টেস্ট-ওয়ানডে-টি-২০ খেলতে ঢাকায় আসছে আফগানরা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

সংগৃহীত ছবি-

ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার তিন ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। ইতিমধ্যেই টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৭ মে) বিকেলে এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ১০ জুন ঢাকায় আসবে আফগানরা। এরপর তিন দিনের মাঠের প্রস্তুতি সেরে নেমে পড়বে একমাত্র টেস্ট খেলতে, যা শুরু হবে ১৪ জুন রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর আগামী ১৯ জুন সিরিজ খেলতে ভারত যাবে রশিদ-নবীরা। সেখানে সিরিজ খেলে আগামী ০১ জুলাই আবারও বাংলাদেশে আসবে আফগানরা। এরপর তিন দিনের প্রস্তুতি সেরে খেলতে নামবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আগামী ১২ জুলাই সিলেটে পাড়ি দেবে দুই দল। সেখানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। একদিন বিশ্রাম শেষে ১৪ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৬ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষেই বাংলাদেশ ছাড়বে আফগান শিবির।

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সূচি:

Nagad

একমাত্র টেস্ট         ১৪ জুন         শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম;
প্রথম ওয়ানডে        ৫ জুলাই       জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম;
দ্বিতীয় ওয়ানডে      ৮ জুলাই       জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম;
তৃতীয় ওয়ানডে       ১১ জুলাই      জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম;
প্রথম টি-টোয়েন্টি   ১৪ জুলাই     সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম;
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৬ জুলাই    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সারাদিন/১৭ মে/এমবি