‘অক্সফামে’ নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন বছরে ৯ লাখ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

বাংলাদেশে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘অক্সফাম’। এই সংস্থাটি কক্সবাজারে অপারেশনস বিভাগে জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন টিমে প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট অফিসার।

পদসংখ্যা: একজন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/জেন্ডার স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয়/জাতিসংঘের কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিটেটিভ রিপোর্ট লেখায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও চট্টগ্রামের ভাষায় সাবলীলভাবে যোগাযোগে পারদর্শী হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। ওয়াস, ইফএসভিল, প্রটেকশন ও জিবিভি প্রিভেনশন বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

কর্মস্থল: কক্সবাজার।

Nagad

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা।

বেতন: বছরে (১৩ মাস) বেতন ৮ লাখ ৯৯ হাজার ১২৬ টাকা।

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, ছুটি ও বিমার সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের https://jobs.oxfam.org.uk/vacancy/project-officer-gender-justice-and-social-inclusion-int9569/19336/description/ এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মে, ২০২৩।

সূত্র- প্রথম আলো

সারাদিন/১৫ মে/এমবি