আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৩

শি চিনপিংকে অভিনন্দন জনালো পুতিন

চীনের নেতা শি চিন পিং টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট থেকে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। চীনের সংসদে ২ হাজার ৯৫২ সদস্যের সবাই শি চিন পিং-কে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদের জন্য ভোট দেন। চীনের নেতা শি চিনপিং এর প্রেসিডেন্ট হওয়াতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার ‘বন্ধু’ চিনপিংকে অভিনন্দন জানান পুতিন। তিনি বলেন, ‘প্রিয় বন্ধু প্রেসিডেন্ট হিসাবে পুনর্নিবাচিত হওয়ার জন্য অভিনন্দন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আপনার যে অবদান রয়েছে তা রাশিয়ার জন্য অত্যন্ত মূল্যবান। আমি নিশ্চিত যে আমরা বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে রাশিয়া-চীন সম্পর্ককে নতুন মাত্রা দেব। স্থানীয় এবং আন্তর্জাতিক বিষয়েও আমরা যৌথভাবে কাজ করব।’বিশ্লেষকদের একাংশের ধারণা, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো নয় রাশিয়ার। তবে চীনকে পাশে পেতে সচেষ্ট মস্কো। একইভাবে, কূটনীতিকর সূত্র মেনে যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ইউক্রেন ইস্যুতে পুতিনের পাশেই দাঁড়িয়েছেন শি চিনপিং। সূত্র: কালের কণ্ঠ

অস্ত্রোপচারে পেট থেকে বের হলো আস্ত মদের বোতল

প্রচণ্ড পেটব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান এক ব্যক্তি। ব্যথার কারণ শনাক্তে চিকিৎসক তাঁকে শারীরিক পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়ে চোখ কপালে ওঠে চিকিৎসকের। প্রতিবেদনে দেখা যায়, ওই ব্যক্তির পেটের ভেতরে রয়েছে আস্ত একটি মদের বোতল। আর সেটার জন্য প্রচণ্ড পেটব্যথায় ভুগছেন তিনি। পরে অস্ত্রোপচার করে বোতলটি বের করা হয়েছে। অবাক করা এ ঘটনা ঘটেছে ২৬ বছরের নুরসাদ মানসুরির সঙ্গে। তাঁর বাড়ি নেপালের রাউতাহাত জেলার গুজারা পৌরসভায়। গতকাল শুক্রবার প্রায় আড়াই ঘণ্টা ধরে নুরসাদের অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এর পাঁচ দিন আগে প্রচণ্ড পেটব্যথা নিয়ে তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। সূত্র: প্রথম আলো

রুশ অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যে কানাডার নিষেধাজ্ঞা

রাশিয়া থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানি নিষিদ্ধ করেছে কানাডা। গতকাল শুক্রবার (১০ মার্চ) এই ঘোষণা আসে। খবর আনাদোলু। বিবৃতিতে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনে অবৈধ ও বর্বর আক্রমণে অর্থায়ন সীমিত করতে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। এই উদ্দেশ্যে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পুতিন সরকারের সম্ভাব্য অবসান ঘটানোই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তার ভাষ্যে, মস্কোকে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে। যা রুশ সমাজ ও শাসন ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের কাঁচামাল ও তৈরি পণ্য।ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এক হাজার ৬০০ এর রুশ বেশি ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেয় কানাডা। সর্বশেষটি এল ধাতব পণ্যের ওপর। জোলি বলেন, আমাদের লক্ষ্য ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণে রাশিয়ার ক্ষমতাকে দুর্বল করা। এটাও নিশ্চিত করতে চাই, পুতিন ও তার সমর্থকদের জবাবদিহি করতে হবে। সূত্র: বণিক বার্তা।

