উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ফের চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল মাদ্রিদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে নিজেদের উজাড় করে দিল চেলসি। কিন্তু এমন চাপ কীভাবে সামাল দিতে হয়, ভালোভাবেই জানা আছে রিয়াল মাদ্রিদের। চেলসির প্রবল চাপ সত্ত্বেও রদ্রিগোর জোড়া গোলে ২-০ গোলে জয় পেল রিয়াল। যেখানে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠে গেল ইউরোপের সফলতম দলটি।

ইউরোপের সফলতম দলটি আরও একবার দেখাল তাদের সামর্থ্য। দারুণ দক্ষতায় সামাল দিল স্বাগতিকদের আক্রমণের ঝাপটা। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর জোড়া গোলে আবারও জিতে সেমিফাইনালে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে রিয়ালকে আতিথেয়তা জানায় চেলসি। তবে প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা ব্লুজরা জয় পেতে মরিয়া থাকলেও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হারল দলটি।
খেলার ১১তম মিনিটেই অবশ্য দারুণ এক সম্ভাবনা জেগেছিল চেলসির। যেখানে পেনাল্টি স্পটের কাছে বল পেয়েছিলেন অরক্ষিত এনগোলো কঁতে। এত কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল এবং সেটা ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর দুরন্ত পারফরম্যান্সে।

৫৮ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় সেটা জালে জড়ান রদ্রিগো। ৮০ মিনিটে ভালভারদের কাট ব্যাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

Nagad