আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৩০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও অন্তত ৩০ জন। ইতালির কোস্টগার্ড এসব তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে গতকাল রোববার ইতালির কোস্টগার্ড জানায়, প্রতিকূল আবহাওয়া কারণে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রনটেক্স।প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে এশিয়া ও আফ্রিকা থেকে বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থী ইউরোপের দেশগুলোতে পাড়ি জমান-ভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিল বলে টুইটে জানিয়েছে মেডিটেরিয়ান সার্ভিং হিউম্যান চ্যারিটি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সকালে ডুবে যাওয়ার সময় নৌকাটি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে ছিল। সূত্র: প্রথম আলো

বিচার বিভাগের ক্ষমতা হ্রাস
ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ

বিচার বিভাগের ক্ষমতা কমানোর বিষয়ে সরকারি পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে গত শনিবার লাখো মানুষ বিক্ষোভ করেছে। ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে রাজপথে এত বড় বিক্ষোভের নজির নেই বলে উল্লেখ করেছেন আয়োজক ও পর্যবেক্ষকরা। কট্টর ডানপন্থী নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রায় ৭০ দিন ধরে বিক্ষোভ চলছিল। তবে গত শনিবার সবচেয়ে বেশি মানুষ এতে অংশ নেয়। বিরোধীদের দাবি, প্রস্তাবিত সংস্কার দেশটির গণতন্ত্রকে হুমকিতে ফেলবে। সূত্র: কালের কন্ঠ

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই-৩৫ কিনছে ইরান। এ লক্ষ্যে ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের দেশটি।জাতিসংঘে নিযুক্ত ইরান মিশনকে উদ্ধৃত করে সম্প্রচার মাধ্যম আইআরআইবি এমন তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,জাতিসংঘে ইরান মিশনকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সুখোই-৩৫ যুদ্ধবিমান কারিগরিভাবে ইরানের কাছে গ্রহণযোগ্য এবং এই যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে ইরান। ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে ইরানের যুদ্ধবিমান কেনার খবর সামনে এলো। সূত্র: সমকাল

Nagad

সিলিকন ভ্যালি ব্যাংক বিপর্যয়ের নেপথ্যে

বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে মার্কিন ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। একদিনে ৪২ বিলিয়ন (৪ হাজার ২০০ কোটি) ডলার তুলে নেন আমানতকারীরা। সিলিকন ভ্যালির এ ব্যাংকটি ধসে পড়ায় তার ধাক্কা লেগেছে গোটা বিশ্বে। ক্যালিফোর্নিয়ার ওয়াইন প্রস্তুতকারক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া দূরত্বের কোনো নতুন উদ্যোগ, সবার কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে এ ঘটনা। ব্যাংক বন্ধের এ ঘটনা প্রত্যেককেই ভাবতে বাধ্য করেছে যে এ রকম ঘটনা যদি তাদের ব্যাংকের সঙ্গে ঘটে তাহলে সে আর্থিক সংকট কীভাবে মোকাবেলা করবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এসভিবির এ ঘটনা গুরুত্বপূর্ণ, কারণ এটি জোরপূর্বক ঘটানো হয়নি, বরং ব্যাংকের নিজের ভুলের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুডি’স অ্যানালিটিকসের মুখ্য অর্থনীতিবিদ মার্ক জ্যানডি বলেন, সিলিকন ভ্যালি ব্যাংকের ব্যর্থতার মূল কারণ প্রযুক্তি খাতের সঙ্গে এর সংযোগ। কারণ সুদের হার বাড়ায় প্রযুক্তি খাতে তার প্রভাব পড়েছে বেশি এবং ভোক্তা চাহিদায়ও পরিবর্তন এসেছে। সূত্র: বণিক বার্তা।

