আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

২০৩০ সালের মধ্যেই ক্যানসার ও হৃদরোগের টিকা আনছে মডার্না

ক্যানসারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের টিকা আবিষ্কারের সুখবর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হতে পারে। শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম মডার্না বলছে, ক্যানসার, কার্ডিওভাসকুলার এবং অটোইমিউনের মতো রোগের টিকা ২০৩০ সালের মধ্যেই প্রস্তুত হবে।এ ধরনের টিকার ক্ষেত্রে ‘বড় ধরনের সম্ভাবনা’ দেখা যাচ্ছে উল্লেখ করে কিছু গবেষক জানান, করোনাভাইরাসের টিকা আবিষ্কারে মাত্র ১ থেকে দেড় বছরের মতো সময় লেগেছে। যার ফলে সার্বিকভাবে টিকাখাতের গত ১৫ বছরের অনেক প্রশ্নের জবাব পাওয়া গেছে। র্কিন ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা ড. পল বার্টন জানান, তার বিশ্বাস, আগামী ৫ বছরের মাঝে তার প্রতিষ্ঠানটি ‘সব ধরনের রোগের’ চিকিৎসার জন্য এ ধরনের সমাধান দিতে পারবে। মডার্না করোনাভাইরাসের টিকা আবিষ্কারে অগ্রগামী ভূমিকা পালন করে। পল জানান, মডার্না এখন বিভিন্ন ধরনের টিউমারের চিকিৎসায় টিকা তৈরি করছে।পল বলেন, ‘আমাদের হাতে এই টিকা চলে আসবে এবং এটি অত্যন্ত উপযোগী হবে। যার ফলে কোটি না হলেও, লাখো মানুষের জীবন বাঁচবে। আমার ধারণা, আমরা বিভিন্ন ধরমের টিউমারে আক্রান্ত সারা বিশ্বের মানুষের জন্য ক্যানসার টিকা তৈরি করতে পারব।’ সূত্র: সমকাল

চীনামাটির বাটি বিক্রি ২৬৩ কোটি টাকায়

চীনামাটির তৈরি একটি বাটির দাম কত হতে পারে? অনেকের কাছে এ ধরনের বাটির দাম খুব বেশি মনে না–ও হতে পারে। তবে চীনে সম্প্রতি চীনামাটির তৈরি বিলাসবহুল একটি সাড়ে চার ইঞ্চি ব্যাসের বাটি বিক্রি হয়েছে ২৬২ কোটি ৭৮ লাখ টাকায় (আড়াই কোটি মার্কিন ডলারে)। এ বাটির বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ে আঁকা চিত্রকর্ম। নিলামকারী প্রতিষ্ঠান সথবিস হংকংয়ে শিল্পকর্ম বিক্রির এক নিলামে চীনামাটির বাটিটি রেকর্ড দামে বিক্রি করেছে।সথবিস বলেছে, বাটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন। ১৮ শতকে বেইজিংয়ের রাজকীয় কারখানায় বিরল সিরামিক ব্যবহার করে এটি তৈরি করা হয়। বাটিটি তৈরির সম্ভাব্য সময়কাল ১৭২২ থেকে ১৭৩৫ খ্রিস্টাব্দ। ওই সময় ছিল সম্রাট ইয়ংজেং–এর শাসনামল। এটি ‘ফালাংকাই’ বা বিদেশি রং নামে পরিচিত একটি ঐতিহ্যের অংশ। বেইজিংয়ের বিখ্যাত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত প্রাচীন শহরটির কারিগরদের হাতে তৈরি হয়েছিল বাটিটি। গত শনিবার হংকংয়ের নিলামে বিক্রি হওয়া বাটিতে দুটি সোয়ালো পাখি, প্রস্ফুটিত অ্যাপ্রিকট ও উইলো গাছের চিত্রকর্ম ফুটে উঠেছে। বাটির এ নকশায় ইয়ংজেংয়ের মিং রাজবংশের পূর্বসূরি ওয়ানলি সম্রাটের কবিতার অংশ তুলে ধরা হয়েছে। সূত্র; প্রথম আলো