Nagad

তীব্র বিদ্যুৎ সংকটের মুখে ভারত

নতুন কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে বিলম্ব হওয়ায় চলতি গ্রীষ্ম ও আসছে বছরগুলোতে রাতের বেলায় লোডশেডিংয়ের উচ্চঝুঁকির মুখে পড়তে যাচ্ছে ভারত। কয়লাচালিত ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর সেই ঘাটতি মেটানোর সক্ষমতা না থাকায় শতকোটির বেশি জনসংখ্যার দেশটির কোটি কোটি মানুষ রাতে লম্বা সময়ের জন্য লোডশেডিংয়ের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে দেশটির সরকারি তথ্য ও অভ্যন্তরীণভাবে পর্যালোচিত নথির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির কেন্দ্রীয় গ্রিড নিয়ন্ত্রক কর্র্তৃপক্ষের পর্যালোচিত এক অভ্যন্তরীণ নোটে দেখা গেছে, এ বছরের এপ্রিলে ‘সৌরবিদ্যুৎহীন সময়ে’ ভারতে বিদ্যুতের প্রাপ্যতা সর্বোচ্চ চাহিদার চেয়ে ১ দশমিক ৭ শতাংশ কম হতে পারে। ওই মাস থেকে রাতের বেলায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে ২১৭ গিগাওয়াট, যা গত বছর এপ্রিলে রাতের বেলায় পাওয়া সর্বোচ্চ বিদ্যুতের তুলনায়, যা ৬ দশমিক ৪ শতাংশ বেশি। এ বছর কয়লা, পারমাণবিক ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো একসঙ্গে রাতের সর্বোচ্চ চাহিদার ৮৩ শতাংশের মতো মেটাতে পারবে।বার্তা সংস্থা রয়টার্স বলছে, অনেকগুলো সৌরবিদ্যুৎ কেন্দ্রকে দ্রুতগতিতে গ্রিডে যুক্ত করে নেওয়ায় দেশটি দিনের বেলার ঘাটতিটুকু পুষিয়ে নিতে পারলেও রাতে এই সুবিধা পাওয়া যাচ্ছে না। দেশটির বিদ্যুতের বাড়তি চাহিদা মেটানোর সক্ষমতা সীমিত হয়ে আসাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।রয়টার্স বলছে, গ্রীষ্মের গরমকে হারাতে ভারতীয়রা তাদের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাইবেনই, এদিকে রাতের বেলায় বিদ্যুৎ সংকট দেখা দিলে তা অটো, ইলেকট্রনিকস, স্টিল বার ও সার উৎপাদন কারখানার মতো সারাক্ষণ সচল থাকা শিল্পপ্রতিষ্ঠানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে।কঠোরভাবে প্রস্তুত হতে পারে, তার ওপর জোর দিয়েছেন কিম। মিশন দুটির প্রথমটি হচ্ছে যুদ্ধপ্রতিরোধ, দ্বিতীয়টি হচ্ছে যুদ্ধে প্রথম আঘাত হানার সক্ষমতা অর্জন করা। সূত্র; দেশ রুপান্তর

চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজী হলো

ইরান এবং সৌদি আরব সাত বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজী হয়েছে।দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হবে। সেই সাথে দু’মাসের মধ্যে দু’দেশ পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাসের দরোজা খুলবে।চীনের মধ্যস্থতায় বেইজিং এ দু’দেশের মধ্যে এক আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে।দুটি দেশই এক্ষেত্রে বেইজিং এর ভূমিকার প্রশংসা করেছে।সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইরান ও চীন- দুই দেশের সঙ্গেই তাদের সম্পর্কে টানাপোড়ন আছে। আবার ইয়েমেনে যে গৃহযুদ্ধ চলছে, সেখানে ইরান এবং সৌদি আরব দুই পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন ও সহযোগিতা দেয়। দু’হাজার ষোল সাল হতে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই। সেবছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল। তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে। সূত্র: বিবিসি বাংলা।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, মুহিউদ্দিন ইয়াসিন তার সরকারের চালু করা করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্পের অর্থের অপব্যবহার করেছেন। তিনি ঘুষ নিয়েছেন এবং মানি লন্ডারিং করেছেন। গতকাল মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করে মালয়েশিয়ান অ্যান্টিকরাপশন কমিশন (এমএসিসি)। মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার দ্বিতীয় সাবেক সরকারপ্রধান, যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ১২ বছরের কারাদন্ড ভোগ করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ২০২০-২১ সালে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুহিউদ্দিন ইয়াসিন। ওই সময় করোনার বিরুদ্ধে লড়তে হয়েছিল তার সরকারকে। করোনা-পরবর্তী দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশেষ তহবিল গঠন করা হয়। সে তহবিলের অর্থ নিয়ে এখন আইনি ঝামেলায় জড়িয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। সূত্র: বিডি প্রতিদিন

এবার এক হামলায় ৬ কিঞ্জাল: রাশিয়ার এ হাইপারসনিক মিসাইল কেন ইউক্রেনের উদ্বেগের কারণ?

কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া গত বৃহস্পতিবার (৯ মার্চ) ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ছয়টি কিঞ্জাল হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস-এর।হামলায় এতগুলো হাইপারসনিক মিসাইল ব্যবহারের ফলে বেশ কিছু প্রশ্ন উঠেছে। দীর্ঘপাল্লার এ মিসাইলগুলো শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত তথা মাক ৫ গতিতে ছুটতে পারে।এত উচ্চগতির কারণে গতানুগতিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে কোনো কাজে আসে না। কারণ ভূমিতে থাকা রাডার যখন এগুলোকে শনাক্ত করতে পারে, ততক্ষণে মিসাইলগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যায়।
চীন ও যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে চেষ্টা করছে হাইপারসনিক মিসাইল তৈরি ও পরিচালনা করতে। এছাড়া এ প্রযুক্তি নিয়ে আর যেসব দেশ কাজ করছে সেগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ভারত, ইরান, ইসরায়েল, জাপান, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। কিঞ্জাল মিসাইলের নিক্ষেপণ ব্যবস্থা একটু ভিন্ন। একটি সাধারণ দীর্ঘপাল্লার মিসাইলের শীর্ষে হাইপারসনিক ভেহিকল মূল ওয়্যারহেডটি বহন করে মহাশূন্যের নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়। এরপর মিসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে অভিকর্ষজ ত্বরণ ব্যবহারের মাধ্যমে তীব্র গতিতে পৃথিবীর দিকে পড়তে থাকে মিসাইলটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

চীনের প্রধানমন্ত্রী পদে লি ছিয়াংকে মনোনয়ন প্রেসিডেন্ট শির

চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি) এর চলমান বার্ষিক অধিবেশনে লি ছিয়াংকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান ছিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কুছিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন। সোমবার শেষ হতে যাওয়া এনপিসির চলতি অধিবেশনেই কুছিয়াং অবসর নিচ্ছেন। তিনি পাঁচ বছর করে দুই মেয়াদে টানা ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।নতুন দায়িত্ব নেওয়া ছিয়াংকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সামাল দিতে হবে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট শি যখন চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশ কমিউনিস্ট পার্টির মহাসচিব ছিলেন তখন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত লি ছিয়াং তার চিফ অব স্টাফ ছিলেন। ছিয়াং শিয়ের একজন ঘনিষ্ঠ সহযোগী। সূত্র: বিডি নিউজ

এবার এক হামলায় ৬ কিঞ্জাল: রাশিয়ার এ হাইপারসনিক মিসাইল কেন ইউক্রেনের উদ্বেগের কারণ?

কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া গত বৃহস্পতিবার (৯ মার্চ) ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ছয়টি কিঞ্জাল হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস-এর।হামলায় এতগুলো হাইপারসনিক মিসাইল ব্যবহারের ফলে বেশ কিছু প্রশ্ন উঠেছে। দীর্ঘপাল্লার এ মিসাইলগুলো শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত তথা মাক ৫ গতিতে ছুটতে পারে।এত উচ্চগতির কারণে গতানুগতিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে কোনো কাজে আসে না। কারণ ভূমিতে থাকা রাডার যখন এগুলোকে শনাক্ত করতে পারে, ততক্ষণে মিসাইলগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যায়।
চীন ও যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে চেষ্টা করছে হাইপারসনিক মিসাইল তৈরি ও পরিচালনা করতে। এছাড়া এ প্রযুক্তি নিয়ে আর যেসব দেশ কাজ করছে সেগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ভারত, ইরান, ইসরায়েল, জাপান, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। কিঞ্জাল মিসাইলের নিক্ষেপণ ব্যবস্থা একটু ভিন্ন। একটি সাধারণ দীর্ঘপাল্লার মিসাইলের শীর্ষে হাইপারসনিক ভেহিকল মূল ওয়্যারহেডটি বহন করে মহাশূন্যের নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়। এরপর মিসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে অভিকর্ষজ ত্বরণ ব্যবহারের মাধ্যমে তীব্র গতিতে পৃথিবীর দিকে পড়তে থাকে মিসাইলটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

চীনের প্রধানমন্ত্রী পদে লি ছিয়াংকে মনোনয়ন প্রেসিডেন্ট শির

চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি) এর চলমান বার্ষিক অধিবেশনে লি ছিয়াংকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান ছিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কুছিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন। সোমবার শেষ হতে যাওয়া এনপিসির চলতি অধিবেশনেই কুছিয়াং অবসর নিচ্ছেন। তিনি পাঁচ বছর করে দুই মেয়াদে টানা ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।নতুন দায়িত্ব নেওয়া ছিয়াংকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি সামাল দিতে হবে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট শি যখন চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশ কমিউনিস্ট পার্টির মহাসচিব ছিলেন তখন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত লি ছিয়াং তার চিফ অব স্টাফ ছিলেন। ছিয়াং শিয়ের একজন ঘনিষ্ঠ সহযোগী। সূত্র: বিডি নিউজ