আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

৩১তম সদস্য হচ্ছে ফিনল্যান্ড
ন্যাটো-রাশিয়া সীমানা বেড়ে দ্বিগুণ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ‘ন্যাটোর’ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জোটভুক্ত হচ্ছে দীর্ঘদিন নিরপেক্ষ থাকা ফিনল্যান্ড। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটের সদর দপ্তরে জাতীয় পতাকা ওড়ার মধ্য দিয়ে নর্ডিক অঞ্চলের দেশটি ন্যাটোর ৩১তম সদস্য হচ্ছে।
রাশিয়ার পূর্বদিকে ফিনল্যান্ডের দীর্ঘ এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এতে দেশটির ন্যাটোতে যোগদানের মাধ্যমে প্রতিপক্ষ এ অঞ্চলের সঙ্গে রাশিয়ার সীমান্তের দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ ন্যাটোর সঙ্গে আরো অনেক বড় এলাকা মাথায় রেখে কাজ করতে হবে মস্কোকে।ইউরোপের পূর্ব দিক ছাড়াও ন্যাটো এর মাধ্যমে সুদূর উত্তরে সম্প্রসারিত হচ্ছে, যা রাশিয়াকে আরো ঘেরাও করে ফেলবে।রাশিয়া ন্যাটোর এ সাম্প্রতিকতম সম্প্রসারণ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। দেশটি গতকাল মঙ্গলবার পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে এ সম্প্রসারণকে ‘রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণ আমাদের নিরাপত্তা ও রাশিয়ার স্বার্থের ওপর আক্রমণ।’ সূত্র: কালের কণ্ঠ

ভারতে স্কুল সিলেবাস থেকে মুঘল যুগের ইতিহাস বাদ

ভারতে নরেন্দ্র মোদির যুগ শুরু হওয়ার পর থেকেই রেলস্টেশন থেকে শুরু করে দেশটির বিভিন্ন প্রান্তে জনপদ এবং সড়কের মুঘল- ঘেঁষা নাম বদলের রেওয়াজ শুরু হয়েছে। কিন্তু এবার আর বিক্ষিপ্ত কোনো সিদ্ধান্ত নয়, সরাসরি কেন্দ্রীয় স্কুল সিলেবাস থেকেই বাদ পড়ল মুঘল যুগের ইতিহাস। কেন্দ্র নিয়ন্ত্রিত বিদ্যালয়, আর্মি স্কুল, সেন্ট্রাল স্কুলসহ সিবিএসই অনুমোদিত স্কুলগুলোর দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে আর এই অধ্যায় থাকবে না। ইতিহাস বই থেকেই পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এই নতুন সিলেবাস। এই সিদ্ধান্তের আরও এক কাঠি সরেস উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের আগে রাজ্যের যোগী সরকার ঘোষণা দিয়েছে রাজ্যের স্কুলে এখন থেকে মুঘলদের ইতিহাস আর পড়ানো হবে না। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণির বইয়ের ভারতীয় ইতিহাস-২-এর কিছু বিষয় থেকে মুঘল দরবার এবং শাসক-সম্পর্কিত পাঠটি সরিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আকবরনামা, বাদশাহনামা, পান্ডুলিপির রচনা, মুঘল সম্রাট ও তাদের সাম্রাজ্য, আদর্শ রাষ্ট্র, উপাধি, রাজকীয় আমলাতন্ত্র, রাজপরিবার, তথ্য ও সাম্রাজ্য, মুঘল অভিজাততন্ত্র এবং আনুষ্ঠানিক ধর্ম শেখানো হতো। নতুন জাতীয় শিক্ষানীতিতে দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে ছেঁটে ফেলা হচ্ছে ‘কিংস অ্যান্ড ক্রনিকলস : দ্য মুঘল কোর্টস’ শীর্ষক অধ্যায় সূত্র: বিডি প্রতিদিন।

ফ্লোরিডায় ফিরে সমর্থকদের উদ্দেশে ট্রাম্পের ভাষণ, পরবর্তী শুনানি ডিসেম্বরে

সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনের শুনানি শেষে আবারও নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় ফিরে গেছেন। এ মামলায় আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানি হবে। মঙ্গলবার প্রথম দিনের শুনানির পর ম্যানহাটনের ফৌজদারি আদালত এ তারিখ নির্ধারণ করেন। কৌঁসুলিরা বলছেন, আগামী ৬৫ দিনের মধ্যে আদালতে তদন্তের বিস্তারিত উপস্থাপন করতে পারবেন বলে আশা করছেন তাঁরা। সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করেন। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তাঁর পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে। এ মামলায় গতকাল মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করেন ট্রাম্প। তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ পড়ে শোনান। ট্রাম্প অভিযোগগুলো অস্বীকার করেন। শুনানিতে বলা হয়, ট্রাম্পের আইনজীবী দল এ মামলাকে চ্যালেঞ্জ করে যেকোনো ধরনের আবেদন জানানোর আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় পাবে। সূত্র: প্রথম আলো

Nagad

৫০ বছর পর পুরোনো আবাসে

প্রশান্ত মহাসাগরে জেলেদের জালে আটকা পড়েছিল এক ছোট তিমি। সেটা ৫০ বছর আগের কথা। আর এর পরই পাল্টে গেল তার জীবন। জেলেদের কাছ থেকে তার স্থান হয় ফ্লোরিডার মিয়ামি সিকোয়ারিয়ামে। সেখানে প্রায় অর্ধশতাব্দী ধরে বিনোদনপ্রেমীদের বিনোদন দিয়ে যাচ্ছিল ললিতা নামের তিমিটি। যদিও পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরেই ললিতাকে তার নিজ বাসস্থানে ছেড়ে দেয়ার দাবি জানাচ্ছিলেন, কিন্তু পার্ক কর্তৃপক্ষ তাতে কান দেয়নি।
সম্প্রতি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যে ললিতা ফিরে যাবে নিজ বাসভূমে। ৫৬ বছর বয়সী ললিতা হলো সাউদার্ন কিলার হোয়েল প্রজাতির তিমি। ২০০৫ সাল থেকে এরা বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। পরিবেশ ঐতিহাসিক ও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন কলবি বলেন, ১৯৭০ সালের আগস্টে ধরা পড়ে ললিতা। এরপর মিয়ামি পার্ক তাকে কিনে নেয়। এরপর সেখানে হুগো নামে আরেক তিমির সঙ্গে রাখা হয় ললিতাকে। কিন্তু ৮০-এর দশকে মারা যায় হুগো। এরপর ৪০টি বছর ধরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে ললিতা। সূত্র: দৈনিক বাংলা।

ট্রাম্পের নামে মামলা
লাখ ডলারের বেশি গুনতে হবে ড্যানিয়েলসকে

মিথ্যা অভিযোগে মামলা করার দায়ে আইনজীবীর খরচ বাবদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১ লাখ ২২ হাজার ডলার দেবেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস- এমন আদেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি আপিল আদালত। মঙ্গলবার নিউইয়র্কে ট্রাম্পকে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর আদালত এই রায় দেন। এর আগে গত বছর মার্চে একই মামলায় আইনি ফি বাবদ প্রায় তিন লাখ ডলার দেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। খবর- বিবিসি।ওই মামলায় এই পর্নো তারকা অভিযোগ করেছিলেন যে, এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছে যাতে ট্রাম্পকে তিনি ‘ছেড়ে যান’। তবে পরবর্তীতে ড্যানিয়েলস বলেন, আইনজীবী মাইকেল অ্যাভেনাটি তার অনুমতি ছাড়াই ওই মামলা দায়ের করেছিলেন। অ্যাভেনাটি বর্তমানে তার ক্লায়েন্টদের সঙ্গে প্রতারণার দায়ে কারাগারে আছেন। সূত: সমকাল

