তাইওয়ানকে ঘিরে ফেলার মহড়া চালাচ্ছে চীন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

ছবি- সংগৃহীত

তাইওয়ানের গুরুত্বপূর্ণ সব টার্গেটে হামলা এবং দ্বীপটিকে ঘিরে ফেলার মহড়া চালাচ্ছে চীন। সোমবার (১০ এপ্রিল) তাইওয়ান ঘিরে বেইজিংয়ের তিন দিনব্যাপী এই সামরিক মহড়ার শেষ দিন। খবর বিবিসি, আলজাজিরা’র।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই মহড়ায় চীনা সামরিক বাহিনীর দূরপাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমানবাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

তাইওয়ান বলেছে, গত শনিবার (০৮ এপ্রিল) অন্তত ৭১টি চীনা যুদ্ধবিমান দ্বীপটির চারপাশ দিয়ে উড়ে গেছে। অন্তত ৪৫টি সামরিক বিমান হয় তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে অথবা সেগুলো তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা জোনের দিকে উড়ে গেছে।

বেইজিং এই মহড়ার নাম দিয়েছে ‘জয়েন্ট সোর্ড’। এতে তাদের ১১টি যুদ্ধজাহাজও অংশ নিচ্ছে। মহড়ার প্রথম দিন চীনের একটি যুদ্ধজাহাজ পিংটন দ্বীপের কাছে অবস্থান নিয়ে সেখান থেকে ফায়ার করেছে।

সারাদিন/১০ এপ্রিল/এমবি 

Nagad