প্রাথমিকের আন্তঃসিটি শিক্ষক বদলির আবেদন শুরু মঙ্গলবার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই ধাপে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশন বদলি হওয়া যাবে।
মঙ্গলবার (০৪ এপ্রিল) থেকে আগামী বৃহস্পতিবার (০৬ এপ্রিল) পর্যন্ত আগ্রহী শিক্ষকরা আবেদন করতে পারবেন।


সোমবার (০৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৪ এপ্রিল থেকে আগামী ১২ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকদের অন্যত্র থেকে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি কর্পোরেশন অনলাইন বদলি কার্যক্রম চলমান থাকবে।
বদলিতে আগ্রহী শিক্ষকদের কখন কী করতে হবে-
০৪ এপ্রিল থেকে ০৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন;
০৭ এপ্রিল থেকে ০৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন;
০৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন;
১০ এপ্রিল বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন;
১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল মহা-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
সারাদিন/০৩ এপ্রিল/এমবি