২ গোলে পিছিয়ে পড়েও ড্র করলো লিভারপুল

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সাথে ২ গোলে পিছিয়ে পড়েও ড্র করে সমতায় ফেরে লিভারপুল। রোববার (০৯ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে লিভারপুলের সাথে ২-২ গোলে ড্র করেছে টেবিল টপার আর্সেনাল।

ম্যাচের প্রথমার্ধে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করে আর্সেনাল। বিরতির আগে এক গোল করে ব্যবধান কমায় লিভারপুল। তবে শেষদিকে আসল খেলা দেখায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের শেষ মুহূর্তে দারুণ সব আক্রমণে সমতায় ফেরে অল রেডস শিবির। এতে এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়ে ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধান বাড়াতে পারেনি গানার্সরা।

এদিন ম্যাচের শুরুতে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। তবে বিরতির আগে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান মোহামেদ সালাহ। আর শেষদিকে বদলি হয়ে নেমে সমতা টানেন রবার্তো ফিরমিনো।

এই ড্রয়ের পরও লিগের শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩০ ম্যাচে ২৩ জয় এবং ৪ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে মিকেল আতের্তার শিষ্যরা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এই তালিকায় ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে লিভারপুল।

সারাদিন/১০ এপ্রিল/এমবি 

Nagad