রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিলো গুজরাটের আদালত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এক মামলায় দেশটির বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাটের সুরাটের একটি আদালত এই রায় ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। কারাদণ্ডের নির্দেশের পর পরই তাকে ৩০ দিনের জামিন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আদালতে রায় নিয়ে আপিল করতে পারবেন তিনি।

এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য গতকালই গুজরাটের সুরাটে পৌঁছেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান।

গুজরাতের সুরত জেলা আদালতের রায় ঘোষণার পরে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মহাত্মা গান্ধীর একটি মন্তব্য উদ্ধৃত করে পোস্ট করেছেন।

রাহুল গান্ধী লিখেছেন, “আমার ধর্ম সত্য এবং অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম- মহাত্মা গান্ধী।”

Nagad

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ। রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়?

অভিযোগে বলা হয়, রাহুল গান্ধী নরেন্দ্র মোদির সাথে নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে মোদি পদবির সবার অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে তখন মামলা হয়।

রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটেরর সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।

সারাদিন/২৩ মার্চ/এমবি