আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
গ্রিস ও মাল্টার মধ্যকার সমুদ্রে ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভাসছে নৌযান
প্রায় ৪০০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি নৌযান গ্রিস ও মাল্টার মধ্যকার সমুদ্রে ভাসছে। নৌযানটিতে পানি উঠছে। সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। অ্যালার্ম ফোন টুইটারে বলেছে, সমুদ্রে ভাসতে থাকা নৌযানটি থেকে তারা একটি কল পেয়েছে। তারা ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করেনি।অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌযানটি লিবিয়ার টোব্রুক উপকূল থেকে ছেড়ে যায় বলে জানায় অ্যালার্ম ফোন। সংস্থাটি বলেছে, নৌযানটি এখন মাল্টার অনুসন্ধান ও উদ্ধার এলাকায় (এসএআর) রয়েছে।জার্মানভিত্তিক সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনালের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, তারা নৌযানটিকে খুঁজে পেয়েছে। নৌযানটির কাছাকাছি এলাকায় পণ্যবাহী দুটি জাহাজ রয়েছে।সি-ওয়াচ ইন্টারন্যাশনাল আরও জানায়, মাল্টার কর্তৃপক্ষ এই পণ্যবাহী জাহাজ দুটিকে উদ্ধারকাজ না করার জন্য নির্দেশ দিয়েছে। তবে তারা নৌযানটিতে জ্বালানি সরবরাহ করতে একটি জাহাজকে নির্দেশনা দিয়েছে। নৌযানটির আরোহীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল।
এ বিষয়ে বক্তব্য জানতে মাল্টার কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় রয়টার্স। সূত্র: প্রথম আলো
মস্কোর নতুন পরিকল্পনা
সেনাসংখ্যা বাড়াচ্ছে রাশিয়া
রাশিয়া এ বসন্তে আবারও তার সামরিক বাহিনীর পরিসর বাড়াতে যাচ্ছে। গত ১ এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বছরের বাধ্যতামূলক সামরিক সার্ভিসের জন্য মোট এক লাখ ৪৭ হাজার ব্যক্তিকে তালিকাভুক্ত করার ডিক্রিতে স্বাক্ষর করেন। সংখ্যাটি আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।রুশ সামরিক বাহিনী নতুন সেনা নিয়োগের জন্য প্রচারণাও চালাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’ জানিয়েছে, রাশিয়া চুক্তিভিত্তিক চার লাখ সেনা নিয়োগের প্রস্তুতি শুরু করেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি উড়িয়ে দিয়েছে।ইউক্রেন যুদ্ধে বহু সেনা হতাহত হওয়ায় রাশিয়ার সেনাবাহিনীর সদস্যসংখ্যার ওপর চাপ বেড়েছে বলে বিশেষজ্ঞরা কিছুদিন ধরেই বলে আসছেন। রাশিয়ার সশস্ত্র বাহিনীর সেনা নিয়োগ ও মোতায়েন বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা ভ্লাদিমির সিমলাইয়ানস্কি এ বিষয়ে বলেন, ‘আমরা দ্বিতীয় দফায় সেনা তালিকাভুক্তির পরিকল্পনা করছি না। যারা এরই মধ্যে নথিভুক্ত হয়েছে এবং যারা বিশেষ অভিযানের (ইউক্রেনে পরিচালিত বিশেষ সামরিক অভিযান) জন্য স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছে, তারাই যথেষ্ট।’ সূত্র: কালের কণ্ঠ
আদানির বিদ্যুৎ রফতানির বাণিজ্যিক ঘোষণা
বাংলাদেশে বিদ্যুৎ রফতানির বাণিজ্যিক উৎপাদন শুরুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। দেশটির স্টক এক্সচেঞ্জে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন শুরু হয়েছে উল্লেখ করে তথ্য প্রকাশিত হয়েছে। আদানি পাওয়ারের এ ঘোষণার মধ্য দিয়ে ভারতে নির্মিত কোনো বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ আমদানি কার্যক্রম শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় চুক্তির আওতায় এতদিন ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছে দেশে।৭ এপ্রিল ভারতীয় স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ওই চিঠিতে আদানি পাওয়ার জানায়, ভারতের ঝাড়খন্ড রাজ্যের গড্ডায় ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এ বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটের মোট সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড (এপিজেএল) আদানি পাওয়ার লিমিটেডের (এপিএল) শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এপিএলের কোম্পানি সেক্রেটারি দীপক এস পান্ডের স্বাক্ষর করা ওই চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে এপিএলের ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়সংক্রান্ত চুক্তি রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নিট ক্যাপাসিটি ৭৪৮ মেগাওয়াট। বিদ্যুৎ ক্রয় চুক্তির (পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট) আওতায় ৬ এপ্রিল অর্থ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এ বিদ্যুৎ কেন্দ্রের আরো ৮০০ মেগাওয়াট সক্ষমতার দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে। সূত্র: বণিক বার্তা।
