সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

ছবি- সংগৃহীত

সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় তিনজন সিরিয়ান আহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) ভোরের দিকে সিরিয়ার হোমস শহরের কাছে একটি স্থানে বিমান থেকে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ এই তথ্য জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা দেশটির সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, শনিবার (২৯ এপ্রিল) ভোরের দিকে হামলায় তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া এতে বেসামরিক একটি জ্বালানি স্টেশনে আগুন ধরেছে। হামলায় বেশ কয়েকটি জ্বালানি ট্যাংকার এবং ট্রাক পুড়ে গেছে।

সানা আরও বলছে, স্থানীয় সময় ৪টা নাগাদ ইসরায়েলি শত্রুরা ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান হামলা চালিয়েছে। উত্তর লেবাননের দিক থেকে হোমস শহরের আশেপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সারাদিন/২৯ এপ্রিল/এমবি

Nagad