আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র হচ্ছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই স্বল্পোন্নত বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ। এখন আমাদের অভিযাত্রা, ২০৪০ সালে একটা উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ আমরা নির্মাণ করব শেখ হাসিনার নেতৃত্বে। তবে আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র হচ্ছে। বাঙালির ইতিহাসে এই ষড়যন্ত্র বারবার সংঘটিত হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে।’

সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে। তারা জানে আসন্ন নির্বাচনে জিততে পারবে না। শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র হচ্ছে। বাঙ্গালির ইতিহাস নিয়ে বার বার ষড়যন্ত্র হয়েছে। আজকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে।’

‘ভোটে শেখ হাসিনার সঙ্গে তাদের বিজয়ী হওয়া সম্ভব নয়। সে কারণে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কাজেই মুজিবনগর দিবসে একদিকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় আমরা এগিয়ে যাব। অন্যদিকে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী, ষড়যন্ত্রকারী রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধেও আমাদের আজ শপথ নিতে হবে,’ বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িকতাকে পরাজিত করতে হবে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে এগিয়ে যাব। এটাই আমাদের আজকের অঙ্গীকার।

Nagad

ওবায়দুল কাদের বলেন, ‘এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শুন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিও আছে।