তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আগামী ৩১ জুলাই ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা একদিনেই সম্পন্ন হবে।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।


এর আগে ইংরেজি বিভাগের এই অধ্যাপককে প্রধান করে গঠিত হয় নির্বাচন কমিশন। কমিশনের সদস্যসচিবের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।
কমিশনের অন্য সদস্যরা হলেন—জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ, ২১ মে পর্যন্ত খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি বিষয়ে আপত্তি ও মতামত গ্রহণ, ৩০ জুন চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ, ১-৭ জুলাই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ৯ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১১-১৩ জুলাই আপিল গ্রহণ, শুনানি ও রায় ঘোষণা, ১৪ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১৫ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৬-২৮ জুলাই নির্বাচনী প্রচার, ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা প্রকাশ।
জাকসু গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী, একই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচনও।
নির্বাচন কমিশনের সদস্য ও প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে।”
উল্লেখ্য, সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এরপর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।