আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

মূল্যস্ফীতিতে মজুরি বৃদ্ধির দাবি
বিক্ষোভ–ধর্মঘটে স্থবির জার্মানি
ইউরোপের বড় অর্থনীতির দেশগুলোর শিল্পক্ষেত্রে অস্থিরতার সর্বশেষ নজির এটি।

শ্রমিক ইউনিয়নগুলো বলছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মজুরি বাড়ানোর দাবি করছেন কর্মীরা। জার্মানিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মুখে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত সোমবারের এই বিক্ষোভ ও ঘর্মঘটে দেশটির বিমান, রেল ও বাস সেবা বন্ধ হয়ে যায়। শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা এ শ্রমিক ধর্মঘটে স্থবির হয়ে পড়ে জার্মানি। কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা এটি। সোমবার কর্মসপ্তাহ শুরুর দিনটির সকালে জার্মানিজুড়ে বিমানবন্দর বন্ধ ছিল। বাস ও ট্রেনস্টেশনগুলোয় কর্মী ছিল না। এতে অনেক যাত্রী ও ভ্রমণকারী সমস্যায় পড়েন।ভেরদি ট্রেড ইউনিয়ন এবং রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজির ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ভেরদির প্রধান ফ্রাঙ্ক ওয়ারনেক বলেন, যে শ্রমসংগ্রামের কোনো প্রভাব পড়ে না, সেটি দন্তহীন। তিনি স্বীকার করেন, তাঁদের ঘর্মঘটে অনেক যাত্রী সমস্যায় পড়বেন। তবে তিনি এক দিনের কষ্ট করার আহ্বান জানান। সূত্র: প্রথম আলো

নেতানিয়াহুর সংস্কার উদ্যোগ স্থগিত
ইসরায়েলজুড়ে তীব্র বিক্ষোভের মুখে বিচার বিভাগীয় সংস্কার বিলে আইন প্রণেতাদের ভোটাভুটি পার্লামেন্টের পরবর্তী অধিবেশন পর্যন্ত স্থগিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার এক সংক্ষিপ্ত ভাষণে তিনি এই আইন প্রণয়ন সাময়িক স্থগিত রাখার ঘোষণা দেন। এ সপ্তাহেই সংস্কার প্রস্তাবের মূল অংশ নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা। গত বছর সংস্কারসংক্রান্ত বিল উত্থাপনের পরই ইসরায়েলজুড়ে বিক্ষোভ শুরু হয়। সম্প্রতি সংস্কারের পরোক্ষ বিরোধিতা করায় প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের পর বিক্ষোভ চরম আকার রূপ নেয়। পার্লামেন্ট ভবনের বাইরে, এমনকি মন্ত্রীদের বাড়ির সামনে জাতীয় পতাকা হাতে সমবেত হয় বিক্ষোভকারীরা। গতকাল থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেন ব্যবসায়ী, স্বাস্থ্যকর্মী ও শ্রমজীবীরা। প্রেসিডেন্ট আইজাক হারজগও আইন প্রণয়ন স্থগিতের আহবান জানান। সূত্র: কালের কণ্ঠ

চীনে আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে দেখা গেছে

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে গত তিনদিন জনসমক্ষে না দেখতে পাওয়ার পর চীনের হাংঝুর এক স্কুলে দেখা গিয়েছে বলে এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে। ২০২০ সালে চীনের অর্থনৈতিক নীতিনির্ধারকদের সমালোচনা করার পর থেকেই এই ৫৮ বছর বয়সী গা ঢাকা দিয়ে চলছেন। প্রযুক্তি সম্পর্কিত উদ্যোক্তাদের ওপর চীনা কর্তৃপক্ষের ক্র্যাকডাউনের সময় তালিকার একেবারে ওপরেই ছিলেন এই চীনা বিলিয়নেয়ার। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী এক বছরেরও বেশি সময় বিদেশে থাকার পর তিনি দেশে ফিরেছেন। আলীবাবা গ্রুপের অধীনে থাকা এই গণমাধ্যম জানিয়েছে, দেশের ফেরার আগে তিনি হংকংয়ে কিছুটা সময় কাটিয়েছেন, যেখানে তিনি তার বন্ধুদের সাথে দেখা করেছেন এবং আর্ট বাসেল নামের এক আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী অনুষ্ঠান দেখেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় জ্যাক মা কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ সফরে বেরিয়েছেন, তবে তিনি কেন হঠাৎ করে গত কয়েক বছর ধরে জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছেন তা উল্লেখ করা হয়নি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ব্যাংক খাতে অস্থিরতা ঝুঁকিতে বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা: আইএমএফ