একসময়ের তুমুল জনপ্রিয় কোমল পানীয় ক্যাম্পা কোলা আবার ফিরে আসছে ভারতে

ভারতের একসময়ের জনপ্রিয় কোমল পানীয় ক্যাম্পা কোলা ফের বাজারজাত করা হবে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স শিল্পগ্রুপ ৫০ বছরের পুরোনো এ বেভারেজ ব্র্যান্ডটির পানীয় চলতি বছরের গ্রীষ্মেই বাজারে আনার পরিকল্পনা করছে। খবর বিবিসি’র। ক্যাম্পা কোলার মালিকানা ছিল পিউর ড্রিংকস নামক একটি কোম্পানির অধীনে। গত বছরের আগস্ট মাসে ২২ কোটি রুপিতে ব্র্যান্ডটি কিনে নেয় রিলায়েন্স গ্রুপ। নতুন করে বাজারে আসার অপেক্ষায় থাকা কোমল পানীয়টি কোলা, লেমন, ও অরেঞ্জ ফ্লেভারে পাওয়া যাবে।১৯৫০-এর দশকে ভারতের বাজারে কোমল পানীয়ের ব্র্যান্ড হিসেবে কোকা-কোলা প্রবেশ করে। ১৯৭০’র দশক পর্যন্ত এটিই ছিল দেশটির সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয়ের ব্র্যান্ড। কিন্তু ১৯৭৭ সালে ভারত সরকারের নীতিগত পরিবর্তনে ধাক্কা খায় বিশ্ববিখ্যাত এ ব্র্যান্ডটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জেনারেল চীনের প্রতিরক্ষামন্ত্রী

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রোববার জেনারেল লি শেংফুর নাম ঘোষণা করা হয়েছে। তিনি চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) আধুনিকায়নে নেতৃত্ব দিয়েছিলেন। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয়ে ভূমিকা রাখায় তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে।এমন একটা সময়ে লি শেংফু প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন যখন বেইজিংয়ের সঙ্গে সামরিক আলোচনা ও যোগাযোগ প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছে ওয়াশিংটন। গত আগস্টে তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে বেইজিং-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন শুরু হয়। লি একজন টেকনোক্র্যাট। তিনি মহাকাশ প্রকৌশলী। কাজ করেছেন চীনের ভূ-উপগ্রহ কর্মসূচিতে। বিশেষজ্ঞরা বলছেন, পিএলএ নিয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অন্তবর্তী লক্ষ্য বাস্তবায়নে লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত জেনারেল লি শেংফুকে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার দায়িত্ব দিয়েছে চীন। সূত্র; দৈনিক বাংলা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
বাখমুত নিয়ে ধূম্রজাল
২৪ ঘণ্টায় রাশিয়ার ২২১ জন নিহত। বিভিন্ন মাত্রায় আহত ৩১৪

ইউক্রেনের বাখমুত অঞ্চলে কী অবস্থা চলছে তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। দুই দিন আগে রাশিয়ার ভাড়াটিয়া বাহিনী ওয়াগনারের প্রধান দাবি করেছিলেন তারা বাখমুত প্রায় দখল করে ফেলেছেন। কিন্তু গতকাল ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছেন তাদের অধিকারেই এলাকাটি রয়েছে। ৪৮ ঘণ্টা আগে বাখমুতের যুদ্ধে ৫ শতাধিক রুশপন্থি সেনা হতাহত হয়েছেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে, বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা। ছয় মাস ধরে শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে মস্কো। কিয়েভও নাছোড়বান্দা। তারাও শহরটির নিয়ন্ত্রণ হারাতে চাইছে না। তবে অস্ত্র স্বল্পতায় বাখমুতে সুবিধা করতে পারছে না ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে রাশিয়ার সেনাদেরও মজুদ নাকি ফুরিয়ে আসছে।
এদিকে গত পরশু রাশিয়ার ভাড়াটিয়া বাহিনী ওয়াগনারের প্রধান প্রিগোজিন জানিয়েছেন, তার সেনারা বাখমুতের কেন্দ্রীয় অঞ্চলের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। টেলিগ্রামে দেওয়া ভিডিও বার্তায় ইয়েভজেনি প্রিগোজিন একটি ভবনের ছাদে দাঁড়িয়ে বলেছেন, ‘এটা নগর প্রশাসনের ভবন। এটা শহরের প্রাণ কেন্দ্র।’ ‘এটা এক কিলোমিটার ২০০ মিটার দূরে।’ সুত্র: বিডি প্রতিদিন

