আল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা, আটক ৫০০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

ছবি- টিআরটি ওয়ার্ল্ড

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় প্রায় ৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী পুলিশ।

বুধবার (০৫ এপ্রিল) ভোরে আকস্মিক এই হামলা চালায় তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ ও ‘টিআরটি ওয়ার্ল্ড’র প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানিয়েছে, নামাজরত মুসল্লিদের ওপর আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা মসজিদের ভেতর থেকে অনেক মুসল্লিকে গ্রেপ্তার করেছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপে অন্তত সাতজন আহত হয়েছেন। ইবাদতরত মুসল্লিদের মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

মসজিদের বাইরে একজন বয়স্ক মহিলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমি একটি চেয়ারে বসে (কোরআন) তিলাওয়াত করছিলাম। এসময় তারা গ্রেনেড নিক্ষেপ করেছে। তার মধ্যে একটি আমার বুকে আঘাত করেছে।”

ইসরায়েলের দাবি, মুখোশধারীরা মসজিদের ভেতর থেকে আতশবাজি, লাঠি এবং পাথর ছুড়েছিল। ইসরায়েলি বাহিনী বাধ্য হয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে।

সারাদিন/০৫ এপ্রিল/এমবি

Nagad