গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প, বিক্ষোভ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

ছবি- সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ গ্রেপ্তার হতে পারেন। এজন্যে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের আদালত এলাকাসহ নিউইয়র্ক জুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে ট্রাম্পকে গ্রেপ্তার পরবর্তী ‘বিক্ষোভ’ মোকাবিলায় সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে নিউ ইয়র্ক প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ ও ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্নো তারকাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পে। এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় আজ (২১ মার্চ) মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। সেই সাথে তাকে গ্রেপ্তারও করা হতে পারে।

রয়টার্স জানিয়েছে, এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হতে পারে। এর আগে অবশ্য ১৮৭২ সালে ইউলিসিস এস গ্রান্ট গ্রেপ্তার হয়েছিলেন। তবে তার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা ছিল না।

এর আগে গত শনিবার ট্রাম্প জানিয়েছিলন তাকে মঙ্গলবার (২১ মার্চ) গ্রেপ্তার করা হতে পারে। সে সময় তিনি তার সম্ভাব্য গ্রেপ্তারকে মাথায় রেখে সমর্থকদের এর প্রতিবাদ করার আহ্বান জানান। সে সময় ট্রাম্প সতর্ক করে বলেন, তাকে গ্রেপ্তার করা হলে ২০২১ সালের ক্যাপিটল হিলে যে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটতে পারে।

গত সোমবার ম্যানহাটান আদালতের বিচারকরা ট্রাম্পের মামলার বিষয়ে আরও শুনানি করেন। শুনানি শেষে এই সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে। সেদিন আদালতে মামলার সাক্ষী রবার্ট কস্টেলো জানান, ট্রাম্পের হয়ে মধ্যস্থতাকারী মাইকেল কোহেন এ হাশ মানির বিষয়টি মিটিয়েছিলেন।

Nagad

নিউইয়র্ক টাইমস তাদের খবরে বলেছে, এক ডজনেরও বেশি সিনিয়র কর্মকর্তারা রোববার (১৯ মার্চ) নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র নিরাপত্তা সহযোগীদের সাথে আলাপ করেছেন। ট্রাম্পকে গ্রেপ্তার করা হলে সম্ভাব্য ‘বিক্ষোভের’ জন্য নিরাপত্তা ও আনুষঙ্গিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তারা। গ্রেপ্তার পরবর্তী ‘বিক্ষোভ’ মোকাবিলায় সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস গণমাধ্যমকে বলেন, পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করছে এবং শহরে যেকোনও ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে চারদিকে নজর রাখছে।

সারাদিন/২১ মার্চ/এমবি