ন্যাটোর সদরে এবার নতুন পতাকা
যোগ দিল ফিনল্যান্ড : জোটে এখন ৩১ রাষ্ট্র

কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা বজায় রাখার সিদ্ধান্ত থেকে সরে এবার ন্যাটোর সদরে দেখা মিলল ফিনল্যান্ডের পতাকার। ৩১তম সদস্য হিসাবে ন্যাটোতে যোগদান করেছে ফিনল্যান্ড। গত বছর রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। যোগদানের রাষ্ট্রীয় নথিপত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের হাতে তুলে দেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্তো। মঙ্গলবার ন্যাটোর সদর দফতর ব্রাসেলসে যোগদানের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ন্যাটো মহাসচিব জেনর স্টলেনবার্গ বলেন, ‘ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হবে তা কয়েক বছর আগেও কল্পনাতীত ছিল। এখন তারা আমাদের পূর্ণাঙ্গ সদস্য।’ ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দেন তিনি। ন্যাটোর সদর দফতরের সামনে ফিনল্যান্ডের নীল-সাদা পতাকা উত্তোলনের মাধ্যমে চূড়ান্ত আনুষ্ঠানিকতার আগে ন্যাটোর এই যোগদানকে ‘জয়-জয় পরিস্থিতি বলে অভিহিত করেন ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী এন্টি কাইকোনেন। তবে ফিনল্যান্ডের এই পদক্ষেপকে রাশিয়ার নিরাপত্তা ও জাতীয় স্বার্থের ওপর ‘আক্রমণ’ বলে অভিহিত করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘কৌশলগত দিক থেকে এটি আমাদের পালটা ব্যবস্থা নিতে বাধ্য করবে।’ ন্যাটোতে ফিনল্যান্ডের এই যোগদানের ফলে আরও শক্তিশালী হবে ন্যাটোর পূর্বাঞ্চল। সূত্র: যুগান্তর

এরদোয়ানের তোপে যুক্তরাষ্ট্র

প্রভাবশালী নেতা হিসেবে বিশ্বে ইতিমধ্যে স্বকীয় অবস্থান তৈরি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। চলমান যুদ্ধে পশ্চিম ও রাশিয়ার সঙ্গে ভারসাম্যের কূটনীতি, শস্যচুক্তির মূল কারিগরের ভূমিকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এরদোয়ান। তবে এরদোয়ানের হাত ধরে তুরস্কের উত্থানে পশ্চিমের রয়েছে অস্বস্তি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের। কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটে ন্যাটোতে থেকেও রাশিয়ার প্রতি শিথিলতা দেখিয়ে আসছে তুরস্ক। পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও এ পথে হাঁটেনি এরদোয়ানের তুরস্ক। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নেতৃত্বে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা বদলে যাচ্ছে এটা স্পষ্ট। বিশ্ব যখন একটি বহুমেরু ব্যবস্থার দিকে যাচ্ছে, তুরস্ক তখন নতুন অবস্থার সুযোগ নিতে একটি ‘স্বতন্ত্র’ বৈদেশিক নীতি অনুসরণ করছে। তবে, তুরস্ককে শীতল যুদ্ধ আমলের মতোই নির্ভরশীল অংশীদার হিসেবে চায় যুক্তরাষ্ট্র। যা এরদোয়ানের কারণে এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যার সর্বশেষ নজির ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোভুক্তিতে বাধা দিয়ে দেখিয়েছেন এরদোয়ান। সব মিলিয়ে এরদোয়ানের প্রতি চাপা ক্ষোভ রয়েছে যুক্তরাষ্ট্রের। সূত্র: দেশ রুপান্তর