Nagad

বিশ্বে ব্যাংক খাতে অস্থিরতা চলছে। ফলে বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়বে। আর্থিক ভারসাম্য নষ্ট হবে। এমন আশঙ্কা ব্যক্ত করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। খবর দ্য গার্ডিয়ান। সুদহার বেড়ে যাওয়ার কারণে ঋণের ওপর চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বুলগেরিয়ান অর্থনীতিবিদ জর্জিয়েভা। এমন পরিস্থিতি শীর্ষ অর্থনীতির দেশগুলোকেও উদ্বিগ্ন করে তুলেছে। ঋণপ্রদানকারী সংস্থাগুলোর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই বলে জানিয়েছেন তিনি।
জর্জিয়েভা জানান, এ বছর বিশ্ব অর্থনীতি মাত্র ৩ শতাংশ সম্প্রসারণ হতে পারে। বাড়তি সুদের হার এর অন্যতম কারণ। তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কভিড মহামারীর ভয়। সব মিলিয়ে অর্থনীতির যেন শ্বাসরোধ হওয়ার জোগাড়। সূত্র: বণিক বার্তা ।

গুজরাটে বিলকিস বানুর ধর্ষক বিজেপির মঞ্চে

ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালে দাঙ্গার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানু। তার এক ধর্ষককে ক্ষমতাসীন বিজেপির একজন সংসদ সদস্য ও বিধায়কের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। গত শনিবার রাজ্যের দাহোদ জেলার কারমাদি গ্রামে সরকারি একটি অনুষ্ঠানে তারা অংশ নেন। ওই ধর্ষকের নাম শৈলেশ চিমানলাল ভাট। ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিওতে দেখা গেছে, দাহোদের সংসদ সদস্য যশোবন্ত সিং ভাভোর ও তার ভাই লিমখেদার বিধায়ক শৈলেশ ভাভোরের সঙ্গে একই মঞ্চে রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তিনজনকে একসঙ্গে ছবির জন্য পোজ দিতে ও পূজায় অংশ নিতে দেখা যায়। এদিকে ওই ধর্ষণ মামালায় সাজাপ্রাপ্ত ১১ আসামিকে গুজরাট সরকারের আগাম মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্ট মামলা করেছিলেন বিলকিস বানু। সূত্র: বিডি প্রতিদিন।

সৌদি আরবে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত
সৌদি আরবে একটি বাস ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে ২০ জন ওমরাহ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছে। নিহতরা ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে সোমবার এ দুর্ঘটনা ঘটে। সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে। মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হতাহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধাকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে। সূত্র: সমকাল

অসন্তোষে অস্থির ইউরোপ

করোনা মহামারীর রেশ কাটতে না কাটতেই ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের ঢেউ নানাভাবে আছড়ে পড়ছে বিশ্বে। স্বাভাবিকভাবেই যুদ্ধের সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে ইউরোপে। অভ্যন্তরীণ অর্থনীতি যেখানে নড়বড়ে সেখানে যুক্তরাষ্ট্রের কথায় রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা দিয়ে বসে ইউরোপ। সেখানেই না থেমে বরং ইউক্রেনকে সামরিক রসদও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স-জার্মানি। মজার ব্যাপার হলো, এ দুটি দেশ এখন ঘর সামলাতেই হিমশিম খাচ্ছে। টালমাটাল অর্থনীতি সামাল দিতে গিয়ে দুই দেশের ক্ষমতাসীনরাই এখন প্রবল জনরোষের মুখে। বিক্ষোভ-ধর্মঘটে সেই রোষের জানান দিচ্ছে জার্মান ও ফরাসি জনতা। জার্মানিতে ট্রাম-বাস, ট্রেন এমনকি আকাশপথের বিমানও চলছে না। সোমবার শ্রমিক সংগঠনের ডাকে বিশাল ধর্মঘটে গোটা দেশ প্রায় স্তব্ধ হয়ে গেছে। মূল্যস্ফীতির মুখে বেতন ও মজুরি বাড়াতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এ ধর্মঘট পালন করা হচ্ছে। খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের কারণে জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ায় কয়েক মাস ধরে ইউরোপের বড় অর্থনীতিগুলোর শিল্পক্ষেত্রে দেখা দেওয়া অস্থিরতার সর্বশেষ নজির এটি। সূত্র: দেশ রুপান্তর

