের এই পতনে শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ফরাসি বিলিওনিয়ার বার্নার্ড আর্নল্ট। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিটনের প্রধান নির্বাহী বার্নার্ডের বর্তমান সম্পদের মূল্য ১৮৬ বিলিয়ন ডলার।বিভিন্ন কারণে ২০২২ সালে টেসলার শেয়ারের দাম ৬৫ শতাংশ কমে যায়। এতে ফরাসি বিলিওনিয়ার বার্নার্ড ডিসেম্বরে টুইটার প্রধানকে হটিয়ে শীর্ষ ধনী বনে যান। সূত্র: দৈনিক বাংলা

অন্যদের বিরোধে উজ্জ্বল গেরুয়া

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে সবগুলোতে ‘জয়’ পেয়েছে বিজেপি। ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে জোটের সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। অথচ ভোটের আগে অনেকেরই ধারণা ছিল ভিন্ন ফলাফলের। তবে রাজ্যগুলোতে কংগ্রেস, তৃণমূল কিংবা বামফ্রন্ট মিলে বিজেপিবিরোধী যে জোট গড়েছিল তাতে সমন্বয়হীনতার অভাবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে গেরুয়া শিবির মেতেছে জয়োল্লাসে। তিন রাজ্যের ফলাফলে দেখা যাচ্ছে, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় বিজেপি ও তাদের জোটসঙ্গী আইপিএফটি ৩৩টি আসন পেয়ে গরিষ্ঠতা অর্জন করেছে, যদিও তা গতবারের ৪৪ আসনের চেয়ে অনেকটাই কম। ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মার নতুন দল তিপ্রা মোথা পেয়েছে ১৩টি আসন, আর বামপন্থি ও কংগ্রেসদের জোট ১৪টি আসনে জিতেছে। নাগাল্যান্ডে বিজেপি ১২টি ও তাদের পুরনো শরিক দল এনডিপিপি ২৫টি আসন পেয়েছে, ফলে ৬০ আসনের বিধানসভায় তারা সরকার গড়ছে অনায়াসেই। মেঘালয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে বিজেপির জোট ভেঙে গিয়েছিল ভোটের আগেই, কিন্তু ভোটে একক গরিষ্ঠতা না-পাওয়ার পর এনপিপি নেতা ও মুখ্যমন্ত্রী কনরাড সাংমা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন। বিজেপিকে নিয়েই তিনি সরকার গঠন করতে চান। সূত্র: দেশ রুপান্তর

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাকেতায় বিক্ষোভের সময় জিম্মি ৭৯ পুলিশ কর্মকর্তা ও একটি তেল কোম্পানির ৯ কর্মী ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা তেল অনুসন্ধানকারী কোম্পানিটির কম্পাউন্ড অবরোধ করার পর সহিংসতা শুরু হয়; ওই বাসিন্দারা তাদের এলাকায় রাস্তা নির্মাণে কোম্পানিটির সহায়তা দাবি করছিলেন।বিক্ষোভকারীরা পরে ওই পুলিশ কর্মকর্তা ও এমারেল্ড এনার্জি কোম্পানির কর্মীদের জিম্মি করেন; প্রেসিডেন্ট পেত্রো তাৎক্ষণিকভাবে তাদের ছেড়ে দিতে আহ্বানও জানিয়েছিলেন। এই অস্থিরতা চলাকালে সেখানে এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নিহত হয়, জানিয়েছে বিবিসি।পুলিশ কর্মকর্তা ও তেল কোম্পানির কর্মীদের মুক্তির খবর দিয়ে পেত্রো দুই নিহতের ঘটনায় কারা দায়ী, তা বের করতে তদন্তকারীদের নির্দেশ দিয়েছেন। সূত্র: বিডি নিউজ