টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (০৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন প্রত্যাশিত ভাবেই প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতানো তৌহিদ হৃদয়। এছাড়া আট বছর পর জাতীয় দলে ফিরলেন রনি তালুকদার।

সর্বশেষ বিপিএলে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন তৌহিদ হৃদয়। এই টপ অর্ডার ব্যাটার ১৩ ম্যাচের ১২ ইনিংসে ব্যাটিং করে প্রায় ৩৭ গড়ে করেছেন ৪০৩ রান। যা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। আসরে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৪০ স্ট্রাইকরেটে। সবচেয়ে বেশি ৫টি হাঁফ সেঞ্চুরিও করেন।

হৃদয় ছাড়াও দলে ফিরেছেন সদ্য সমাপ্ত বিপিএলে আলো ছড়ানো রনি তালুকদার। এছাড়া দলে ফিরেছেন শামীম পাটোয়ারী।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক-অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

Nagad

সারাদিন/০৯ মার্চ/এমবি