মহামারি ও ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বাড়ছে অবসায়নের ঘটনা
পর পর দুটি প্রধান বৈশ্বিক সংকট – প্রথমে কোভিড-১৯ মহামারি আর তারপরেই ইউক্রেন যুদ্ধের অভিঘাতে – বিশ্বের অন্যান্য দেশের মতোন বাংলাদেশের কোম্পানিগুলোও উল্লেখযোগ্য আর্থিক লোকসানের শিকার হয়েছে। ফলে গত তিন বছর ধরে – অবসায়নের আবেদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, যাদের অধিকাংশই হলো ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান।
যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-র তথ্যমতে, ২০২০ সালে বিশ্বব্যাপী মহামারির তাণ্ডব দেখা দেওয়ার পর থেকে প্রতি বছর দেশে কোম্পানি অবসায়নের সংখ্যা বাড়ছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসেই অবসায়নের সম্মুখীন ৩১৭টি প্রতিষ্ঠান। গত অর্থবছরে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩০১টি। এর আগের অর্থবছরগুলোয় তুলনামূলক কম সংখ্যক কোম্পানি অবসায়িত হয়েছে: ২০২০-২১ অর্থবছরে ১৭৩টি, ২০১৯-২০ অর্থবছরে ৯৩টি এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮৪টি।এই সময়ে অবসায়ন হওয়া কোম্পানির সবগুলোই ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান – তাদের সম্মিলিত বিনিয়োগ ছিল প্রায় ১৭,৩০০ কোটি টাকা। বেশকিছু বিদেশি মালিকানাধীন কোম্পানিও রয়েছে অবসায়নের তালিকায়। অবসায়ন হলো এমন অবস্থা যখন কোনো কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে সম্পত্তি বিক্রি করতে চায়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ফ্রান্সে বিস্ফোরণে ধসে পড়া ভবন থেকে দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে বিস্ফোরণে চারতলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় দুইজনের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন ধসের ঘটনায় এখনও ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।রোববার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের পর হঠাৎ করে বিকট শব্দ হয়ে চারতলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর পাশের একটি ভবন আংশিক ধসে পড়ে।কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ছিদ্র হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে বিস্ফোরণ ঘটে। সূত্র: সমকাল
তাইওয়ানে ৭০ বিমানের হুংকার
দ্বিতীয় দিনের মতো মহড়া চীনের
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের গত সপ্তাহের যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই দ্বিতীয় দিনের মতো স্বশাসিত এই দ্বীপ মহড়ায় চীনের ৭০ যুদ্ধবিমানের হুংকার। রোববার দ্বীপটির কাছে এসইউ-৩০, জে-১১ ফাইটার, ৯টি যুদ্ধজাহাজসহ এর চার পাশে কয়েক ডজন চীনা বিমান উড়ে যাওয়ার খবর তাইওয়ানের বরাত দিয়ে জানায় বিবিসি। চীনের এই ‘জয়েন্ট সোর্ড’ মহড়া শেষ হওয়ার কথা সোমবার। নৌ ও বিমানবাহিনীকে ব্যবহার করে তাইওয়ান ঘিরে ফেলার এই মহড়াকে বেইজিং তাইপের জন্য ‘কঠোর হুঁশিয়ারি’ বলে সতর্ক করেছে। শনিবার তাইপেতে দ্বীপটির প্রতিরক্ষা কর্মকর্তারা অভিযোগ করে বলেন, বেইজিং সাইয়ের সফরকে তাদের মহড়ার অজুহাত হিসাবে কাজে লাগানোর চেষ্টা করছে। এ ধরনের মহড়া তাইওয়ানের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ক্ষতিকারক বলে উল্লেখ করেন তিনি। রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় ৭১টি চীনা সামরিক বিমান ও ৯টি জাহাজ তাইওয়ান উপকূলের মধ্যবর্তী রেখা অতিক্রম করেছে। দেশটিতে সামরিক মহড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ায় ম্যাকার্থির সঙ্গে সাইয়ের বৈঠক নিয়ে ‘বাড়াবাড়ি প্রতিক্রিয়া’ না দেখিয়ে চীনের প্রতি ‘সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছে। তাইওয়ানের সমুদ্রবিষয়ক পরিষদের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, তাইওয়ানের একটি জাহাজ চীনা যুদ্ধজাহাজকে অনুসরণ করছে। তবে কোথায় এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ফুটেজে এক নাবিককে চীনা জাহাজের উদ্দেশে রেডিওর মাধ্যমে বলতে শোনা যায়, ‘তোমরা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুতর ক্ষতি করছ। দয়া করে এখনই দিক পরিবর্তন করে এখান থেকে চলে যাও। যদি এর পরও তোমরা অগ্রসর হও, তাহলে আমরা তোমাদের সরানোর ব্যবস্থা নেব।’ সূত্র: যুগান্তর ।
অবশেষে শেষ হচ্ছে ইয়েমেন যুদ্ধ!
যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য সানায় ওমানের প্রতিনিধি দল
২০১৫ সাল। তখন থেকে সৌদি আরবের নেতৃত্বে জোট বাহিনী ইয়েমেনে হামলা শুরু করে। যাকে বলা হচ্ছে ইয়েমেন যুদ্ধ। এ আট বছরে দেশটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মারা গেছে লাখ লাখ শিশু। অবশেষে সেই যুদ্ধের ইতি টানার প্রস্তুতি শুরু হলো। আবার সুস্থ হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে লাখো মানুষ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার জন্য ওমানের একটি প্রতিনিধি দল সানায় পৌঁছেছে।জানা গেছে, চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান চীনের মধ্যস্থতায় একটি চুক্তিতে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হওয়ার পর শান্তি প্রচেষ্টাও গতি পেয়েছে। এ যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করছে ইয়েমেনের প্রতিবেশী দেশ ওমান। ২০১৫ সালে হুতিরা ইয়েমেন দখল করে সানায় নতুন সরকার প্রতিষ্ঠা করে এবং হাদি এডেনে তার সমর্থকদের নিয়ে অবস্থান নেয় যেটিকে পরে সৌদি আরব সহায়তা করে। সৌদি আরবের নেতৃত্বে আরব লিগ একটি সম্ভাব্য আক্রমণের জন্য বোমা হামলা শুরু করে এবং এ অঞ্চলে বিভিন্ন সশস্ত্র বাহিনীকে জোরদার করে। ওই সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে ইয়েমেন এবং মাস্কাটের নেতাদের মধ্যে যে সংলাপ চলছে তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওমানের প্রতিনিধি দল শনিবার সানায় পৌঁছেছে। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে বার্তা সংস্থা সাবা জানিয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।
১৩ হুথিকে মুক্তি দিল সৌদি আরব
বন্দিবিনিময় চুক্তির আওতায় এক সৌদি নাগরিকের মুক্তির বিনিময়ে ১৩ হুথি বন্দিকে মুক্তি দিয়েছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ইয়েমেনে বহু বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানের কর্মকর্তারা ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছানোর পর গত শনিবারের এই মুক্তির বিষয়টি সামনে আসে। ১৩ জন হুথি বন্দি সানায় এসেছেন বলে ইয়েমেনের সংঘাতে বন্দিবিনিময় আলোচনার দায়িত্বে থাকা হুথি কর্মকর্তা আবদুল কাদের আল-মুর্তজা টুইটারে জানিয়েছেন। তিনি জানান, এর আগে হুথি বিদ্রোহীরা এক সৌদি বন্দিকে মুক্তি দিয়েছিল। তার বিনিময়েই ওই ১৩ জনকে মুক্ত করা হয়। তবে হুথি বিদ্রোহীরা কবে ওই সৌদি বন্দিকে মুক্ত করেছিল, সে ব্যাপারে কিছু জানাননি তিনি। সূত্র: দৈনিক বাংলা।
ভারতের মহারাষ্ট্রে ঝড়ে মন্দিরের কাছে গাছ পড়ে নিহত ৭
ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে বিশাল একটি গাছ উপড়ে পড়ে অন্তত সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাজ্যটির আকোলা জেলায় ঘটনাটি ঘটে, তখন সেখানে এক মন্দিরের সামনে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারি বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হলে ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেয়। এ সময় বাতাসের তোড়ে পাশে থাকা পুরনো একটি বিশাল নীম গাছ উপড়ে টিনের চালাটির ওপর আছড়ে পড়ে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ৩৫ থেকে ৪০ জন লোক চালাটির নিচে চাপা পড়ে এবং সাতজন প্রাণ হারান।কর্তৃপক্ষ এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধারকাজে নেমে পড়ে। এক্সক্যাভেটর এনে গাছের গুড়ি ও ধসে পড়া টিনের চালা সরিয়ে নিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত মাসে মহারাষ্ট্রের প্রতিবেশী মধ্যপ্রদেশ রাজ্যে অপর একটি মন্দির প্রাঙ্গণে কুয়ার ছাদ ধসে পড়ে ৩৫ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: বিডি নিউজ
তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলার মহড়া চালাচ্ছে চীন
তাইওয়ানের ভূখণ্ডে এবং তার আশেপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ঘিরে বেইজিং তিনদিন ধরে যে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছে আজ রবিবার তার দ্বিতীয় দিন। এই মহড়াকে চীন স্বশাসিত এই দ্বীপটির প্রতি কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে বেইজিং এই মহড়া চালাচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই মহড়ায় সামরিক বাহিনীর দূর-পাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র-বাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরো অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।চীনের সামরিক বাহিনী যখন তাইওয়ান দ্বীপটিকে ঘিরে ফেলার এই মহড়া পরিচালনা করছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিং-এর প্রতি সংযম প্রদর্শনের আহবান জানানো হয়েছে।কী হচ্ছে মহড়ায়-তাইওয়ান বলছে শনিবার অন্তত ৭১টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের চারপাশ দিয়ে উড়ে গেছে।তাইওয়ান আরো বলেছে যে চীনের ৪৫টি সামরিক বিমান হয় তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে- এই মধ্যরেখাটিকে তাইওয়ান ও চীনা ভূখণ্ডের সীমারেখা হিসেবে বিবেচনা করা হয়- অথবা এগুলো তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা জোনের দিকে উড়ে গেছে। এই মহড়ায় চীনের ন’টি যুদ্ধজাহাজও অংশ নিচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।