ঈদে পর্যটকদের বরণে প্রস্তুত কক্সবাজার

কক্সবাজার সংবাদদাতাকক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজারের হোটেল-মোটেলগুলো আবারও নতুন করে সাজছে। ঈদে ভ্রমণে আসা পর্যটকদের বরণের জন্য সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

ইতোমধ্যে পাঁচ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগের রং লাগানো, ধুয়ে-মুছে পরিচ্ছন্নতার কাজ শেষ।

জানা গেছে, রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সকাল-বিকালের চিত্রই সম্পূর্ণ ভিন্ন। কোথাও পর্যটক নেই। বালুচরের পর্যটন ছাতাগুলো একদম খালি পড়ে রয়েছে। রমজান উপলক্ষে সাগরপারের শতকরা ৯০ ভাগ হোটেল-মোটেল বন্ধ রয়েছে। পর্যটকশূন্য প্রতিষ্ঠান গুলোতে নতুন করে সাজানো হচ্ছে।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার গণমাধ্যমকে জানান, ঈদের ছুটি ৫ দিন হলেও টানা ৭ দিন কক্সবাজারে পর্যটক আসবেন। অনেক পর্যটক ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে ফেডারেশনভুক্ত আবাসিক হোটেল-মোটেল ও গেস্টহাউসে ভাড়ায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম গণমাধ্যমকে জানান, পর্যটকদের বরণ করতে আমরা প্রস্তুত। ইতোমধ্যে সমুদ্র সৈকতসহ গুরুত্বপূর্ণ বিনোদন-কেন্দ্রগুলোতে টুরিস্ট পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

সারাদিন/১৭ এপ্রিল/এমবি 

Nagad