আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে জন্মদিনের অনুষ্ঠানে নির্বিচারে গুলিতে ৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত কমপক্ষে ২০ জন। গত শনিবার রাতে অঙ্গরাজ্যের ডেডেভিল শহরের একটি নাচের স্টুডিওতে এক কিশোরীর জন্মদিনের অনুষ্ঠানে এ গুলির ঘটনা ঘটে। আলাবামা ‘ল এনফোর্সমেন্ট এজেন্সি’র মুখপাত্র সার্জেন্ট জেরেমি বারকেট গতকাল রোববার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় দুঃখজনকভাবে চারজন প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন।অ্যানেট অ্যালেন নামের এক নারী জানান, গুলিতে তাঁর নাতি ফিল ডাউডেল মারা গেছে। সে তার বোন অ্যালেক্সিসের ১৬তম জন্মদিন উদ্‌যাপন করছিল। অনুষ্ঠান চলার একপর্যায়ে গুলি শুরু হয়। গুলিতে ডাউডেলের মা আহত হয়েছেন।স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে অনেক কিশোর-কিশোরী রয়েছে। সূত্র: প্রথম আলো

সুদানে সহিংসতায় নিহত ৫৬
দুই জেনারেলের লড়াই থামছে না

সুদানের দুই শীর্ষ জেনারেলের ক্ষমতার দ্বন্দ্ব দৃশ্যত ক্রমে বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। রাজধানী খার্তুমের বাইরেও ছড়িয়ে পড়ছে সংঘাত। গতকাল রবিবার পর্যন্ত দুই দিনে দুই পক্ষের সংঘাতে জাতিসংঘের তিন কর্মীসহ অন্তত ৫৬ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। হতাহতদের সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে দুই পক্ষ। সুদানের চলমান সংঘাত হচ্ছে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে প্রভাব নিয়ে দ্বন্দ্বের কারণে। দুই পক্ষের লড়াই শুরু হয় স্থানীয় সময় শনিবার সকাল নাগাদ। আগে থেকে উত্তেজনা থাকলেও ২০২১ সালে সামরিক শাসন জারির পর থেকে এটাই তাদের মধ্যে সবচেয়ে বড় সংঘাত। এবার কয়েক দিন আগে এর সূত্রপাত হয়। দুই বাহিনীর একত্রীকরণের পর তার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে—এ নিয়েই বেধেছে বিরোধ। ২০২১ সাল থেকে সুদান পরিচালিত হচ্ছিল সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও মোহামেদ হামদান দাগালোসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের একটি পরিষদের মাধ্যমে। আল বুরহান দেশের সেনাপ্রধান ও কার্যত প্রেসিডেন্ট। দাগালো তাঁর ডেপুটি ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) প্রধান। দেশটির বেসামরিক শাসনে ফেরা নিয়ে গত বছরের ডিসেম্বরে সমঝোতা হয়। শিগগিরই তা হওয়ার কথা ছিল। কিন্তু তার চূড়ান্ত কোনো রূপরেখা পাওয়া যায়নি। বরং বুরহান ও দাগালোর বিরোধ ক্রমেই বাড়তে থাকে। সূত্র: কালের কণ্ঠ

পার্লের বিশ্বরেকর্ড
ভাবা যায়, একটি রিমোট কন্ট্রোলের চেয়েও ছোট সে দেখতে! যে কেউ টুক করে তার পকেটে পুরেও ফেলতে পারবে পার্ল নামের এই কুকুরটিকে। হ্যাঁ, মাত্র ৫ ইঞ্চি দৈর্ঘ্যের চিহুয়াহুয়া প্রজাতির এই কুকুরটি বিশ্বের সবচেয়ে ছোট কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছে। দুই বছর বয়সী পার্লের ওজন এখন ১ দশমিক ২২ পাউন্ড। ২০২০ সালের ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার জন্ম।পার্ল হলো মিরাকল মিলির বংশধর। ৩ দশমিক ৮ ইঞ্চি লম্বা মিলিও গিনেস বুকে নাম লিখিয়েছিল। ২০২০ সালে সে মারা যায়। পার্লের মা ছিল মিলির বোন। সূত্র: কালের কণ্ঠ

মুম্বাইয়ে খোলা আকাশের নিচে অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

Nagad

ভারতে খোলা আকাশের নিচে এক সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে গরমজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।রোববার মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সেখানে প্রবল গরম ও তাপপ্রবাহে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন ১২০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেককে হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। এছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: সমকাল

