৪৫ দিন পর দেশে করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছিলো। এরপর ৪৫ দিনে দেশে করোনায় আর কোনও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জনে। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৪৬ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়। ১ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৮২১ জন।

Nagad

সারাদিন/২৮ মার্চ/এমবি