ঢাকা-সিলেট রুটের চার ট্রেনের যাত্রা বাতিল

সিলেট সংবাদদাতাসিলেট সংবাদদাতা
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চারটি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ওই চার ট্রেনের যাত্রীরা টিকিট দিলেই টাকা ফেরত পাবেন।

শনিবার (২০ মে) দুপুরে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাস্টার রোমান আহমেদ বলেন, ওই ৪ ট্রেনের যাত্রীরা টিকিট দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। যাত্রীদের ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে।

শমশের নগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব গণমাধ্যমকে জানান, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। তিনি আরও বলেন, ঢাকা-সিলেটগামী কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসসহ ৪টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তবে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজ বিকেলে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলেও জানান উত্তম দেব।

রেলওয়ের কুলাউড়া উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান গণমাধ্যমকে বলেন, উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে বেলা ৩টা বেজে যেতে পারে।

Nagad

এর আগে শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এই ঘটনার পর আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেন আজ বেলা ১২টার দিকে উদ্ধারকাজ শুরু করেছে।

সারাদিন/২০ মে/এমবি