সুদানে সামরিক প্রতিদ্বন্দ্বীদের যুদ্ধ, ৫৬ জন বেসামরিক ব্যক্তিসহ নিহত অনেক সৈনিক

সুদানের সেনাবাহিনী গত রবিবার দেশটির ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য রাজধানী খার্তুমের কাছে দেশটির আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে বিমান হামলা শুরু করে, যেখানে সংঘর্ষের পরে কয়েকশ যোদ্ধা এবং কমপক্ষে ৫৬ জন বেসামরিক লোক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনব্যাপী ভয়াবহ যুদ্ধের পর শনিবার গভীর রাতে সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুম সংলগ্ন ওমদুরমান শহরে সরকারি আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর একটি ঘাঁটিতে বিমান হামলা করে।সুদানের সেনাবাহিনী এবং এক লক্ষ সৈনিকের মাধ্যমে গঠিত আধা-সামরিক বাহিনী আরএসএফ দেশটির রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আলোচনা করছে, যা এখনো সমাধান হয়নি। রবিবার ভোরবেলা খার্তুম, ওমদুরমান এবং পার্শ্ববর্তী বাহরি শহর থেকে ভারি কামান এবং গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। এছাড়াও লোহিত সাগরের বন্দর শহর পোর্ট সুদানেও গোলাগুলির শব্দ শোনা গেছে, যেখানে এর আগে কোনো সংঘাতের খবর শোনা যায়নি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়িয়েছে কি চীনের অর্থনীতি?
চলতি বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। আগামী মঙ্গলবার প্রকাশিত সরকারি উপাত্তে তা উঠে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

কঠোর কভিড-নীতি থেকে বেরিয়ে আসছে চীন। এতে চলতি বছরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনের অর্থনীতি। মঙ্গলবার প্রথম প্রান্তিকের উপাত্ত প্রকাশ করতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি। সেখানে স্পষ্ট হবে কেমন পুনরুদ্ধার হলো দেশটির অর্থনীতি। বার্তা সংস্থা এএফপির প্রাক্কলন, জানুয়ারি-মার্চে চীনের গড় প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। ঋণভারে জর্জরিত আবাসন খাত থেকে শুরু করে বৈশ্বিক মূল্যস্ফীতি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে মন্দার ঝুঁকি চীনের শঙ্কার কারণ হিসেবে হাজির রয়েছে। ভোক্তা আস্থা দুর্বল থাকায় অর্থনৈতিক পুনরুদ্ধারে দীর্ঘ সময় নেবে বলে মনে করেন বিনিয়োগ ব্যাংক ম্যাককোয়ারির মুখ্য চায়না ইকোনমিস্ট ল্যারি হু। গত বছর চীনের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ শতাংশ, যা দেশটির কয়েক দশকের ইতিহাসে সর্বনিম্ন। চলতি বছরে পুনরুদ্ধার প্রক্রিয়ায় উদ্বেগের বিষয় আবাসন খাত। অবশ্য গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের আবাসন খাত ঘুরে দাঁড়িয়েছে। এর আগে টানা চার মাস সংকোচনের মধ্য দিয়ে গেছে খাতটি। তবে প্রায় ৬০ শতাংশ শহুরে পরিবার বিনিয়োগ বা ব্যয়ের চেয়ে সঞ্চয়ে মনোযোগ দিয়েছে। সূত্র: বণিক বার্তা।

যুদ্ধানুদান জেলেনস্কির পকেটে
জ্বালানি খাতের ‘ত্রাণ’ থেকে ৪০০ মিলিয়ন গায়েব * ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা পোল্যান্ড-হাঙ্গেরির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে দেওয়া পশ্চিমা অনুদান নিজের পকেটে তুলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার দোসররা। ডিজেল জ্বালানি কিনতে ইউক্রেনে পাঠানো অনুদানের কমপক্ষে ৪০০ মিলিয়ন ডলার তারা আত্মসাৎ করেছেন। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক সেমুর হার্শের ওয়েবসাইটের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই তথ্য জানায়। হার্শ তার ওয়েবসাইটে বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তার দল ডিজেল জ্বালানি কিনতে নির্ধারিত যুক্তরাষ্ট্রের অনুদান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির বিশ্লেষকদের অনুমান, গত বছর অন্তত ৪০০ মিলিয়ন ডলারের তহবিল আত্মসাৎ করেছেন তিনি।’ হার্শের সূত্র অনুযায়ী, কিয়েভে দুর্নীতির মাত্রা ‘আফগান যুদ্ধের কাছাকাছি। যদিও ইউক্রেন থেকে এসব বিষয়ে কোনো কর্তৃপক্ষের প্রতিবেদন আসবে না।’ হার্শের সূত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে মার্কিন সরকারের চলমান সংকটের জন্য দায়ী করেছে। হার্শের সূত্রের বরাত দিয়ে রুশ টিভি আরটি জানায়, দুই শীর্ষ পররাষ্ট্র নীতি কর্মকর্তা ইউক্রেন সংঘাতের বিষয়ে ‘কঠোর মতাদর্শ ও রাজনৈতিক দক্ষতার অভাব’ দেখিয়েছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করে আসছে। সূত্র: যুগান্তর ।

