আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

কাজ না করেই ২ কোটি টাকা আয় সাবেক মেটা কর্মীর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সাবেক এক কর্মী বলেছেন, তিনি মেটায় ১ বছর কোনো কাজ না করেই ১ লাখ ৯০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা) উপার্জন করেছিলেন। ২০২১ সালে মাডেলিন মাচাডো মেটায় নিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। ওই কোম্পানিতে প্রথম ছয় মাস তাঁর কেমন কেটেছে, তা একটি টিকটক ভিডিওতে বর্ণনা করেছেন তিনি। ওই ভিডিওতে মাচাডো বলেছেন, কীভাবে তাঁর নিয়োগ প্রতিষ্ঠান নতুন কর্মীকে নিয়োগ দিচ্ছিল না। ‘মেটায় কিছু না করেই ১ লাখ ৯০ হাজার ডলার পাওয়া’ এমন শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।ভিডিওতে মাচাডো বলেছেন, ‘প্রথম ছয় মাস এমনকি প্রথম বছর পর্যন্ত আমাদের কাছ থেকে কাউকে নিয়োগ দেওয়ার প্রত্যাশা করা হয়নি। সত্যিকার অর্থে বিষয়টি জেনে আমার মাথা ঘুরে গিয়েছিল। যথাযথভাবে বলতে গেলে আমি ভেবেছিলাম এক বছর এভাবেই কাটিয়ে দিতে পারব। তবে আমি তা করিনি।’ সূত্র: প্রথম আলো

পুতিনের ঘোষণা
বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন হবে

প্রতিবেশী দেশ বেলারুশের মাটিতে ‘কৌশলগত পরমাণু অস্ত্র’ (টিএনডাব্লিউ) মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নব্বইয়ের দশকে স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তির পর এই প্রথম রাশিয়া নিজ দেশের বাইরে পরমাণু অস্ত্র মোতায়েন করছে। বেলারুশ ইউক্রেন ও রাশিয়া উভয়ের প্রতিবেশী এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার পর মস্কো এবারই প্রথম দেশের বাইরে পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। বেলারুশ সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। দেশটি রাশিয়া ও এর প্রভাব বলয়ে থেকে যাওয়া কয়েকটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র নিয়ে গঠিত জোট সিআইএসের সদস্য। বেলারুশের অবস্থান পশ্চিমা প্রাধান্যপুষ্ট জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রবেশমুখে। এর প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেংকো ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। রুশ কর্তৃপক্ষ জানায়, টিএনডাব্লিউ মোতায়েনের কাজে যুক্তদের প্রশিক্ষণ শুরু হবে আগামী ৩ এপ্রিল। আর বেলারুশে অস্ত্রের বিশেষ মজুদক্ষেত্র তৈরির কাজ শেষ হবে আগামী ১ জুলাই। সূত্র: কালের কণ্ঠ

মোদিকে কাপুরুষ ও অহংকারী বললেন প্রিয়াঙ্কা গান্ধী

রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ হতেই ফুঁসে উঠলেন বোন প্রিয়াঙ্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ, স্বৈরাচারী ও অহংকারী’ বলে উল্লেখ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। ক্ষমতা থাকলে বিজেপি সরকার তাকে জেলে নিয়ে যাক বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রিয়াঙ্কা। মোদি পদবি নিয়ে মানহানি মামলায় দুই বছরের কারাদন্ড দেন আদালত। এরপরই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। প্রতিবাদে গতকাল দিল্লিতে রাজঘাটে ‘সংকল্প সত্যাগ্রহ’ ডাক দিয়েছে কংগ্রেস। গতকাল কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি কাপুরুষ। এ দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ। আমার বিরুদ্ধে মামলা করুন। জেলে পাঠান। কিন্তু সত্য এই যে, এ দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ। ক্ষমতার আড়ালে তিনি লুকিয়ে রয়েছেন। তিনি অহংকারী।’ প্রিয়াঙ্কা একই সঙ্গে জানিয়ে দেন, ‘এ দেশের বহু পুরনো পরম্পরা, হিন্দু ধর্মের ঐতিহ্যপূর্ণ পরম্পরা এটাই যে দেশের মানুষ অহংকারী রাজাকে চিনে নেয়। দেশবাসী অহংকারী রাজাকে শাস্তি দেয়।’ তিনি বলেন, ‘আমার পরিবার এই শিক্ষা দিয়েছে যে, এ দেশ মনের কথা বলে, মন দিয়ে দশের কথা শোনে। এ দেশ সত্যকে চিনে নেয়। আমার বিশ্বাস, আজ সেই দিন এসেছে। সবকিছু বদলে যাবে।’ সূত্র: বিডি প্রতিদিন।