‘হয় ইমরান থাকবেন নয়তো আমরা’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বর্তমান ক্ষমতাসীন দলের (পিএমএল-এন) শত্রু হিসেবে উল্লেখ করে বলেছেন, ইমরান খান দেশের রাজনীতিকে এমন একপর্যায়ে নিয়ে গেছেন, যেখানে হয় তিনি টিকে থাকবেন, না হয় আমরা থাকব। খবর আল-জাজিরার। স্থানীয় সংবাদমাধ্যম সোমবার এ খবর প্রকাশ করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ঘনিষ্ঠ পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা রানা সানাউল্লাহ গত রোববার ওই বক্তব্যে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কঠোর সমালোচনা করেছেন।পাঞ্জাবের ওয়াজিরাবাদে গত নভেম্বরে এক সমাবেশ চলাকালে হামলার শিকার হন ইমরান। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে দায়ী করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দায়ী করেছেন।সানাউল্লাহ রোববার বলেছেন, ইমরান খান দেশের রাজনীতিকে এমন একপর্যায়ে নিয়ে গেছেন যেখানে পিটিআই বা পিএমএলএন- দুটির মধ্যে শুধু একটিই টিকে থাকতে পারে। সূত্র: দৈনিক বাংলা।

প্রাচীন ভারতে শূন্যতার ধারণা থেকে যেভাবে আবিস্কৃত হলো ‘শূন্য’ সংখ্যাটি

গল্পটা এরকম: প্রায় ২,৩০০ বছর আগে সম্রাট অ্যালেকজান্ডার পারস্য জয় করার পর একদিন এসে পৌঁছুলেন সিন্ধু নদের তীরে। দেখলেন, জিমনোসোফিস্ট বলে ডাকা হয় এমন একজন নগ্ন সাধু একটি পাথরের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। “তুমি এখানে বসে কী করছো?” জিজ্ঞেস করলেন অ্যালেকজান্ডার। “শূন্যতাকে অনুভব করছি। কিন্তু তুমি কী করছো?” পাল্টা প্রশ্ন ছুঁড়লেন জিমনোসফিস্ট।”আমি বিশ্ব জয় করছি,” জবাব দিলেন অ্যালেকজান্ডার।এরপর তারা দু’জনেই হেসে ফেললেন। দু’জনেই ভাবছিলেন, অন্য লোকটি কত বোকা, এবং কীভাবে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে।পশ্চিমা এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য এই গল্পটি বলেছেন খ্যাতিমান পৌরাণিক কাহিনীকার দেবদত্ত পট্টনায়ক। সূত্র: বিবিসি বাংলা ।

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি: ৩ শিশু ও নারী হামলাকারীসহ নিহত ৭

যুক্তরাষ্ট্রে আবারও একটি স্কুলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে তিন শিশু শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছে। সোমবার সকালে স্কুলে ঢুকে হামলার এ ঘটনা ঘটেছে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি বেসরকারি স্কুলে।এ ঘটনায় পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়; যাকে আগে কিশোরী বলা হলেও তার বয়স ২৮ বছর বলে স্থানীয় পুলিশের টুইটের বরাতে সিএনএন জানিয়েছে।বন্দুকধারী ওই নারী ন্যাশভিলের হলেও তার নাম জানায়নি পুলিশ। একইসঙ্গে গুলির ঘটনার সম্ভাব্য কারণ এবং স্কুলের সঙ্গে ওই নারীর সম্পর্ক বা যোগসূত্রের বিষয়টি কিছু বলেনি।গত ১৮ ফেব্রুয়ারি মিসিসিপি শহরে এক বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। সূত্র: বিডি নিউজ