নথি ফাঁসে মিত্রদের হাঁসফাঁস

ইউক্রেনের প্রতিরক্ষা থেকে শুরু করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক বিষয়াবলি বিস্তারিত বিবরণসহ যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপনীয় সামরিক ও গোয়েন্দা নথি ফাঁস হয়ে গেছে অনলাইনে। ২০১৩ সালে উইকিলিকস ওয়েবসাইট সাত লাখেরও বেশি নথি, ভিডিও ও কূটনৈতিক বার্তা ফাঁস করার পর থেকে এটিকে অন্যতম বড় নিরাপত্তাভঙ্গের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। গত মাসে প্রথম ডিসকর্ড, ফোরচ্যান ও টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দিয়ে ফাঁস হতে শুরু করার পর রয়টার্স ‘গোপনীয়’ ও ‘অত্যন্ত গোপনীয়’ লেবেল আঁটা ৫০টিরও বেশি নথি পর্যালোচনা করেছে। তবে কিছু নথি কয়েক সপ্তাহ আগেই পোস্ট করা হয়েছিল আর সেগুলো নিয়ে নিউ ইয়র্ক টাইমস গত শুক্রবার প্রথম প্রতিবেদন করেছিল। ফাঁস হওয়া নথিগুলোতে কয়েক বছরের পুরনো থেকে শুরু করে মাত্র কয়েক মাস আগের তথ্যও আছে। প্রকাশিত নথিগুলো থেকে জানা গেছে, কয়েকটি মিত্র দেশের ফোনকলেও যুক্তরাষ্ট্র গোয়েন্দা বিভাগ আড়ি পাতত। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অনেক কর্মকর্তাই শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, নথিগুলো প্রকাশিত হওয়ার ফলে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্র। ফাঁস হওয়া নথি এরই মধ্যে মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে জটিল করে তুলেছে। প্রশ্ন উঠেছে ওয়াশিংটনের গোপনীয়তা রাখার সক্ষমতা নিয়েও। সূত্র: দেশ রুপান্তর

Nagad

সাই-ম্যাকার্থি সাক্ষাতের প্রতিক্রিয়া
মহড়ায় তাইওয়ানকে ঘিরল চীন

চীনা বাহিনীর মহড়ায় তাইওয়ান দ্বীপকে ঘিরে ফেলে এর বিভিন্ন স্থানের ওপর নির্ভুল লক্ষ্যভেদের অনুশীলন চলেছে গতকাল সোমবার। এর মধ্যে একটি মার্কিন রণতরি গতকাল দক্ষিণ চীন সাগর অতিক্রম করে। চীন ও মার্কিন সশস্ত্র বাহিনী এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। এ রকম উত্তেজনার মধ্য দিয়েই বেইজিংয়ের ‘জয়েন্ট সোর্ড’ নামের এ মহড়া গতকাল শেষ হয়েছে। মহড়া ‘সম্পূর্ণ সফল’ হয়েছে বলে দাবি করেছে চীন।তাইওয়ান প্রণালিতে চীনের অত্যাধুনিক নৌযুুদ্ধাস্ত্রের পাশাপাশি যুদ্ধবিমান দিয়ে পুরো দ্বীপকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয় গতকাল। বেইজিংয়ের বিমানবাহী রণতরি ‘শান্দং’ থেকে উড়ে যুদ্ধবিমানগুলো মহড়া দেয়। তাইওয়ান জানায়, দ্বীপের চারপাশে চীনের ১১টি জাহাজ এবং ৭০টি যুদ্ধবিমান শনাক্ত করেছে তারা। এর বেশির ভাগই শান্দং থেকে উড়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাক্ষাতের প্রতিক্রিয়ায় চীন এ মহড়া শুরু করে। সাক্ষাতের আগে থেকেই চীন প্রকাশ্যে এর বিরোধিতা করে আসছিল। চীন তাইওয়ানকে এর বিদ্রোহী প্রদেশ মনে করে এবং বহির্বিশ্বের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের বিরুদ্ধে। সূত্র: কালের কণ্ঠ

জাপানে নির্বাচন করার মানুষ নেই
৪০ শতাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ

জনসংখ্যা হ্রাসের তীব্র সমস্যায় ভুগছে জাপান। দ্রুত কমছে জন্মহার। বাড়ছে বৃদ্ধের সংখ্যা। এবার স্থানীয় নির্বাচনেও জাপানের জনসংখ্যা সমস্যার এই ছবি ফুটে উঠল। স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার মতো লোকই পাওয়া গেল না দেশটিতে। অধিকাংশ ক্ষেত্রে প্রার্থীরা জয়ী হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জাপানের গণমাধ্যম নিক্বেইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার জাপানের ৯টি প্রদেশের গভর্নর (প্রশাসনিক অঞ্চল, যা স্থানীয়ভাবে প্রিফেকচার নামে পরিচিত), ছয়টি বড় শহরের মেয়র এবং ৪১টি রাজ্য ও ১৭টি শহরে অ্যাসেম্বলি সদস্য পদে ভোট হয়েছে। জেলা স্তরের নির্বাচনে প্রায় ৪০ শতাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও ৫৬৫ জন প্রার্থীর মধ্যে প্রায় ২৫ শতাংশ প্রার্থীর কোনো প্রতিপক্ষ নেই। জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৩৪৮টি নির্বাচনি জেলায় মোট প্রার্থীদের মাত্র ৪০ শতাংশকে ভোটে লড়তে হয়েছে। বাকিদের প্রতিদ্বন্দ্বিতাই করতে হয়নি। আগামী ২৩ এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনে রাজধানী টোকিওর বিভিন্ন পুর ওয়ার্ড এবং ছোট শহর, আধা শহর, গ্রামের জনপ্রতিনিধিদের নির্বাচন করা হবে। সাম্প তিক রিপোর্ট অনুযায়ী, জাপানে গত বছর আট লাখ শিশুর জন্ম হয়েছে। গত সাড়ে ১২ কোটি বছরের মধ্যে সেই দেশে কোনো দিন জন্মহার এত কম ছিল না। জাপানি সরকারের মতে, জাপানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, জায়গার অভাব, চাইল্ড কেয়ার পরিষেবার অভাবের মতো অনেক সামাজিক কারণেই জন্মহার কমেছে। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, জাপানের অনূর্ধ্ব ৩০ বছর বয়সি অবিবাহিতদের অর্ধেকই অর্থনৈতিক উদ্বেগের কারণে সন্তান ধারণে অনাগ্রহী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এই জন্মহার কমার প্রবণতার ফলে জাপানি সমাজের টিকে থাকাই হুমকির মুখে পড়েছে। সূত্র: যুগান্তর

যুক্তরাজ্য-ভারত বাণিজ্য আলোচনা ‘বন্ধ’ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘বন্ধ করেছে’ ভারত। এ শিরোনামে খবর ছেপেছে দ্য টাইমস। কিন্তু সেই খবরকে ‘ভিত্তিহীন’ বলেছে দ্য ইকোনোমিক টাইমস। লন্ডনে গত মাসে ভারতীয় হাই কমিশনে শিখ চরমপন্থি দলের সমর্থকদের হামলার ঘটনার জেরে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা ‘বন্ধ করা’ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে পরস্পরবিরোধী খবর প্রকাশ পেয়েছে। প্রথমে যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমস গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হলের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলে, ‘যুক্তরাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত না খালিস্তান চরমপন্থিদের বিরুদ্ধে জনসম্মুখে নিন্দা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত ভারত সরকার দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করতে চায় না।’ দ্য টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে। ওইদিনই ভারতের ইংরেজি ভাষার দৈনিক দ্য ইকোনোমিক টাইমস এ ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমসের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়। তারা দিল্লিতে এজন ব্রিটিশ কূটনীতিকের বরাত দিয়ে এটাও বলে, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা যথা নিয়মেই চলছে। সূত্র: বিডি প্রতিদিন।

ওইসিডির সমীক্ষা
চলতি বছরে প্রবৃদ্ধি কমছে দক্ষিণ-পূর্ব এশিয়ার

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। ২০২২ সালে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। খবর ব্যাংকক পোস্ট।সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও থাইল্যান্ডের ক্ষেত্রে তার বিপরীত। ২০২২ সালে থাইল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৬ শতাংশ। চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে ৩ দশমিক ৮ শতাংশে উন্নীত হবে। ওইসিডির ‘‌ইকোনমিক আউটলুক ফর সাউথইস্ট এশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এসব পূর্বাভাস দেয়া হয়েছে। আঞ্চলিক অর্থনীতিতে থাইল্যান্ড বর্তমানে ষষ্ঠ অবস্থানে আছে। বৈশ্বিক অর্থনীতির শ্লথগতি সত্ত্বেও ২০২৪ সালে দেশটির জিডিপি ৩ দশমিক ৮ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি বছর ভিয়েতনামের জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে বলে পূর্বাভাসে জানানো হয়। সূত্র: বণিক বার্তা ।

