শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা তাদের দাবির জন্য রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে ক্ষোভ প্রকাশ করতে পারে অথবা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে। তিনি বলেন, সরকার শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং শিক্ষার্থীদের আন্দোলনে কোনোভাবে কঠোর হতে চায় না।
এছাড়া, কৃষকদের উদ্দেশে তিনি বলেন, তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ সরকার পর্যাপ্ত পরিমাণে সার ও বীজ মজুত রেখেছে এবং বোরো ধান ঘরে তোলার জন্য কৃষকদের পাশে থাকবে।


মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন। পরে তিনি টাঙ্গুয়ার হাওরসহ অন্যান্য হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন।