ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সব মামলা রহিত হবে: আসিফ নজরুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

আসিফ নজরুল। সংগৃহীত ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে এ আইনের অধীনে দায়ের হওয়া সকল মামলাও বাতিল হবে। তবে কম্পিউটার অপরাধের ক্ষেত্রে, যেমন কম্পিউটার হ্যাকিং বা ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে—এ ধরনের অপরাধে আইনের প্রয়োগ অব্যাহত থাকবে। তবে সাংবাদিকতা বা মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত মামলাগুলি পর্যায়ক্রমে বাতিল করা হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার সবসময় সাংবাদিক-বান্ধব থাকার চেষ্টা করেছে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, পেশাগত পরিচয় ছাড়িয়ে গিয়ে সাংবাদিকদের এমন কিছু করা উচিত নয় যা পেশার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাবেক সভাপতি এম শফিকুল করিম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান প্রমুখ।