বাখমুতের ৭৫ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে: মস্কো

মস্কো নিয়ন্ত্রিত ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের রুশপন্থী প্রধান বলেছেন, রাশিয়ান বাহিনী বাখমুতের ৭৫ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। খবর আল জাজিরা’র। ‘সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে, শহরের ৭৫ শতাংশের বেশি এলাকা আমাদের সেনা ইউনিটগুলোর নিয়ন্ত্রণে,’ রাষ্ট্রায়ত্ত রসিয়া-২৪ টেলিভিশনে বলেন ডেনিস পুশিলিন। যদিও তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বাখমুতের পতন সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
রাশিয়া জানিয়েছে, বাখমুত দখলে এলে ভবিষ্যতে ইউক্রেনে আরও আক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের দাবি, বাখমুতের গুরুত্ব কেবলই প্রতীকী। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় নিহত ৪
পাকিস্তানের কোয়েটা শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ঘটানো বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সোমবার নগরীর একটি বাজারের কাছে এ হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।নগরীটিতে পুলিশের এক স্টেশন হাউজ অফিসারকে (এসএইচও) লক্ষ্য করে চালানো আরেকটি বোমা হামলায় আরও তিনজন আহত হন।
পুলিশ জানায়, সারিয়াব পুলিশ স্টেশনের এসএইচও এহাসানুল্লাহ মারওয়াত তার স্কোয়াড নিয়ে টহল দেওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে।পুলিশের দলটি হামলা থেকে রক্ষা পেলেও তিন পথচারী আহত হন বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে পুলিশ।এটি ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কোয়েটায় পুলিশের ওপর হামলার তৃতীয় ঘটনা। কোয়েটা পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী।পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এসব হামলার দায় স্বীকার করেছে। সূত্র: বিডি নিউজ

কীভাবে পশ্চিম তীরকে বদলে দিচ্ছে ইহুদি ‘আউটপোস্ট’

ই জায়গাটিতে যা ঘটছে তা নিয়ে যতই বিতর্ক থাকুক, অন্তত এই একটি বিষয় নিয়ে কেউই দ্বিমত করবেন না। আর তা হলো – বসন্তকালে এখানকার দৃশ্য সত্যিই অপূর্ব। অধিকৃত পশ্চিম তীরের মাঝখানেই এই পাথুরে-পাহাড়ি জায়গাটা বসন্তকালে একেবারে সবুজ হয়ে যায়। তার মাঝখান দিয়ে এঁকেবেঁকে চড়াই-উৎরাই হয়ে চলে গেছে রাস্তাগুলো। পরিষ্কার রৌদ্রকরোজ্জ্বল দিনে এখান থেকে পূবদিকে তাকালে দিগন্ত বরাবর জর্ডান উপত্যকার পাহাড়গুলোও দেখা যায় ।কিন্ত এই প্রাকৃতিক দৃশ্য এখন বদলে যাচ্ছে। লিস্তিনি গ্রাম তুরমুস আইয়া থেকে গাড়িতে মাত্র কয়েক মিনিট দূরের পথ আবু খালেদের খামার বাড়ি । আবু খালেদের বয়স ৬৫। তিনি এখানে আছেন ৫০ বছরেরও বেশি সময় ধরে। তার বাড়ি থেকে চার পাশে তাকালে পরিবর্তনটা স্পষ্ট বোঝা যায়।তার খামারের চারপাশের উঁচু পাহাড়গুলোর ঢালে এখন দেখা যায় অনেকগুলো ইসরায়েলি বসতি।আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলোকে অবৈধ বসতি মনে করা হয়।তবে আবু খালেদের খামারবাড়ির চারপাশে যে বসতিগুলো আছে – তার মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো এমনকি ইসরায়েলি আইনেও অবৈধ। সূত্র: বিবিসি বাংলা।