জাটকা সংরক্ষণ-বিক্রি, মাছ ব্যবসায়ীকে জরিমানা

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

সাভারের আশুলিয়ায় একটি বাজারে অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মো: দীপু মিয়া নামের এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রমমাণ আদালত। এ সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।

এ সময় তিনি বলেন, আজ সকালে ওই বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাছ ব্যবসায়ী মো: দীপু মিয়াকে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করবো।

তিনি আরও বলেন, কেউ যেন অন্যায়ভাবে দ্রব্য মূল্য বাড়িয়ে পণ্য বিক্রি করতে না পারে এসব বিষয় মাথায় রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ অভিযানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Nagad