ডোনাল্ড ট্রাম্পের মামলার শুনানিতে আদালতে যা হয়েছে

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ম্যানহাটনে আদালত কক্ষে একজন অভিযুক্ত হিসাবে প্রবেশ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চারপাশে ঘিরে ছিল সিক্রেট সার্ভিসের সদস্যরা। সেই সময় তার পরনে ছিল চিরপরিচিত নীল স্যুট আর লাল টাই।আদালত কক্ষের সামনের দিকে তার জন্য নির্ধারিত জায়গার দিকে যখন হেঁটে যাচ্ছিলেন, যেখানে তার আইনজীবীরা অপেক্ষা করছিলেন, তখন তার চেহারা ছিল বিষণ্ন আর পদক্ষেপ ছিল ভারী। এর আগে তিনি ম্যানহাটনের আদালতে হাজির হলে প্রক্রিয়ামাফিক আঙ্গুলের ছাপ ও ছবি নেয়া হয়। যার মাধ্যমে তাকে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়।সংবাদ মাধ্যমের সঙ্গে কখনোই কোন কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি অভিব্যক্তি বা শারীরিক ভাষার মাধ্যমেও কিছু প্রকাশ করেননি।তিনি হচ্ছেন প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোন ফৌজদারি অভিযোগ আনা হলো।বিচারক মার্চিন জানিয়েছেন, সামনের বছর জানুয়ারি মাস নাগাদ ডোনাল্ড ট্রাম্পের বিচার কার্যক্রম শুরু হতে পারে।এর অর্থ হচ্ছে, সামনের বছর যখন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়বেন ডোনাল্ড ট্রাম্প, তখন তাকে আবার আদালতেও হাজিরা দিতে হবে। সূত্র: বিবিসি বাংলা।

যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ, মুক্ত হয়ে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘একমাত্র অপরাধ আমি যেটি করেছি, সেটি হলো যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায়, তাদের কাছ থেকে দেশকে নির্ভয়ে রক্ষা করেছি।’ গতকাল মঙ্গলবার আদালতের আনুষ্ঠানিকতা শেষে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় চলে আসেন ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোয় নিজ সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। সেখানে কড়া ভাষায় বিচার সংশ্লিষ্ট সবার সমালোচনা করেন সাবেক এই প্রেসিডেন্ট।ট্রাম্প বলেন, ‘শুরু থেকে ডেমোক্র্যাটরা (জো বাইডেনের দল) আমার ক্যাম্পেইনের ওপর নজরদারি চালিয়েছে। তারা আমার ওপর তদন্তের হামলা চালিয়েছে।’ বক্তব্যের এক পর্যায়ে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করে জো বাইডেন জয় পেয়েছেন বলে আবারও দাবি করেন সাবেক এই প্রেসিডেন্ট। সূত্র: দৈনিক আমাদের সময়

 

গণধর্ষণ : সেই বাংলাদেশিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ভারতীয় আদালতের

ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে ২০২১ সালের মে মাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক বাংলাদেশি তরুণী। টিকটক রিদয় নামের এক বাংলাদেশি বখাটে তার বন্ধুদের নিয়ে ভারতের মাটিতে এমন হীন কাজ করেছিলেন।প্রায় দুই বছর আগে ব্যাঙ্গালুরুতে নির্যাতনের শিকার ওই তরুণীকে এবার সর্বোচ্চ ৭ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ব্যাঙ্গালুরুর একটি দায়রা আদালত।ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বুধবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, কর্ণাটক রাজ্য; এমনকি পুরো ভারতের ইতিহাসে এবারই প্রথমবার স্বদেশীদের হাতে ধর্ষণের শিকার হওয়া তরুণীকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত বলেছেন, ভারতের নির্ভয় ফান্ড থেকে ৭ লাখ রুপি নির্যাতিতা তরুণীকে দিতে হবে।ওই তরুণী আন্তর্জাতিক পাচার চক্রের খপ্পড়ে পড়েছিলেন। যখন তাকে পাচার করা হয় তখনও প্রাপ্ত বয়স্ক হননি তিনি। চক্রটির হাতে তিনি যৌন নিগ্রহ ও ধর্ষনের শিকার হয়েছিলেন। ওই তরুণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ভারতীয় পুলিশই ব্যবস্থা গ্রহণ করে। এরপর ২০২২ সালের মে মাসে অপর এক নারীর সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।দায়রা আদালত মে ২০২২ আদেশে বলেছিলেন, ‘এ অপরাধের তীব্রতা এবং আদালতের পাওয়া তথ্য অনুযায়ী, নির্যাতিতা তরুণী জাতীয় আইন সহায়তা কর্তৃপক্ষের (নালসা) ক্ষতিপূরণ স্কিমের আওতায় ৭ লাখ রুপি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। আইন অনুযায়ী তাকে এ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। সূত্র: ঢাকা পোস্ট