ন্যাটোর সদস্য হতে ফের আকুতি

ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর আগ থেকে পশ্চিমা দেশগুলোর জোট ন্যাটোর সদস্য হওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর সোয়া বছর পর ফের সেই আকুতি জানালেন জেলেনস্কি। শনিবার রাতে এক ভাষণে ন্যাটোতে যত দ্রুত সম্ভব যোগ দেওয়া কিয়েভের প্রত্যাশার ব্যাপারটি পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমরা জোটে যোগ দেওয়ার আগেই ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন। আগামী জুলাইতে লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যাতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায়, সে কথা মাথায় রেখেই এই আহ্বান জানালেন জেলেনস্কি। তিনি আরও বলেন, ‘আমরা জোটে যোগ দেওয়ার আগেই ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন।’ গত কয়েক বছর ধরেই ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে আসছে ইউক্রেন। কিন্তু ফেব্রুয়ারিতে জোটের প্রধান ইয়েন্স স্টোলটেনব্যার্গ বলেন, ‘ইউক্রেন আমাদের জোটের সদস্য হবে, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এতে লম্বা সময় লাগবে।’ কিন্তু দ্রুততম সময়ে জোটভুক্ত হওয়ার আবেদন জানিয়ে আসছেন জেলেনস্কি। সূত্র: বিডি প্রতিদিন।

ইউক্রেন যুদ্ধ কীভাবে হ্যাকারদের লড়াইকে বদলে দিচ্ছে

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার সাথে সাথেই দ্বিতীয় আরেকটি যুদ্ধ শুরু হয়ে যায় – যাকে বলা যায়, এক অদৃশ্য যুদ্ধ। সে যুদ্ধ চলছে সাইবারস্পেসে। কিন্তু কারা এই যুদ্ধ করছে? তাই দেখতে বিবিসির সংবাদদাতা জো টাইডি গিয়েছিলেন ইউক্রেনে । সেখানে গিয়ে তিনি দেখতে পান, কীভাবে এ যুদ্ধ সামরিক সাইবার তৎপরতা আর হ্যাকারদের কর্মকান্ডের এতদিন যে পার্থক্য ছিল – তা ঝাপসা করে দিয়েছে।ওলেক্সান্দর থাকেন মধ্য ইউক্রেনে। আমি যখন তার এক-বেডরুমের ফ্ল্যাটে গেলাম – দেখতে পেলাম, সাধারণতঃ হ্যাকারদের ঘর যেমন হয়ে থাকে, এটাও ঠিক তেমনিই।আরাম-আয়েশ বা বিলাসিতার কোন উপাদান সেখানে নেই। তেমন কোন আসবাবপত্র নেই, এমনকি একটা টিভিও নেই। শুধু আছে বেডরুমের এক কোণে একটা শক্তিশালী কম্পিউটার, আরেক কোণায় একটা জোরালো মিউজিক সিস্টেম। সূত্র: বিবিসি বাংলা।

ইউক্রেইন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড-হাঙ্গেরি

নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেইন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড ও হাঙ্গেরি সরকার।শনিবার পোল্যান্ডের ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ (পিআইএস) প্রধান ইয়ারোস্লাভ কাচিন্সকি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।এরপর এদিনই একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবার্নের সরকার। বিদ্যমান পরিস্থিতি স্থানীয় কৃষকদের মারাত্মক ক্ষতি করবে। এই ক্ষতির কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে তারা। তবে ইউক্রেইনের শস্য ও অন্যান্য খাদ্যদ্রব্য আমদানির ওপর নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে তা হাঙ্গেরি জানায়নি। তারা কেবল বলছে, আগামী জুনের শেষ নাগাদ এর মেয়াদ শেষ হবে। সূত্র: জাগো নিউজ