৭ মার্চ স্বাধীনতার শপথের দিন : অধ্যাপক ডা. ইসমাইল খান
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন, বাংলা ও বাঙালি জাতির জীবনে ৭ মার্চ অনন্য গুরুত্ব বহন করে। মূলত আমাদের তথা সমগ্র বাঙালি জাতির স্বাধীনতার শপথের দিন। এর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে উদ্ধিপ্ত হয়। যার ফলশ্রুতিতে আমরা স্বাধীনতা অর্জন করি।
গত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হল রুমে উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান এর সভাপতিত্বে “ ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য “ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
উপ-পরিচালক ডা বিদ্যুৎ বড়ুয়া এর সঞ্চালনায় আলোচনা সভায় ডেন্টাল অনুষদের ডিন, অধ্যাপক ডা. মো. আকরাম পারেভজ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন, বিআইটিআইডির পরিচালক (ভারপ্রাপ্ত)ডা. মো. সাখাওয়াত উল্লাহ, বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ, চমেবির উপ রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন, বিআইটিআইডির সহকারী অধ্যাপক ডা.জাকির হোসেন বক্তব্য প্রদান করেন।
এছাড়া ও চমেবির সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বপন, সহকরী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম,, , শাখা কর্মকর্তা আসিফ আল হোসাইন , প্রকিউরমেন্ট অফিসার মুশফিকুর সালেহীন , বিআইটিআইডির মেডিকেল টেকনিশিয়ান খন রন্জন দত্ত সহ চমেবি ও বিআইটিআইডির অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
সারাদিন/৮ মার্চ