প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার দাবিতে শাহবাগ অবরোধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

ছবি- সংগৃহীত

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (০১ এপ্রিল) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে যানজট সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভ সমাবেশে তানভীর মাহতাব নামে একজন বলেন, প্রথম আলো বারবার এই ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে। এভাবে চলতে থাকলে সংবাদপত্রের ওপর মানুষের যে আস্থা সেটা হারিয়ে যাবে। আমরা প্রথম আলোর এই মিথ্যা সংবাদের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এটি ছাত্রলীগের আন্দোলন কি-না? জানতে চাইলে ঢাবির আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, আজকে আমাদের অবস্থান কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। আজ আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

আরেক শিক্ষার্থী বলেন, প্রথম আলো পাবলিক সেন্টিমেন্টকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে গুজব ছড়িয়ে দিচ্ছে। আমাদের দাবি প্রথম আলোর লাইসেন্স বাতিল এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।

Nagad

সারাদিন/০১ এপ্রিল/এমবি