থাইল্যান্ডে ভয়াবহ বায়ুদূষণ
দুই লাখ মানুষ হাসপাতালে
১৩ লাখেরও বেশি মানুষ অসুস্থ * শিশুদের জন্য ঘরে-স্কুলে এয়ার পিউরিফায়ার

তীব্র বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে থাইল্যান্ডে। শুধু গত সপ্তাহেই বায়ুদূষণজনিত শ্বাসকষ্টে প্রায় দুই লাখ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, সবচেয়ে বেশি বায়ুদূষণ হচ্ছে ব্যাংককে। খবর ব্যাংকক পোস্টের। শনিবার থাইল্যান্ডের জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বায়ুদূষণের ফলে বছরের শুরুতে দেশের ১৩ লাখেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় ২ লাখ মানুষ শুধু গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংককে অন্তত এক কোটি ১০ লাখ মানুষ বাস করেন। বিশ্বের অন্যতম পর্যটন শহর। কিন্তু গত কিছুদিন ধরে যানবাহনের ধোঁয়া, শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং খড়সহ কৃষিভিত্তিক নানা জিনিস পোড়ানোর জেরে সৃষ্ট ধোঁয়ার অপ্রীতিকর হলুদ-ধূসর বায়ুতে শহরটি আচ্ছন্ন রয়েছে। এছাড়া উত্তরের শহর চিয়াং মাইতেও বায়ুদূষণের মাত্রা অনেক বেশি। এটি একটি কৃষি অঞ্চল এবং এখানে কৃষকরা এই সময়ে ফসলের খড় পোড়ান। আইকিউএয়ার পর্যবেক্ষণ সংস্থার র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্যাংকক। থাই জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের চিকিৎসক ক্রিয়াংক্রাই নামথাইসোং গত বুধবার (৮ মার্চ) শিশু ও গর্ভবতী নারীদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র: যুগান্তর

 

চীন আর ভারতের সীমান্ত স্থাপনা যেভাবে হিমালয়ে বিপদ তৈরি করছে

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়-ঘেঁষা শহর জোশীমঠের ভূমি এবং আশেপাশের এলাকায় ফাটল দেখা দেয়ার পর বেশ কয়েকদিন ধরেই সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠেছে। শহরটি ডুবে যাচ্ছে কিনা, তা নিয়ে বিতর্ক থাকলেও বিজ্ঞানীরা বলছেন, হিমালয় ঘিরে আরও বড় একটি ভয়ের বিষয় আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে।তারা বলছেন, হিমালয় অঞ্চল ঘিরে যে হারে ভারত এবং চীন নানা ধরনের অবকাঠামো তৈরি করতে শুরু করেছে, তাতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে।সেই সঙ্গে বৈশ্বিক জলবায়ুর উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে হিমালয় অঞ্চলের নাজুক ইকো সিস্টেম হুমকির মুখে পড়েছে, বড় বড় হিমবাহগুলো আর স্থায়ী বরফে ঢাকা এলাকাগুলোতে বরফ গলতে শুরু করেছে। সূত্র; বিবিসি বাংলা।

মাদাগাস্কার উপকূলে নৌকা ডুবে ২২ মৃত্যু
নৌকাটি ৪৭ জন আরোহী নিয়ে নিকটবর্তী ফরাসি দ্বীপ মাইয়োটে যাওয়ার চেষ্টা করছিল।

মাদাগাস্কার উপকূলে নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার এক বিবৃতিতে মাদাগাস্কারের সমুদ্র ও নদী বন্দর সংস্থা জানায়, নৌকাটিতে ৪৭ জন আরোহী ছিল, শনিবার তারা ফরাসি দ্বীপ মাইয়োটে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পথে নৌকাটি মাদাগাস্কারের আনকাজোমবোরোনার উপকূলীয় সাগরে ডুবে যায়।সংস্থাটি জানিয়েছে, নৌকাটি দুর্ঘটনায় পড়েছিল, তারপর ২৩ জনকে রক্ষা করা সম্ভব হলেও ২২ জনের মৃতদেহ পাওয়া যায়; আরও দুইজন নিখোঁজ রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে তারা সবাই পালিয়ে গেছেন, অবৈধভাবে মাইয়োটে যাওয়ার চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে শঙ্কিত ছিলেন তারা। সূত্র: বিডি নিউজ