ভারতের সঙ্গে বাণিজ্য অচলাবস্থা নিরসনের ব্যাপারে ঢাকা আশাবাদী: তৌহিদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতীয় বাণিজ্যের চলমান মন্দা দ্রুত সমাধান হতে পারে। তিনি বলেন, গত দুই থেকে তিন মাস ধরে চলা বাণিজ্য মন্দা বাংলাদেশের পাশাপাশি ভারতকেও প্রভাবিত করছে, বিশেষ করে কলকাতার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

আজ রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সার্ক: দক্ষিণ এশিয়ার জনগণ সহযোগিতা কামনা করে’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ আশা করছে এই অচলাবস্থা দ্রুত সমাধান হবে। তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আগামীকাল ঢাকায় আসছেন এবং এফওসি’র মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সমস্যার সমাধান ও অন্যান্য বিষয়ে আলোচনা হবে।

তৌহিদ হোসেন বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে খোলামেলা সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের গুণগত পরিবর্তনের জন্য ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। তিনি আরও আশা প্রকাশ করেন যে সার্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু হবে, যা গত এক দশক ধরে স্থগিত ছিল।

আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সার্ক শীর্ষ সম্মেলন পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তৌহিদ বলেন, সদস্য দেশগুলোর উচিত নিজেদের দ্বিপাক্ষিক মতপার্থক্য কাটিয়ে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য ও দারিদ্র্য দূরীকরণে সহায়তা করা।