এআইইউবিতে ‘লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর’ অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে “লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হওয়া এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার।


“পরিবর্তনশীল বিশ্বে ইইউ-বাংলাদেশ সম্পর্ক: অংশীদারিত্ব ও অগ্রগতিতে তরুণদের দৃষ্টিভঙ্গি” শীর্ষক আলোচনায় এআইইউবি-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তরুণ শিক্ষকরা অংশ নেন। আলোচনায় উঠে আসে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সুশাসন, মানবাধিকার ও বৈশ্বিক নিরাপত্তার মতো বিষয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইউ-এর টিভিইটি ও ইরাসমাস+ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মিস জুই চাকমা। তিনি ইরাসমাস+ স্কলারশিপের সুযোগ-সুবিধা তুলে ধরেন। এছাড়া ইইউ প্রতিনিধি দল ও এআইইউবি কর্তৃপক্ষের মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠক হয়, যেখানে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার, সদস্য ইশতিয়াক আবেদীন ও শানিয়া মাহিয়া আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষাংশে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব রাষ্ট্রদূতের সম্মানে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।