পশ্চিমা ব্র্যান্ডের অনুপস্থিতিতে রাশিয়ায় চীনা গাড়ির আধিপত্য

Nagad

পশ্চিমা গাড়ি নির্মাতাদের বিদায়ে রুশ ভোক্তার সামনে সুযোগ সীমিত হয়ে আসছে। তবে এ পরিস্থিতিতে সবচেয়ে সুবিধাভোগী হিসেবে দেখা যাচ্ছে চীনা নির্মাতাদের। বাজারে শূন্যতাকে কাজে লাগিয়ে রাশিয়ায় শক্তিশালী অবস্থান করে নিচ্ছে চীনা গাড়ি ব্র্যান্ডগুলো। খবর রয়টার্স। গাড়ি শিল্প বিশ্লেষক প্রতিষ্ঠান অটোস্ট্যাটের উপাত্তে দেখা গেছে, জানুয়ারি-ফেব্রুয়ারিতে রাশিয়ায় নতুন গাড়ি বিক্রির প্রায় ৪০ শতাংশ হাভাল, চেরি ও গিলির। ২০২২ সালের একই সময়ে যেখানে এ হিস্যা ছিল ১০ শতাংশেরও কম। রেনোঁ, নিশান ও মার্সিডিজের মতো পশ্চিমা ব্র্যান্ডগুলোর কার্যক্রম বন্ধ বা গুটিয়ে নেয়া চীনা নির্মাতাদের জন্য শাপেবর হিসেবে দেখা দিয়েছে। তবে এক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে আসছেন রুশ গাড়ি ক্রেতা ও ডিলাররা। অনেকেই মনে করছেন, চীনা গাড়ির মান পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক পিছিয়ে। বাজার হিস্যা বাড়ানোর সঙ্গে গাড়ির মান বৃদ্ধিতে মনোযোগ দেয়া উচিত বলে মনে করেন শিল্প বিশেষজ্ঞরা। সূত্র: বণিক বার্তা।

‘লঘুপাপে’ পদ বাতিল অবৈধ
রাহুলের আবেদনের আগেই জনস্বার্থ সুপ্রিমকোর্টে মামলা

সংসদ-সদস্য পদ বাতিল নিয়ে নিজে এখনো কোনো পদক্ষেপ নেননি ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উচ্চতর আদালতে ওই রায়ের বিরুদ্ধে আপিলও করেননি। তার আগেই ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদের সংশোধন চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন কেরালার সমাজকর্মী আভা মুরলি ধরন। অপরাধ ঘৃণ্য বা গুরুতর না হলে অর্থাৎ‘ লঘু পাপে’ জনপ্রতিনিধিদের পদ বাতিল অবৈধ চেয়ে এ মামলা করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা।শনিবার ওই আইনের সংস্কার চেয়ে করা জনস্বার্থ মামলায় বলেন, ‘জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদে সংশোধন প্রয়োজন। জনগণ দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধির সংসদ সদস্য বা বিধায়ক পদ এভাবে খারিজ করে দেওয়া স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক।’ আদালতে এই আইনকে সংবিধানবিরোধী হিসাবে চিহ্নিত করার আবেদন জানিয়েছেন তিনি। মামলাকারী এ-ও জানিয়েছেন, যেকোনো অপরাধেই জনপ্রতিনিধির পদ খারিজ করে দেওয়া আসলে ব্যক্তিস্বাধীনতার পরিপন্থি। মামলাকারীর মতে, এ ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিচার করে রায় দেওয়া প্রয়োজন। গুরুতর, ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে সংসদ সদস্য বা বিধায়ক পদ অবিলম্বে খারিজের আইন প্রযুক্ত হতেই পারে। কিন্তু তা না হলে, ক্ষমতার অপব্যবহারের নিদর্শন তৈরি হয়। জনপ্রতিনিধি সব সময়ই জনগণের প্রতিনিধিত্ব করেন, তাদের কথা তুলে ধরেন। এভাবে যেকোনো অপরাধে ২ বছরের সাজা দিয়ে সেই প্রতিনিধির কণ্ঠরোধ গণতন্ত্রের জন্য অস্বস্তি বয়ে আনতে পারে বলেও মনে করেছেন মামলাকারী। সূত্র; যুগান্তর

গুঞ্জন তুলে মাঠে তেজি ট্রাম্প

সাবেক হয়ে গেলেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখনো যে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ তা তিনি নিজেই যেন মনে করিয়ে দিলেন। নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে হুট করে এক আশঙ্কা প্রকাশ করে রীতিমতো রিপাবলিকান শিবিরে শোরগোল তুলেছেন তিনি। ‘মঙ্গলবার আমাকে গ্রেপ্তার করা হবে’ ট্রাম্পের দেওয়া এই উড়ো খবর এখনো বাস্তব হয়নি, অর্থাৎ গ্রেপ্তার হননি তিনি। কিন্তু রিপাবলিকান নেতা ও সমর্থকদের কাছে মৃয়মান হতে চলা ট্রাম্প যেন প্রত্যাবর্তন করলেন বেশ জোরেশোরে। তার সম্ভাব্য গ্রেপ্তারের বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সসহ বড় নেতারা। কট্টর সমর্থকদের মাঝে সাড়া ফেলে দিয়েছে ট্রাম্পের সম্ভাব্য গ্রেপ্তারের কথা। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে অভ্যন্তরীণ উত্তেজনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, এমনই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রচারণা শুরু করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার টেক্সাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ট্রাম্প। প্রচারণা শুরু হয় ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মাধ্যমে। টেক্সাসের ওয়াকোতে একটি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সমর্থকের সামনে তিনি পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন। বরং তার ব্যক্তি ও আর্থিক পরিসরে অশান্তি নিয়ে আসায় যুক্তরাষ্ট্রের তদন্ত সংগঠনগুলোর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। সূত্র; দেশ রুপান্তর

