সুদানে দুই বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে ৫২৮

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

ছবি- সংগৃহীত

উত্তাল সুদানে সেনাবাহিনী ও আধা সামরিকবাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে এখন পর্যন্ত ৫২৮ জন নিহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

সুদানের মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আরও চার হাজার ৫৯৯ জন আহত হয়েছেন। এর আগে দেশটির মন্ত্রণালয় জানায়, সংঘর্ষে নিহত হয়েছেন ৫১২ জন এবং চার হাজার ১৯৩ জন আহত হয়েছেন।

এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে সুদানের ১৮টি প্রদেশের মধ্যে ১২ টিতে ছড়িয়ে পড়েছে। তিন দিনের যুদ্ধবিরতর মেয়াদ গত শুক্রবার বাড়ানো হলেও সুদানজুড়ে সংঘর্ষ চলছে।

সারাদিন/৩০ এপ্রিল/এমবি 

Nagad