বিচারিক সংস্কার বন্ধের আহ্বানের পরপরই প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ

বিচারব্যবস্থা সংস্কারের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে কথা বলায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। এর পরই প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। খবর বিবিসির।ইয়োভ গ্যালান্টকে এক বৈঠকে ডেকে পাঠিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্টের ওপর তার আর আস্থা নেই।গালান্ট দেশটির কট্টর ডানপন্থী সরকারকে বিচারিক সংস্কার বন্ধ করতে আহ্বান জানানোর পরপরই তাকে বরখাস্ত করা হলো।বিচারব্যবস্থার ক্ষমতা সীমিত করার পরিকল্পনার বিরুদ্ধে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে ইসরায়েলে।বিক্ষুব্ধ ইসরায়েলিরা তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করে। বিয়ারশেবা, হাইফা, জেরুজালেমসহ অনেক জায়গায় বিক্ষোভ হয়। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের দিকেও যেতে দেখা গেছে অনেক বিক্ষোভকারীকে। একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, নেতানিয়াহু ‘একটি গণতান্ত্রিক দেশের সমস্ত সীমা অতিক্রম করে গেছেন’। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

রাহুল গান্ধীর দণ্ড
ভারতের গণতন্ত্র কোন পথে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালে জাতিসংঘে ভাষণে বলেছিলেন, ভারত ‘গণতন্ত্রের জননী’। তাঁর এ দাবির মধ্যে অসারতা থাকলেও এই সেদিনও বিশ্ববাসী গর্ব করতেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। উন্নয়নশীল দেশগুলোর জন্য ভারতের গণতন্ত্র ছিল আদর্শস্থানীয়। তবে এখন সারাবিশ্ব, এমনকি মোদির অনেক শুভাকাঙ্ক্ষীও বুক চাপড়ান, হিন্দু জাতীয়তাবাদী এই নেতার শাসনে ভারতের সেই গর্ব দ্রুত অপস্রিয়মাণ। সর্বশেষ, দেশটির সবচেয়ে ক্ষমতাধর বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে রাজনৈতিক বক্তৃতার জন্য আদালতে দণ্ড দেওয়া এবং তড়িঘড়ি করে তাঁকে সংসদ ও নির্বাচনে অযোগ্য করায় সমালোচকদের সেই কথাই শক্ত ভিত্তি পেয়েছে।২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকেই ভারতের গণতন্ত্রের স্বাস্থ্য দুর্বল হতে থাকে। হিন্দু সংখ্যাগরিষ্ঠদের তুষ্ট করার রাজনীতি দিয়ে মোদি অনন্য জনপ্রিয়তায় পৌঁছার সঙ্গে সঙ্গে দেশটির বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচনী প্রতিষ্ঠানকে মাথা নোয়াতে বাধ্য করেন। সূত্র: সমকাল

যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যে টর্নেডোয় নিহতের সংখ্যা এখন ২৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যে প্রলয়ংকরী টর্নেডোতে কমপক্ষে ২৬ জন নিহত এবং একটি শহর প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাবার পর রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুটি রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া অত্যন্ত শক্তিশালী ওই ঘুর্ণিঝড় বিস্তীর্ণ এলাকায় ধ্বংসলীলার চিহ্ন রেখে গেছে। বাড়িঘর ভেঙে পড়ার ফলে শত শত মানুষ গৃহহীন হয়েছে।রোলিং ফর্ক নামে ২,০০০ বাসিন্দার একটি শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন – টর্নেডোটি ছিল মাত্র মিনিট দশেক স্থায়ী এবং তা আঘাত হানে মাঝরাতে। তাই অধিকাংশ মানুষই আত্মরক্ষার কোন সুযোগই পাননি।শহরের একজন বাসিন্দা ফ্রান্সিসকো ম্যাকনাইট বিবিসিকে বলেন, তিনি যে বেঁচে আছেন এটাই তার কাছে এক অলৌকিক ব্যাপার বলে মনে হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা ।

ইসরায়েলি নেতাদের সমঝোতার তাগিদ যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার প্রতিক্রিয়ায় ব্যাপক প্রতিবাদ শুরু হওয়ার পর যত দ্রুত সম্ভব সমঝোতায় আসার জন্য দেশটির নেতাদের ‘জোরালো তাগিদ’ দিয়েছে যুক্তরাষ্ট্র।ইসরায়েলে ঘটতে থাকা ঘটনাগুলোতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে রোববার জানিয়েছেন হোয়াইট হাউসের একজন মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সরকারের অংশ হয়েও সরকারি পরিকল্পনার বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচার বিভাগের ব্যাপক সংস্কারের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্ত; এর জেরে নেতানিয়াহু রোববার গালান্তকে বরখাস্ত করেন। এর প্রতিবাদে পুরো ইসরায়েলজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। সূত্র: বিডি নিউজ